🌿🌿আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব--৪২🌿🌿|| প্রকৃতির অপরুপ সৌন্দর্য🌺 by jibon47

in আমার বাংলা ব্লগlast month

আজ--১৩ মাঘ| ১৪৩১ বঙ্গাব্দ | সোমবার | শীতকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজ হাতে করা কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করব। যদিও এখন পর্যন্ত খুব একটা ভালো ফটোগ্রাফি করতে পারি না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আশা করছি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • সুন্দর ফটোগ্রাফি
  • আজ--১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • সোমবার


তো চলুন শুরু করা যাক...!



শুভ বিকেল সবাইকে.....!!


বর্তমান সময়ের ফটোগ্রাফি করাটা যেন সকলের নেশা হয়ে গিয়েছে। কমিউনিটিতে এখন প্রায় সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে যে ফটোগ্রাফি গুলো সত্যি অনেক বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। আমিও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার। যদিও তেমন একটা ভালো ফটোগ্রাফি করে না তবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সুন্দর ফটোগ্রাফি করার। আমি আজকে আপনাদের মাঝে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করবো সেই ফটোগ্রাফি গুলো মূলত বিভিন্ন জায়গা থেকে আমি তুলেছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিনিয়ত আমি চেষ্টা করে যাব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার।

সত্যি বলতে আমি সবসময়ই প্রকৃতির ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি, বলতে পারেন আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ সময় পেলেই চলে যাই প্রকৃতির সান্নিধ্যে। আর প্রকৃতি যে কতটা সুন্দর সেটা প্রকৃতির সান্নিধ্যে না গেলে কেউ কখনো বুঝতে পারে না, সব মিলিয়ে আমি চেষ্টা করেছি প্রতিটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করার,আশা করছি আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে।



ফটোগ্রাফি--০১


IMG20240703120729-01.jpeg

গ্যাস কাটিং এর ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমি এর আগেও আপনাদের মাঝে গ্যাস কাটিং এর ফটোগ্রাফি শেয়ার করেছিলাম গ্যাস কাটিং এর ফটোগ্রাফি গুলো আমি অনেক আগেই করে রেখেছিলাম। আপনারা সকলেই জানেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে গ্যাস কাটিং এর ব্যবহার অনেক বেশি কারণ মাঝে মাঝেই এমন অনেক ধাতব মেটাল আছে যেগুলো স্যাপ থেকে বের করা কখনই সম্ভব হয়ে ওঠে না যার কারণে গ্যাস কাটিং দিয়ে সেটা কিছুটা উত্তপ্ত করে নেয়া হয়। যখনই পুরো মেডেলটা উত্তপ্ত হয়ে যায় তখন কোন কিছু দিয়ে আঘাত করলে সেখান থেকে সেটা বের হয়ে আসে আবার এমন অনেক মেটাল আছে যেগুলো গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে গেলে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার সেগুলোতে গ্যাস কাটিং ব্যবহার করা হয় গ্যাস কাটিং দিয়ে সেগুলো কেটে ফেলা হয়। সেদিন এমনই এক মেটাল গ্যাস কাটিং দিয়ে কাটা হচ্ছিল যখন চারিদিকে গ্যাস কাটিং স্থুলিত হচ্ছিল তখন দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিল তবে এই গ্যাস কাটিং করার সময় অবশ্যই অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয়।

ফটোগ্রাফি--০২


IMG20241224124756-01.jpeg

কাঁচা কলার ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

অনেকদিন আগে বাসায় গিয়েছিলাম বাসায় গিয়ে আমি সবসময়ই মাঠ ভ্রমণ করার চেষ্টা করি এটা আপনারা সকলেই জানেন। মাঠ ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে, আমাদের নিজেদেরও কলার বাগান আছে কলার বাগানে গিয়ে কলার গাছ গুলো দেখছিলাম এবং কোন গাছে কেমন কলা ধরেছে সেটাও দেখছিলাম। মোটামুটিভাবে এবার কলার ফলন খুব একটা বেশি ভালো নয় কারণ অনেক আগেই কলার গাছ গুলো কেমন যেন একটু মারা যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে যার কারণে অন্যান্য বছরে তুলনায় এবার কলার চাষে খুব একটা বেশি সুবিধা পাচ্ছে না কেউই। আমি বাগানের মধ্যে কলার গাছ গুলো দেখছিলাম এবং ফটোগ্রাফি করছিলাম সেখান থেকেই একটা কলার ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

ফটোগ্রাফি--০৩


IMG20240808182618-01.jpeg

কংক্রিটের শহর ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

শহরের দিকে তাকালে আপনি দেখতে পাবেন চারিদিকে শুধু কংক্রিটের বড় বড় উঁচু দেয়াল আর এই উঁচু উঁচু বিল্ডিং এর মাঝে আপনার নিজেকে কেমন মনে হয় সেটা আমি জানি না তবে আমার কাছে নিজেকে অনেক বেশি বন্দি পাখির মত মনে হয়। বিশেষ করে আপনি যখন আপনার বাসার ছাদের উপরে উঠবেন তখন আপনি দূরদূরান্তে যত দূরেই আপনার চোখ যাক না কেন শুধুমাত্র দেখতে পাবেন পাখির বাসার মতো ছোট ছোট ঘর যদিও সেগুলো দূর থেকে পাখির বাসার মতো মনে হলেও বাস্তবিক অর্থে কংক্রিটের এই শহরটাকে আমার কাছে বন্দী জেলখানার মতোই মনে হয়। এখানে আপনি গ্রামের কোন কিছুই খুঁজে পাবেন না গ্রামের সুন্দর মনোরম পরিবেশ আপনি দেখতে পাবেন না কোথাও হয়তোবা সুন্দর সুন্দর পার্ক তৈরি করে রাখা হয়েছে তবে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এটা আপনি কখনোই শহরের মাঝে খুঁজে পাবেন না।

ফটোগ্রাফি--০৪


IMG20240623183925-01.jpeg

নদীর উপরে নৌকার ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

নদীর উপরে নৌকার এই ফটোগ্রাফিটি আমি বাসায় গিয়ে করেছিলাম বাসায় গেলে আর সব সময়ই মাঠ ভ্রমণ করতে যাওয়া হয়। মাঠে গিয়ে বিকেল বেলা সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে এবারও মাঠে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম বিশেষ করে সন্ধ্যের আগ মুহূর্তে নদীর পাড়ে বসে ছিলাম অনেকক্ষণ ঠিক তখনই দেখেছিলাম নদীর উপরে একটা নৌকা বেঁধে রাখা হয়েছে। যদিও নদীর পানি শুকিয়ে গিয়েছে এই নৌকাটা নদীর উপরে বেঁধে রেখেছে কারণ নৌকাটা হয়তোবা কিছুদিনের মধ্যেই আবার নতুন করে মেরামত করা হবে যার কারণে পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়নি। সন্ধ্যের এক মুহূর্তে নদীর উপরে ভেসে থাকার নৌকার এই ফটোগ্রাফি টা আমি পড়েছিলাম সেদিন আমার কাছে ভীষণ ভালো লেগেছিল।

ফটোগ্রাফি--০৫


IMG20231109162854-01.jpeg

সূর্য ও কাশফুলের ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

কাশফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে বিশেষ করে আমার কাছে এটাই মনে হয় যে মেয়েরা কাশফুল অনেক বেশি পছন্দ করে। শরৎকালে আমরা এটাই দেখতে পারি যে কাশফুলের বাগানে অনেকেই ভিড় জমায় বিশেষ করে শহরাঞ্চলে উত্তরার দিকে কাশফুলের অনেক বড় বাগান রয়েছে এবং সেদিকে গেলেই কাশফুল দেখা যায় তবে গ্রাম অঞ্চলে সবসময়ই কাশফুল দেখা যায় নদীর সাইডে। বর্ষা মৌসুমের পানি যখন নেমে যায় ঠিক তখনই নদীর পাড়ের উপর এরকম কাশফুলের সৃষ্টি হয় আর এই কাশফুলগুলো দেখতে এতটা বেশি সুন্দর হয় যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। অনেকদিন আগে পদ্মা নদী ভ্রমণ করতে গিয়েছিলাম পদ্মা নদী ভ্রমণ করতে গিয়ে সেখানে নদীর পাড়ে দেখেছিলাম এরকম অনেক বড় বড় কাশফুলের গাছ সেখান থেকেই অনেকগুলো ফটোগ্রাফি করেছিলাম।

ফটোগ্রাফি--০৬


IMG20231109155817-01.jpeg

আখের সারির ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

আমি আপনাদেরকে আগেই বলেছি শহরের থেকে গ্রামগঞ্জ আসলেই অনেক বেশি সুন্দর এবং রোমাঞ্চকর এখানে গেলে আপনি এমন কিছু দেখতে পাবেন যে এই দৃশ্যগুলো আপনি কখনোই শহরের মাঝে খুঁজে পাবেন না এর মানে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে শহর অঞ্চল খুব একটা বেশি সুন্দর নয়। আমি মনে করি শহর শহরের জায়গার মত সুন্দর আর গ্রাম গ্রামের মতই সুন্দর। তবে পার্থক্য শুধুমাত্র এখানেই যে গ্রামে গেলে আপনি যেরকম একটা সতেজ নিঃশ্বাস এবং প্রকৃতিক পরিবেশ দেখতে পারবেন শহর অঞ্চলে হয়তোবা আপনি সেই রকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন না। উপরের ফটোগ্রাফিতে আপনারা যে এই আখের শাড়ি দেখতে পাচ্ছেন এটা আপনি কখনোই শহর অঞ্চলে আসলে পারবেন না দেখতে তবে আপনি যদি গ্রামে যান তাহলে এরকম দৃশ্য দেখতে পারবেন। আমার কাছে এই রকম আখের শারীর দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে। জানিনা আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লেগেছে।

ফটোগ্রাফি--০৭


IMG20241224124714-01.jpeg

চিরোচেনা পটকা ফলের ফটোগ্রাফি।
Location
Device :realme 6i
Photo Edit:Snapped

ছোটবেলায় এই পটকা ফল নিয়ে খেলাধুলা করে নাই এইরকম মানুষ খুবই কম আছে। সত্যি বলতে ছোটবেলায় এই পটকা ফল নিয়ে অনেক খেলাধুলা করেছি বিশেষ করে যখন ছোট ছিলাম তখন এই পটকা ফল আমরা খেতাম জানিনা আপনারা কখনো খেয়েছেন কিনা। ব্যাপারটা এমন ছিল যে এই পটকা ফল যখন পেকে যেত তখন অনেকটা লাল বর্ণের হয়ে যেত আর উপরের খোসাটা ছাড়ালেই ভেতরে গোলাপকে তীর একটা নরম কিছু একটা পাওয়া যেত সেটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগতো ছোটবেলায় যখন মাঠে গিয়ে খেলাধুলা করতাম তখন বন্ধুরা মিলে সেই পটকা ফল ছিড়ে ছিড়ে খেতাম। বড় হবার পর থেকে আর কখনো খাওয়া হয়নি তবে ওগুলো আসলেই সত্যি সত্যিই খাওয়ার উপযোগী কিনা সেটা জানিনা তবে এখন আর সেটা দেখলে খেতে ইচ্ছে করেনা। মাঝে মাঝে আবার কাঁচা পটকা তুলে হাতের সাথে আঘাত করলে সুন্দর একটা শব্দ হতো এভাবেও খেলাধুলা করতাম যার কারণে এখন পর্যন্ত এই পটকা ফলের গাছ দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়।



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগবেস্ট ফটোগ্রাফি
বিষয়আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৪২
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


এটাই আমি..!!

IMG_5290-01.jpeg

আমি জীবন মাহমুদ, আমার ইউজার নেম @jibon47। আমি মাতৃভাষা এবং মাতৃভূমিকে অনেক বেশি ভালোবাসি। আব্বু আম্মু আর ছোট বোনকে নিয়েই আমার পরিবার। এই তিনজন মানুষকে কেন্দ্র করেই আমার পৃথিবী।একসাথে সবাইকে খুশি করা তো সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করি পরিবারের সবাইকে খুশি রাখার। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে।আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি। আমি গান গাইতে, কবিতা লিখতে, এবং ভাই ব্রাদারের সঙ্গে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি প্রচন্ড রকমের অভিমানী, হতে পারে এটা আমার একটা বদ অভ্যাস। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব,"আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, পরিশ্রম সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@jibon47



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last month 
Screenshot_2025-01-27-17-19-48-43_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpgScreenshot_2025-01-27-17-21-06-79_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpgScreenshot_2025-01-27-17-21-52-33_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg
 last month 

দুই পাশে আখের ক্ষেত মাঝ দিয়ে সুন্দর সারি পথ। বেশ সুন্দর লাগছে দেখতে। কংক্রিটের শহর এই ফটোগ্রাফি টাও বেশ চমৎকার ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 last month 

ঠিক বলেছেন ভাইয়া এই প্লাটফর্মে ফটোগ্রাফি করা সবার নেশায় পরিনত হয়েছে। তাইতো বাহিরে বের হলেই সামনে যা পাই তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। যাই হোক প্রকৃতির আপনার ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগে। আজকে আপনি এলোমেলো ভাবে তুলা বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে নদীর বুকে নৌকার ফটোগ্রাফি আর সূর্য ও কাশফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্যগুলোকে আপনি অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। আমার কাছে আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুবই দারুণ লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো আমি অনেক পছন্দ করি দেখতে। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। এরকম ফটোগ্রাফি দেখলে প্রশংসা করাই লাগে।

 last month 

চলতি পথের আখ ক্ষেত দেখে খুবই ভালো লেগেছে। আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। তবে বেশি ভালো লাগলো চমৎকার এই আখ ক্ষেত দেখে। এত সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার হৃদয় ছুঁয়েছে। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

সর্বস্তরের ফটোগ্রাফি আপনার পোষ্টের মাঝে থাকাই খুবই ভালো লেগেছে আমার। যেখানে কংক্রিটের দালান কোটা। সেখান থেকে বের হয়ে এসে আবার নদীতে ভাসমান নৌকার অপরূপ দৃশ্য। এছাড়াও ফসলের মাঠ যেন প্রাণবন্ত করে তোলে। অনেক অনেক ভালো লাগলো চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে।

 last month 

খুব সুন্দর সুন্দর কয়েকটি ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আসলে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

ভাই আপনার তোলা প্রত্যেকটি বেস্ট ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে দুই পাশে আখ ক্ষেতের জমি এবং মাঝখান দিয়ে সুন্দর পথ, এই দৃশ্যটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ সুন্দর সুন্দর দৃশ্যের ক্যামেরাবন্দি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা সবগুলো ফটোগ্রাফির বর্ণনা গুলো অসাধারণ সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন আপনি। খুবই ভালো লাগলো আজকে আপনার ফটোগ্রাফির পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.25
JST 0.033
BTC 86179.61
ETH 2144.19
USDT 1.00
SBD 0.91