কোনজনার ! - জেসী খন্দকার
ঘর কোনজনার !
আমার শরীর যে ঘরে
সে ঘর আবর্জনার
আমার মন যে ঘরে
সে ঘর কোনজনার... !?!
কার দখলে সহজঘর যদি জানি ...
ভাসবে দুই চোখ নদীর পানি...
শোষণহীন নগর গ্রাম
বাঁচবে মানুষ বাচঁবে প্রাণ...
ছুটি হবে সত্যি সেদিন
শরীরমন মিশবে যেদিন...
মুক্ত হবে আটক দুপুর
আমার ঘরে তোমার নুপুর...
তবু...
আমার শরীর যে ঘরে
সে ঘর আবর্জনার
আমার মন যে ঘরে
সে ঘর কোনজনার... !?!
© জেসী খন্দকার
সেই ঘর কাহার তা মনের দর্পণে খেয়াল করিলেই দেখা যায় !! কিন্তু যাকে দেখা যায় তাকে কি মেনে নিতে চায় মন-পাখি !!!
ভাব নগরে ডুব দিয়া কি দেখা যায় জেসি সাহেব ??
খুব চমৎকার হইসে তোমার ভাব কবিতা !!
ধন্যবাদ ভাই ! সত্য মেনে নেয়া বা দেখা কি অত সোজা !
সুন্দর।
Thank you !