জাম্বুরা ফল মাখা রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আজ - ১২ ভাদ্র | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার| শরৎকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে সুস্বাদু ও মজাদার জাম্বুরা মাখা রেসিপি শেয়ার করবো,আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • জাম্বুরা মাখা রেসিপি
  • আজ ১২ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ
  • রবিবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


এবছর জাম্বুরা ফল তেমন একটা খাওয়া হয়নি কারণ ঢাকাতে থাকার কারণে জাম্বুরা ফল খাওয়ার প্রতি অতটা লোভ কখনোই কাজ করেনি। কিছুদিন আগেই ঢাকা থেকে বাসায় এসেছি আমাদের ছোট্ট একটা জাম্বুরা ফলের গাছ আছে প্রতিবছরের সেই গাছে জাম্বুরা ফল ধরে। আমি বাসার বাহিরে থাকার কারণে তেমন একটা খেতে পারি না কিন্তু এবার আমার আম্মু একটা বড় জাম্বুরা ফল গাছ থেকে পেড়ে ফ্রিজে রেখে দিয়েছিল। বাসায় যাওয়ার পর আমার ছোট বোন সেই ফলটা ফ্রিজ থেকে বের করে কেটে খাইয়েছিল। অনেকদিন বাদে এই জাম্বুরা ফল খেয়ে খুবই সুস্বাদু লেগেছিল আমার কাছে। জাম্বুরা ফলটি আমি কিভাবে মাখিয়েছিলাম সেই প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করছি এই জাম্বুরা ফল মাখা রেসিপিটি দেখে আপনাদের অনেক বেশি লোভ জন্মাবে। যদি কখনো সময় হয় অবশ্যই এই জাম্বুরা ফল মাখা খেয়ে দেখবেন খুবই সুস্বাদু লাগবে বলে আমার বিশ্বাস।

Picsart_23-08-26_20-52-00-550.jpg

জাম্বুরা মাখা রেসিপি


প্রয়োজনীয় উপকরণাদি

IMG20230820121249-01.jpeg

  • মরিচ
  • ধুনের গুড়া
  • লবণ
  • সরিষার তেল
  • জাম্বুরা
  • পেঁয়াজ


প্রস্তুত প্রনালী

IMG20230820114924-01.jpeg

যেহেতু এই জাম্বুরাটি অনেকদিন ফ্রিজে রাখা হয়েছিল তাই ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ সময় পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। যদিও পানির মধ্যে ভিজিয়ে না রাখলেও চলত তবে বেশি ঠান্ডা জিনিস আমি আবার খেতে পারি না তাই, পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে খাব বলে আগে থেকে চিন্তাভাবনা করে রেখেছিলাম।

IMG20230820120145-01.jpeg

IMG20230820120158-01.jpeg

এরপরে আমার ছোট বোন এই জাম্বুরাটি খুবই চমৎকারভাবে কাটাকাটি করছিল মূলত উপরের অংশটুকু খুবই ভালোভাবে কেটে ভেতরের লাল জাম্বুরার অংশ বের করছিল। প্রথমে আমি ভেবেছিলাম জাম্বুরাটি হয়তোবা ভেতরে তেমন একটা লাল বর্ণ ধারণ করেনি কিন্তু পরবর্তীতে যখন ভেতরের অংশটুকু দেখলাম, দেখলাম যে টকটকে লাল বর্ণ ধারণ করেছে।

IMG20230820120625-01.jpeg

এরপরে পুরো জাম্বুরা থেকে ভেতরের লাল অংশটুকু আলাদা করে নিলাম। যদিও এই লাল অংশটুকু আলাদা করতে অনেকটাই সময় লেগেছে পুরোটা সময় আমি আমার ছোট বোনের পাশে বসে তার সাথে গল্প করছিলাম এবং এই জাম্বুরা তৈরীর প্রস্তুত প্রণালী সম্পর্কে কথা বলছিলাম।

IMG20230820120858-01.jpeg

এরপরে জাম্বুরা পুরোটা আলাদা করে নিয়ে একটা প্লেটের উপর রেখে দিলাম। জাম্বুরাটি পুরোটা আলাদা করে প্লেটের উপর রেখে দিয়ে তারপরে পরিমাণ মতো মরিচ নিলাম। অবশ্যই মরিচের পরিমাণটা পরিমান মতই নিতে হবে তবে যারা বেশি ঝাল পছন্দ করেন তারা মরিচের পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারেন।

IMG20230820121138-01.jpeg

IMG20230820121138-02.jpeg

প্লেটের ওপর মরিচ এবং জাম্বুরা এই দুটো নেওয়ার পরে এবার পরিমাণ মতো পেঁয়াজ নিতে হবে। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিয়েছিলাম যাতে করে পেঁয়াজের স্বাদ আলাদাভাবে জাম্বুরার ভেতরে পাওয়া যায়। কারণ যেহেতু জাম্বুরা একটু টক লাগবে তাই পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে।

IMG20230820121159-01.jpeg

জাম্বুরা মরিচ এবং পেঁয়াজ এই তিনটি একত্রে একটা প্লেটের উপর নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণের পরিমাণটা অবশ্যই পরিমাপ মতোই দিতে হবে যাতে করে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। অবশ্যই খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়।

IMG20230820121238-01.jpeg

এরপরে, সামান্য পরিমাণ ধুনের গুড়া যোগ করতে হবে। তবে এই ধুনের গুড়ার পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাতেও কোন সমস্যা নেই তবে পরিমাণ মতো রাখাই ভালো। অতিরিক্ত কোন কিছু তেমন একটা বেশি ভালো লাগে না।

IMG20230820121359-01.jpeg

IMG20230820121406-01.jpeg

এরপরে সকল উপকরণ গুলো একত্রে নিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল তার সাথে যোগ করে দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে উপকরণগুলো একত্রে চটকিয়ে নিতে হবে। সুন্দরভাবে চটকিয়ে নিয়ে তারপরে প্রয়োজনীয় উপকরণগুলোর সাথে জাম্বুরা একত্রে মিশিয়ে দিতে হবে খুবই চমৎকারভাবে। এমনভাবে ওতপ্রোতভাবে মিশিয়ে দিতে হবে যেন প্রতিটি উপকরণ এর সাথে জাম্বুরা ভালোভাবে মিশে যায়। এরপরে স্বাদ গ্রহণ করতে হবে লবণ এবং ঝালের পরিমাণ ঠিক থাকলে জাম্বুরা খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে।

পরিবেশন

IMG20230820121530-01.jpeg

IMG20230820121535-01.jpeg


এটাই ছিল আমার আজকের জাম্বুরা ফল মাখা রেসিপি। অনেকদিন বাদে এই জাম্বুরা মাখা খেয়ে অনেক বেশি ভালো লাগলো, ‌ আপনারা চাইলে এরকম ভাবে জাম্বুরা ফল মাখিয়ে খেতে পারেন খুবই সুস্বাদু লাগবে বলে আমি মনে করি।আজ আর নয় এখানেই শেষ করছি আমার এই সংক্ষিপ্ত পোস্ট। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

ছবির বিবরণ
বিভাগমজাদার রেসিপি ।
ডিভাইজRealme 6i
বিষয়মজাদার জাম্বুরা মাখা রেসিপি
কারিগর@jibon47
অবস্থানসংযুক্তি

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

জাম্বুরা খুবই সুস্বাদু একটি ফল। এই ফলটি মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি যখন কলেজে পড়তাম তখন আমার কলেজের বাইরে জাম্বুরা আমার খারাপ বিক্রি করা হতো। টিফিনের ফাঁকে এসে জাম্বুরা মাখা খেতে বেশ ভালো লাগতো বন্ধুদের সাথে। আপনি খুবই চমৎকারভাবে জাম্বুরা মাখা রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

যখন পলিটেকনিকে পড়তাম আমিও আপনার মত এরকম ক্লাসের ফাঁকে এসে জাম্বুরা মাখানো খেতাম রাস্তার পাশ থেকে খুবই ভালো লাগতো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 last year 

সময়োপযোগী একটি রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার এই সুন্দর জাম্বুরা মাখানো রেসিপি দেখি আমার অনেক ভালো লেগেছে। কারণ এটা অতি লোভনীয় একটি ফল আর এই সময়ের জন্য সময়োপযোগী। কিছুদিন আগে আমিও চেষ্টা করেছিলাম একটি জাম্বুরা ঠিক এভাবে খাওয়ার।

 last year 

ভাইয়া লাল টুকটুকে জাম্বুরা দেখে তো এমনিই খেতে ইচ্ছে করছে।আপনি আবার বেশকিছু উপকরন দিয়ে জাম্বুরা মাখা রেসিপি শেয়ার করলেন। আরো বেশি মজার হলো খেতে।ঝাল ঝাল জাম্বুরা খেতে খুব ভালো লাগে।আপনি সাথে পেঁয়াজ কুচি দিলেন।আসলে আমি কখনও পেঁয়াজ কুচি দিয়ে করিনি।আপনি বেশ মজা করেই জাম্বুরা মাখা শেয়ার করলেন।ধন্যবাদ জানাই সুন্দর এই রেসিপিটির জন্য।

 last year 

আমিও কখনো পেঁয়াজ কুচি দিয়ে জাম্বুরা মাখা রেসিপি খায় দিয়েই প্রথমবার এরকম করে খেলাম খুবই সুস্বাদু লেগেছিল। মজাদার এই রেসিপিটি চাইলে আপনি বাসায় তৈরি করে খেতে পারেন। ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

বেশ দারুন তো । এত সুন্দর করে জাম্বুরা ভর্তা করতে দেখলো তো মনটা শুধু ছটফট ছটফট করতে থাকে। আপনি তো দেখছি অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা জাম্বুরা ভর্তার রেসিপি কিন্তু অনেক সুস্বাদু হয়েছে দেখেই বোঝা যাচেছ। বিষণ মজা করে খেয়েছেন তাই না?

 last year 

অবশ্যই আপু অনেক মজা করে খেয়েছি বিশেষ করে সিজনাল ফল যে এত সুস্বাদ ু বলে বোঝানো যায় না। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

জাম্বুরা ফল মাখা রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

অনেকদিন পরে জাম্বুরা মাখা খেয়ে খুবই ভালো লাগলো চাইলে আপনিও বাসায় তৈরি করে খেতে পারেন মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

জাম্বুরা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল। এভাবে মেখে খেতে আমার কাছে ভালই লাগে। তবে ধনে গুঁড়া এবং পেঁয়াজ দিয়ে কখনো জাম্বুরা মাখা খাওয়া হয়নি। রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। মজাদার একটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

যেহেতু আপনি এরকম করে কখনো খাননি অবশ্যই পেঁয়াজ কুচি দিয়ে জাম্বুরা মাখিয়ে খাবেন দেখবেন অনেক বেশি সুস্বাদু লাগবে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমি অনেক পছন্দ করি। বিশেষ করে পেয়াজ মরিচ এবং ঝাল মসলা দিয়ে মাখিয়ে খেলে খুবই মজা লাগে।আজ আপনি এসব উপাদান দিয়েই মজাদার জাম্বুরা মাখা তৈরি করেছেন। যা দেখে তো খেতে ইচ্ছা করছে।এত সুন্দর ভাবে জাম্বুরা মাখার পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

জাম্বুরা মাখানোর সময় যদি পেঁয়াজ মরিচ এবং ঝাল মসলা একটু বেশি বেশি দেওয়া হয় তাহলে আরো বেশি সুস্বাদু লাগে। রেসিপিটির তৈরি পদ্ধতি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 last year 

জাম্বুরা আমার অনেক পছন্দের একটা ফল।বর্তমান আমাদের ফলের সিজন।এই সময় বিভিন্ন ধরনের ফল দেখা যায়। জাম্বুরা একটি টক জাতীয় ফল। তবে এই ফলের মধ্যে অনেক পুষ্টিগুন রয়েছে।আপনার জাম্বুরা মাখার রেসিপি দেখে খুব ভালো লাগলো। আপনি সুন্দর ভাবে জাম্বুরা মাখার রেসিপি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

জাম্বুরা একটু টক জাতীয় ফল এটা আপনি ঠিক বলেছেন তবে এই টক এই ফলের সৌন্দর্য হাহাহা। তবে জাম্বুরার মধ্যে আসলেই অনেক পুষ্টিগুণে ভরপুর। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44