কয়েক বছর আগের ডিসেম্বর

in আমার বাংলা ব্লগ9 months ago

আজ--২৭ অগ্রহায়ণ | ১৪৩০ বঙ্গাব্দ | মঙ্গলবার | হেমন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে কয়েক বছর আগের ডিসেম্বর এবং এখনকার ডিসেম্বরের মাঝে কতটুকু পার্থক্য নিজের মধ্যে পরিলক্ষিত করতে পারছি, এই ব্যাপারটা নিয়েই আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করব। আশা করছি আমার এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • কয়েক বছর আগের ডিসেম্বর
  • আজ--২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  • মঙ্গলবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ সন্ধ্যা সবাইকে......!!


প্রতিবছরেই ডিসেম্বর মাস আসে এই ডিসেম্বর মাসের মাধ্যমেই বছর শেষ হয়ে যায়। ডিসেম্বর মাসটা বরাবরই অন্যরকম সে অন্যান্য মাসের মতো একই রকম ভাবে আমাদের কাছে আসে না সে আসে একটু ভিন্নতা নিয়ে। হালকা হালকা ঠান্ডা সেই সাথে হালকা বাতাস আর হালকা একটু কুয়াশা। এই কুয়াশা নিয়েই সে আবির্ভাব হয় আমাদের সামনে। পৃথিবীটাকে ঢেকে দেয় চাদরের। এই দিনে এই প্রিয় মানুষ প্রিয় মানুষকে ছেড়ে চলে যায় এই সময়েই ভালোবাসা দূরে চলে যায়। এই সময়টাতেই রাজ্যের যত চাপ অনুভব হয়। আর এই সময়টাতেই তোমাকে কাছে পেতে মন চায়। এই সময়টাতেই মন চায় দূরে কোথাও হারিয়ে যেতে এই সময়টাতেই মন চায় সবাই মিলে একত্রে আড্ডা দিতে। এত এত চাওয়ার মাঝে সবকিছু চাইলেই কি আর পাওয়া যায়..?? জীবনে তো কত কিছুই চেয়েছি সবকিছুই যে পেয়েছি তা কিন্তু নয়। এমন অনেক কিছু আছে যা এখন পর্যন্ত পায়নি কিন্তু প্রতিনিয়ত সেই জিনিসটা চেয়েই যাচ্ছি।

গত কয়েক বছর আগের ডিসেম্বর মাসটা ছিল একদমই অন্যরকম। বর্তমান সময়ে যে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের মত নয়। আগের দিনের ডিসেম্বর মাসগুলো ছিল অনেক বেশি আনন্দদায়ক অনেক বেশি শান্তির সেখানে ছিল না কোন কষ্ট ছিল না কোন দুঃখ। আগের দিনের ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে যেত আর পরীক্ষা শেষ হলে যে কতটা আনন্দ লাগে সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারি। যদিও আমরা এখন অনেকেই কলেজ অথবা ভার্সিটিতে লেখাপড়া করছি তারপরেও যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। কিন্তু সেই ছোটবেলার মতো ভালো লাগা কি আর এখন কাজ করে..?? আমার তো একটুও তেমন ভালো লাগা কাজ করে না।

ভালোলাগা কাজ করবেই বা কিভাবে..!! আগের দিনের ডিসেম্বর মাস গুলোতে যখন স্কুল ছুটি হয়ে যেত তখন চলে যেতাম নানাবাড়ি খালা বাড়ি ফুপিদের বাড়ি অনেক ঘুরাঘুরি করতাম অনেক বেশি ভালো লাগতো। এত বেশি ঘুরাঘুরি করতাম যে সেটা আর বলার ভাষা রাখি না তারপরে এলাকার সবাই মিলে একত্রে মাঠের মধ্যে চড়ুইভাতী করতাম, সেই সাথে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় মেতে উঠতাম একটা সময় গিয়ে। এখন সেই ডিসেম্বর মাস আগের মতই আসে কিন্তু আগের মতো আর সেই আনন্দ নেই।

children-5833685_1280.jpg

source

কেন জানি আনন্দটা আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এখনো ফিরে যেতে ইচ্ছে হয় সেই আগের দিনের ডিসেম্বরে। বর্তমান সময়ের ডিসেম্বর মাসটা ঠিক এমনই পরীক্ষা শেষ হয়ে যাবে হয়তো বা কিছুদিন পরেই কিন্তু বাসায় যাওয়ার প্রতি তেমন কোন ইচ্ছা নেই। বাসায় যাওয়ার প্রতি এজন্য ইচ্ছা নেই কারণ আগের দিনের সেই মুহূর্তগুলো আর কখনোই ফিরে পাবো না এখন আগের মতো কেউ তেমন একটা বাসায় থাকে না, যে যার জীবন নিয়ে অনেকটাই বেশি ব্যস্ত হয়ে পড়েছে কিভাবে ভবিষ্যৎ উজ্জ্বল করা যায় সেই চিন্তা ভাবনায় এখন সকলেই অনেক বেশি ব্যস্ত আমি নিজেও ঠিক তেমনি। যার কারণে এই ডিসেম্বর মাসটা এখন আর অন্যান্য মাসের থেকে আলাদা মনে হয় না।

সব সময় এটাই মনে হয় যে অন্যান্য মাস যেমন কেটে গিয়েছে ডিসেম্বর মাসটা ঠিক তেমন ভাবেই কেটে যাবে। কিন্তু ছোটবেলায় কতটা অপেক্ষায় থাকতাম এই ডিসেম্বর মাসের জন্য সেটা কি আপনাদের মনে আছে..?? হয়তোবা অনেকেরই মনে আছে যে আগেকার সময়ের ডিসেম্বর মাসটা কতটা সুন্দর ছিল কতটা রোমাঞ্চকর ছিল। খুব করে ফিরে যেতে ইচ্ছে হয় কয়েক বছর আগের সেই ডিসেম্বর মাসে। খুব করে মন চায় আবার মাঠের মাঝখানে সবাই মিলে একত্রে শীতের শুরুতে চাদর লাগিয়ে চড়ুইভাতী করতে। খুব ইচ্ছে হয় হালকা কুয়াশার মধ্যে আগুন জ্বালিয়ে সবাই মিলে একত্রে বসে আগুন পোহাতে, খুব ইচ্ছে হয় সবাই একত্রে বসে সকালবেলা সূর্যের রোদ্র পোহাতে।

girl-416436_1280.jpg

source

চাইলেই কি এগুলো এখন আর সম্ভব..?? চাইলেই কি দশ জন মানুষ একত্র একই জায়গায় হওয়া সম্ভব..? হয়তোবা সম্ভব কিন্তু সেই রোমাঞ্চকর মুহূর্ত আর কখনোই হবে না..!! মাঝে মাঝে যখন একা বসে থাকি তখন নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে এটা ভেবে খারাপ লাগে যে কোথায় আছি কি করছি কোন কিছুই যেন আর আগের মত নেই। সবকিছুই যেন হঠাৎ করে পাল্টে গিয়েছে হঠাৎ করেই প্রকৃতি যেন তার রূপ বদলে নিয়েছে। আর আমাদেরকে করেছে অসহায়।

এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা পোস্ট আশা করছি আমার এই পোস্ট আপনাদের সকলের অনেক বেশি ভালো লেগেছে। আগের দিনের ডিসেম্বরের শহর আর এখনকার দিনের ডিসেম্বরের শহর টা এখন পুরোপুরি আমার কাছে আলাদা মনে হয়। কোন কিছুতেই যেন আর আগের মিলটা খুজে পাইনা। যাইহোক এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!



সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগজেনারেল রাইটিং
বিষয়কয়েক বছর আগের ডিসেম্বর
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

কি বলবো ভাইয়া আপনার পোস্ট পড়ে ছোট বেলায় মধুর স্মৃতি মনে পড়ে গেলো। একদম ঠিক বলেছেন ডিসেম্বর মাসে ছোট বেলায় যখন পরিক্ষা শেষ হতো আমরাহয়নি সকলেই ভীষণ আনন্দ উপভোগ করতাম। আর ছুটি কাটাতে নানাবাড়ি বেড়াতে যেতাম। সেখানে গিয়ে সবাই মিলে ভীষণ ইনজয় করতাম। অনেক দিন হয়ে গেলো নানাবাড়ি যাওয়া হয়নি। ভালো লাগলো ভাইয়া আপনার ভিন্ন রকম লেখা গুলো পড়ে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনি একদম সত্য কথা বলেছেন ডিসেম্বরের ছুটিতে অনেক জায়গায় বেড়াতে যেতাম খুবই ভালো লাগতো। বর্তমানে সেই সময়টা নেই বেড়ানোর সময়টুকু নিজের কাছে নেই বললেই চলে, আমার এই পোস্ট পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আগের ডিসেম্বর মাস আর এখনের ডিসেম্বর মাসের মধ্যে অনেক পার্থক্য আছে। এখন কিন্তু প্রায় ডিসেম্বর মাসেও পরীক্ষা চলে। তাছাড়া ডিসেম্বর মাসে শীত প্রচুর পড়তো আগে। তবে এখন ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে কিন্তু শীত এত বেশি না। তবে কিছু কিছু জায়গায় শীত পড়লেও আবার কিছু কিছু জায়গায় শীতের মাত্রা কম। আর ডিসেম্বর মাস মানে তো অনেক আনন্দে থাকতাম। যেহেতু পরীক্ষা শেষ হয়ে যেত। সবকিছু মিলিয়ে অসাধারণ একটা সময় কাটাতাম। সুন্দর মুহূর্ত আপনি শেয়ার করলেন ভালো লাগলো।

 9 months ago 

ডিসেম্বর মাস চলছে তবুও ডিসেম্বর মাস চলছে তবুও শহর অঞ্চলে তেমন শীতের দেখা নেই তবে গ্রাম অঞ্চলের শীতের প্রকোপ টা অনেক বেশি। আসলেই আগের ডিসেম্বর মাসটা অনেক বেশি আনন্দের ছিল এখন খুব একটা নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

কথায় আছে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। আসলেই এই ডিসেম্বর মাস নিয়ে যেন কম বেশি সবারই একন অনেক অনেক স্মৃতি রয়েছে। আগে যেন আসলেই ডিসেম্বর এর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকা হতো! কত কত প্লান যে কি কি অওরা হবে এই ডিসেম্বরে! এখন আর চাইলেও আগের ডিসেম্বর আসে না, এখন যেন আর কয়েকটা মাসের মতই আসে আর যায়, সেখানে কোনো স্পেশাল ডিসেম্বর নাই।খুব ভালো লিখেছেন আপনি।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আসলেই যায় দিন ভালো আসে দিন খারাপ, আপনার এই কথা সঙ্গে আমি একমত পোষণ করছি। ছোটবেলায় এই ডিসেম্বর মাসকে নিয়ে কত রকম জল্পনা কল্পনা ছিল কিন্তু বর্তমান সময়ে তেমন নেই বললেই চলে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58034.65
ETH 2448.81
USDT 1.00
SBD 2.38