হঠাৎ অসুস্থতার ছোঁয়া

in আমার বাংলা ব্লগlast year

আজ - ২৩ আষাঢ় | ১৪৩০ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে হঠাৎ অসুস্থতার ছোঁয়ায় কয়েকদিন যাবত শরীরটা খুবই খারাপ যাচ্ছে। কিন্তু কেন এই অসুস্থতা সে বিষয়ে আমি আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করব,আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • হঠাৎ অসুস্থতার ছোঁয়া
  • আজ ২৩ আষাঢ়, ১৪৩০ বঙ্গাব্দ
  • শুক্রবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


Picsart_23-07-05_12-11-05-376.jpg

কভার ফটো তৈরিতে--@jibon47


অসুস্থতা সত্যিই অনেক খারাপ একটা বিষয়।আমরা যখন সুস্থ থাকি তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু হঠাৎ যখন আমরা অসুস্থ হয়ে পড়ি ঠিক সেই সময় আমরা বুঝতে পারি আসলে সুস্থতা সৃষ্টিকর্তার কত বড় একটা নিয়ামত। আমরা যে যেখানে যেমনি থাকি না কেন দিনশেষে সুস্থ থাকতে পারাটা এটাই মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু যখনই অসুস্থ তার দেখা যায় তখন চারিদিকে যেন অন্ধকার নেমে আসে শরীরের ছোট্ট একটু অসুস্থতা আমাদেরকে অনেক বেশি নিঃশেষ এবং নিস্তেজ করে দেয়। কোন কিছুই তেমন একটা ভালো লাগে না। এজন্য আমাদের সকলের উচিত নিয়ম কানুন মেনে চলে নির্দিষ্ট একটা নিয়ম মেনে চললে পরে অসুস্থতা খুবই কম দেখা দেয় কিন্তু আমরা অনেকেই হয়তো তেমন একটা নিয়ম মেনে চলি না যার কারণে মাঝে মাঝে আমাকে অসুস্থ হয়ে পড়ি। শরীরের কোন একটা অঙ্গের সামান্য একটু সমস্যা হলেই সেটা নিয়ে আমরা অনেক বেশি দুশ্চিন্তা করি।

কিছুদিন আগে দুপুরবেলা প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছিল আমি বাসায় শুয়ে ছিলাম হঠাৎ আমার ফোনে একটা ফোন আসলো যে খুব দ্রুত খেলার মাঠে চলে আসবে এখনই ফুটবল খেলা শুরু হয়ে যাবে। ছোটবেলায় অনেক ফুটবল খেলেছি বৃষ্টির মৌসুমে। ঠিক তখন সেই সময়টার কথা মনে পড়ছিল দ্রুত ফোনটা কেটে দিয়ে হাফপ্যান্ট আর একটা টি-শার্ট গায়ে দিয়ে চলে গেলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলার মাঠে। অনেকদিন পরে সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ছিল ছোটবেলা ঠিক এরকম ভাবেই ২-৩ ঘন্টা বৃষ্টির মধ্যে ফুটবল খেলতাম, এমন অনেক সময় গিয়েছে যে বৃষ্টি শেষ হয়ে রৌদ্র বের হয়েছে আবার রৌদ্র শেষ হয়ে আবার বৃষ্টি নিয়েছে তবুও আমাদের ফুটবল খেলা শেষ হয়নি। অনেক ভালো লাগছিল এলাকার অনেক ছেলেপেলে সেদিন খেলতে এসেছিল যেহেতু ঈদের সময় ছিল তাই সকলেই বাসায় ছিল আমার মত কেউ এই সময়টা হাতছাড়া করতে চায়নি।

আমরা প্রায় দেড়টার দিকে খেলতে গিয়েছিলাম খেলা শেষ করেছিলাম বিকেল সাড়ে পাঁচটায় তাহলে বুঝতে পারছেন যে কতটা সময় আমরা ফুটবল খেলেছি।

IMG20230622180321.jpg

IMG20230622180338.jpg

IMG20230622180233.jpg

Location
Device :realme 6i

বৃষ্টির মধ্যে ফুটবল খেলার কারণে আমার অনেকটাই ঠান্ডা লেগে গিয়েছিল যেটা আমি বুঝতে পেরেছিলাম রাত্রি দশটায়। আমার গলা অনেকটাই বসে গিয়েছিল কথা বলতে খুবই সমস্যা হচ্ছিল আর আমার ছোটবেলা থেকেই একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ঠান্ডা লাগলেই কান এবং নাক এ দুটোই বন্ধ হয়ে যায়। বিশেষ করে কানের অনেক বেশি প্রবলেম হয় দুটো কান একদমই বন্ধ হয়ে যায় আমি কথা খুবই কম শুনে সেই সময়টাতে। এই সমস্যাটা আমার খুব ছোটবেলা থেকেই যার কারণে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে তারপরেও তেমন কোন সমাধান পায়নি। সব সময় চেষ্টা করি ঠান্ডা যেন না লাগে সেরকম কিছু করতে কিন্তু ছোটবেলা থেকে যেহেতু ফুটবলের প্রতি এক অন্যরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে তাই ফুটবল খেলা দেখলে আর নিজেকে স্থির রাখতে পারি না। যথারীতি আগের মতই আমার সেই সমস্যাটা আবার বেড়ে গেল পরের দিন সকাল বেলা আমি ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারের কাছে গিয়ে কান দেখানোর পরে উনি আমাকে যেই ঔষধটা দেয় সেই ওষুধটা তার দোকানে ছিল না। আর এতেই বেঁধে গেল এক ঝামেলা।

উনি আমাকে বলছিল আমি দুদিন পরে কুষ্টিয়া যাব কুষ্টিয়া থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসব কিন্তু আমার আর সহ্য হচ্ছিল না যার কারণে আমি ঔষধ কেনার জন্য নিজেই চলে যাই আমাদের উপজেলা শহরে খোকশায়। প্রথমে আমি সমশপুর বাজারে গিয়ে প্রায় সাত থেকে আটটা দোকান ঘোরাঘুরি করার পরেও সেই ওষুধের খোঁজ পেলাম না। তারপরে আমি কিছুটা সময় অনেক বেশি হতাশার মধ্যে কাটিয়েছি একটা চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছিলাম আরো ভাবছিলাম এখন তাহলে কোথায় যাওয়া যায়...!! এরপরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে সমসপুরের থেকে সাত থেকে আট কিলো দূরে একটা বড় বাজার আছে, ওখানে গিয়ে দেখতে হবে সেখানে সেই ঔষধটা আছে কিনা...!!

IMG20230702130316.jpg

IMG20230702130305.jpg

IMG20230702130334.jpg

IMG20230702130453.jpg

IMG20230702130313.jpg

Location
Device :realme 6i

সেদিন এত বেশি রোদ্র ছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গরমে আমি একদম অস্থির হয়ে পড়েছিলাম। এরপরে আমি জানিপুর বাজারে গিয়ে প্রায় আট থেকে দশটা দোকান ঘোরাঘুরি করি সেই ওষুধ টা কেনার জন্য। এবার তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ওষুধটা আসলে কতটা মূল্যবান ছিল আমার কাছে যার কারণে আমি এতক্ষণে প্রায় ১০ থেকে ১৫ টা দোকান ঘোরাঘুরি করেছি কিন্তু ওষুধ টা পাইনি। নিজের কাছে খুবই খারাপ লাগছিল ভেবেছিলাম হয়তোবা এদিকে পাবনা আমাকে কুষ্টিয়াতে যেতে হবে তবে সত্যি বলতে আমি যদি সেদিন সেই ঔষধ টা না পেতাম আমি কুষ্টিয়াতে চলে যেতাম ঔষধ কেনার জন্য। এরপরে আমি প্রায় ওষুধের দোকান ঘুরতে ঘুরতে ওষুধ দোকান শেষ করে ফেলেছিলাম সেখানেও আমি ঔষধ পায়নি। হাঁটতে হাঁটতে কিছুটা সামনে চলে গিয়েছিলাম দেখার জন্য যে আর কোথাও কোনো ওষুধের দোকান আছে কিনা।

জানিপুর বাজারের একদম শেষে একটা ঔষধের দোকান ছিল ওষুধের দোকান টা অনেক বেশি বড় আমি শেষ আস্থা নিয়ে সেই দোকানে যাই এবং ওষুধটার ব্যাপারে জানতে চাই তিনি তখন বলল হ্যাঁ আছে। এই কথাটা শুনে আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম খুবই ভালো লাগছিল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম যে এখানে ওষুধটা পেয়ে গিয়েছি। এরপরে আমি সেখান থেকে ঔষধ টা নিয়ে বিল পরিশোধ করে ভেবেছিলাম বাসায় রওনা করব, কিন্তু তখনই শুরু হয়ে গেল প্রচন্ড রকমের বৃষ্টি।

IMG20230702130352.jpg

IMG20230702130322.jpg

IMG20230702130140.jpg

IMG20230702130344.jpg

IMG20230702130137.jpg

Location
Device :realme 6i

এরপর সেখানে অনেকটা সময় অপেক্ষা করার পরে বৃষ্টি কিছুটা থেমে গিয়েছিল তারপরেই আমি বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম। এতটা বেশি বৃষ্টি হয়েছিল যে রাস্তায় পানি বেঁধে গিয়েছিল। এরপরে বাসায় চলে এসে ওষুধটা মোটামুটি ভাবে খাচ্ছি দু-তিন দিন যাবত কিছুটা কমেছে কানের সমস্যাটা। ইনশাল্লাহ এই খারাপ অবস্থা থেকে খুব দ্রুতই পরিত্রাণ পাব বলে আশা রাখি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আজ আর নয় এখানেই শেষ করছি আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট। আশা করছি আমার এই পোস্ট আপনাদের খুবই ভালো লেগেছে। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়হঠাৎ অসুস্থতার ছোঁয়া
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

কি যন্ত্রণা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলে অসুখ বাধানো। এখন কষ্ট কার হচ্ছে বলি। আসলে বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই করতে নেই। আর বৃষ্টির পানিতে একবার ঠান্ডা লাগলে তো ভুগিয়ে ছাড়ে অনেকদিন। এই যে দেখেন একটা ঔষুধ খুজঁতে মাইল কে মাইল আপনাকে দৌড় ঝাপ করতে হলো। দোয়া রইল আপনার প্রতি ভাইয়া

 last year 

সেদিন আমার ঔষধ খুঁজতে অনেকটাই কষ্ট হয়েছিল এতটা কষ্ট হয়েছিল যে বলে বোঝানো সম্ভব নয়। বুঝতে পারিনি বৃষ্টির মধ্যে খেলাধুলা করলে এতটা অসুখ বাড়বে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 last year 

আপনি অসুস্থ এটা জেনে খুব খারাপ লেগেছে। আসলে সুস্থতা আমাদের অনেক বড় নেয়ামত আল্লাহর দেওয়া। অসুস্থ হলে আমরা বুঝতে পারি সুস্থ থাকাটা কত বেশি গুরুত্বপূর্ণ। ঠান্ডা হলে যে আপনার এরকম অবস্থা হয় এটা শুনে তো অনেক বেশি খারাপ লেগেছে। তবে আপনি যেন খুব তাড়াতাড়ি এই অসুস্থতা কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করি। অনেক দোকান খোঁজাখুঁজির পরেই অবশেষে ঔষুধটা পেয়েছিলেন এটার জন্যই শুকরিয়া। আশা করছি এবার থেকে নিজের শরীরের যত্ন নিবেন ভালোভাবে।

 last year 

একটু ঠান্ডা লাগলেই আমার এরকম অবস্থা হয় মাঝে মাঝে তবে এবারের টা অনেক বেশি গুরুতর হয়ে গিয়েছে এর আগে কখনো এমন হয়নি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 last year 

শখ করে ফুটবল খেলার জন্য গিয়েছিলেন ছোটবেলার মতো বন্ধুদের সাথে। কিন্তু আপনি তো অসুস্থ হয়ে পড়লেন বৃষ্টির মধ্যে খেলাধুলা করে। আসলে এখন আবহাওয়ার অবস্থা একেবারেই খারাপ, কিছুক্ষণ রোদ হলে কিছুক্ষণ বৃষ্টি হয়। যার জন্য বৃষ্টিতে ভেজা একেবারেই উচিত না আমাদের। অনেক দোকান ঘোরাঘুরি করেছিলেন এই ঔষুধটা নেওয়ার জন্য। গরমের মধ্যে আবার এরকম হাঁটাহাঁটি ও করা যায় না। ‌ ভাগ্যিস পেয়ে গিয়েছিলেন শেষে। দোয়া করি ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

 last year 

অনেকদিন পরে এলাকার ছোট ভাই ব্রাদারের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে নিজের কাছে সত্যি মানুষ বেশি ভালো লাগছিল তবে এরকম একটা বেপরোয়া অবস্থা হয়ে যাবে বুঝতে পারেনি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 86983.34
ETH 3345.59
USDT 1.00
SBD 2.84