কবিতা:- হারিয়ে খুঁজি তোমায়

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ০৮ চৈত্র | ১৪২৯ বঙ্গাব্দ | বুধবার| বসন্তকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটি এখন জনপ্রিয় কয়েকটি কমিউনিটির মধ্যে একটি। এটা ভাবতেই আমার অনেক বেশি ভালো লাগে,সেই সাথে আমি সত্যিই অনেক বেশি গর্বিত আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হয়ে।


আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা স্বরচিত একটি কবিতা উপস্থাপন করবো। কবিতার নাম,হারিয়ে খুঁজি তোমায়।আশা করছি,আমার লেখা এই কবিতাটি আপনাদের সবার ভালো লাগবে।



  • আমার বাংলা ব্লগ কমিউনিটি
  • স্বরচিত কবিতা
  • আজ ০৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!


portrait-4130603_1280.jpg

source



শুভ দুপুর সবাইকে.....!!



আচ্ছা বলুনতো কবিতা পড়তে কার না ভালো লাগে....?? কবিতা পড়তে কবিতা শুনতে এবং কবিতা লিখতে অনেকেরই হয়তো অনেক বেশি ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আমি মাঝে মাঝে কবিতা লিখে থাকি সেই সাথে যখন খুবই একাকিত্বের সঙ্গে সময় কাটায় তখন নিজের লেখা কবিতা গুলো পড়তে থাকি। কিছু কিছু কবিতা আছে যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিছু কিছু কবিতা আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ পায়। কিছু কিছু কবিতা আমাদের হৃদয়টা কে প্রশস্ত করে তোলে। ঠিক তেমনি ভাবে কিছু কিছু কবিতা আমাদের হৃদয়ে ভালোবাসার দোলা দিয়ে ভালোবাসার পূর্ণতা এনে দেয়। আমি মনে করি কবিতার মাধ্যমে মানুষের মনের ভাষা যতটা সহজ ভাবে প্রকাশ করা যায়,অন্য কোনো মাধ্যমে অবলম্বন করে সেটা প্রকাশ করা যায় না। যদিও আমি কবি নই তবে কবি হওয়ার চেষ্টা করছি মাত্র। খুব শীঘ্রই আমি কবি হয়ে যাব এই আশা রাখি।



এই কবিতাটি নিয়ে লেখকের অনুভূতি


মানুষ খুব তাড়াতাড়ি হারিয়ে যায় যে মানুষগুলোকে আমরা মন থেকে অনেক বেশি করে চাই সেই মানুষগুলো হঠাৎ করেই হারিয়ে যায় কোন কিছু বুঝে ওঠার আগেই। আমাদের সবার মনের মধ্যে একজন মানুষ থাকে যে মানুষটা নিতান্তই নিজের মনে হয়। কিন্তু এই মানুষগুলোই আমাদেরকে অনেক বেশি দুঃখ দিয়ে অনেক দূরে চলে যায় হয়তোবা আমরা তাদেরকে কাছে টানলেও তারা আমাদেরকে কখনোই কাছে টানতে চায় না। ভালোবাসা আসলেই অনেক সুন্দর তবে সেটা অবশ্যই দূর থেকে যখনই ভালোবাসার মানুষকে কাছে আসবে এবং আমাকে বুঝে নেবে নিজের মতো করে ঠিক তখনই দূরত্ব সৃষ্টি হবে। একটা সময় ভালোবাসা হারিয়ে যাবে প্রেমিক হৃদয় দুঃখে জর্জরিত হবে। এই দুঃখটা একান্তই নিজের এ দুঃখের গল্প কখনোই কাউকে বলে বোঝানো সম্ভব হয়ে ওঠেনা। কিছু কিছু দুঃখ আছে যেগুলো প্রকাশ করলে আরও বেশি দুঃখ বাড়ে ভালোবাসা হারিয়ে ফেলার মত দুঃখ অনেকটাই তেমন। সত্যি বলতে মানব মনের ক্লান্ত হলেও প্রেমিক হৃদয় কখনো ক্লান্ত হয় না।


যাইহোক এরকম একটি কবিতা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে কবিতাটি হয়তোবা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়।


কবিতা

কবিতার নামঃ--হারিয়ে খুঁজি তোমায়


হারিয়ে হারিয়ে আমি তোমায় খুঁজি
খুঁজে খুঁজে আমি আবার তোমায় হারিয়ে ফেলি
এ যেন এক মহা যন্ত্রণা,মহা কষ্ট
হাতে হাত রাখা হয়েছে ঠিক-ই,কিন্তু
হৃদয়ে হৃদয় রাখা হয় নি,সত্যি বলতে আমি তোমার হৃদয় ছুঁতেই পারি নি।
এক সাথে অনেক পথ হেঁটে চলা হয়েছে,পথ গুলো এখন ও বিদ্যমান
শুধু হারিয়ে গিয়েছে আমার সেই তুমি-টা
যাকে আমি বার বার বহুবার হারিয়ে হারিয়ে খুঁজি
কোন এক ক্লান্ত বিকেলে তোমার সাথে দেখা হবে
সেদিন মনের আকাশে প্রচন্ড মেঘ করবে,বজ্রপাত হবে
কালো মেঘে ছেয়ে যাবে আমার অতৃপ্ত আত্তা
মনে পরে যাবে সেই ক্লান্তহীন বিকেলবেলার কথা
তবে,ভুলেও কেউ কারো সাথে কথা বলবো না,
এতোটা কাছের মানুষ হয়েও আমরা আজ অচেনা,অজানা
মৃত্যু হবে আমার দেহের,মৃত্যু হবে এক বিষাক্ত হৃদয়ের
যে হৃদয় এখন নিকোটিন এর ধোঁয়ায় ক্লান্ত
ক্লান্ত হৃদয় একদিন পরিশ্রান্ত হবে,সেও বিশ্রাম নেবে,স্পন্দন ভাড়ি হয়ে যাবে
ছোট্ট এই শহরের পাহারাদার রেখে কি লাভ..?
প্রতিটা মানুষ নিজেই একজন কঙ্কাল এর পাহারাদার।


সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগস্বরচিত কবিতা
বিষয়হারিয়ে খুঁজি তোমায়
কবিতার কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটা কবিতা পোস্ট করেছেন। পড়ে শুধুই বিষন্নতা অনুভব করলাম।কবির মনে কেন এত কষ্ট।কবি আপনি আপনার কবিতায় ভালবাসার রঙিন ঘুড়ি ওড়ান।দেখবেন সবকিছু তখন ভাল লাগবে।ধন্যবাদ

 last year 

কবির মনে এক আকাশ সমান দুঃখ যার কারণেই কবির এত কষ্ট। কবি চেষ্টা করছে তার দুঃখ কাটিয়ে ওঠার জন্য। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতা আমাদের মনের আবেগ অনুভূতি গুলোকে প্রকাশ করিয়ে দেয় ।যারা কবিতা লেখে তারা মনের দিক থেকে খুবই চমৎকার হয়। আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন। আপনার কবিতার প্রতিটি লাইন খুবই চমৎকার ধন্যবাদ।

 last year 

সত্যি বলতে আমি তেমন একটা কবিতা লিখতে পারি না তবে চেষ্টা করছি কমিউনিটিতে সকলের এরকম সুন্দর কবিতা লেখা থেকে নিজেও লেখার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

 2 years ago 

বেশ ভালোই আবেগ এবং অনুভূতির প্রকাশ ঘটেছে এই কবিতাটির মাধ্যমে। এরকম কবিতাগুলোর মধ্যে অন্যরকম একটা ভালোলাগা রয়েছে। আসলে যে কোন টপিক নিয়ে লেখা কবিতা গুলো পড়তে আমি একটু বেশি পছন্দ করি। আর আপনার আজকের এই কবিতা লেখার টপিক সত্যি বলতে এক কথায় অসাধারণ ছিল। কবিতার মাধ্যমেও নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে। প্রত্যেকটি লাইন আপনি অসাধারণ ভাবে লিখেছেন। বেশ ভালো ছিল আপনার আজকের কবিতাটি।

 last year 

আমি শুধুমাত্র চেষ্টা করেছি একটা নির্দিষ্ট ট্রপিক এর উপর কবিতা লেখার। নির্দিষ্ট একটি টপিক নিয়ে যদি কবিতা লেখা যায় তাহলে কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63220.55
ETH 2560.85
USDT 1.00
SBD 2.80