স্বরচিত একগুচ্ছ অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast month


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। যখন যেমন ভাললাগা মনের মধ্যে আসে তখন ঠিক তেমনি কবিতা লিখি। অন্যান্য সপ্তাহের মত এই সপ্তাহে চারটা কবিতা লিখে ফেলেছি। জানিনা কবিতা গুলা কেমন লাগবে। আমি কিন্তু বেশ মনের মত করে লেখার চেষ্টা করেছি মিল রেখে। এখন আপনাদের ভালো লাগার বিষয়। তাহলে কবিতা গুলো আবৃত্তি করি।

Picsart_25-03-13_19-52-40-366.jpg

Photo editing by PicsArt app

Photography device: Huawei P30 Pro-40mp


এক নম্বর অনু কবিতা

মাঝে মাঝে মন চাই

সবুজ ঘাসের উপর পা রাখি।

ছুটে চলে যাই অচেনা ঠিকানায়
কিছুক্ষণ সবুজ অরণ্যে থাকি।

ঘাসের যেন নরম ছোঁয়া
মনকে রাঙিয়ে তোলে।

সবুজ বনের অরণ্যে গেলে
হৃদয়ের জমে থাকা দুঃখ সবই যায় ভুলে।


দুই নম্বর অনু কবিতা

জ্বালাময়ী এক বিরহী অগ্নিশিখা

আমার প্রিয় বন্ধু হয়ে গেছে।

না চাইলেও আপন হয়ে
থাকে আমার পিছে পিছে।

কখনো থাকে হৃদয় মাঝে
অতি আপন আত্মীয়র সাজে।

অতিষ্ঠ করে তোলে মন
হৃদয়টা করে তোলে অগ্নিদহোন।


তিন নম্বর অনু কবিতা

আমি বুঝিনা ভালবাসার মানে

সময় কাটে না নিরব অভিমানে।

তোমায় কাছে ডাকি আমার গানে গানে
মিশে আছো বন্ধু আমার ছোট্ট প্রাণে।

বেঁধে রেখেছি মনের সুতায়
আমার হৃদয় ঘরের ছোট্ট নীড়ে।

তোমার টানে মুগ্ধ হয়ে
তাইতো আমার আসা হয় ফিরে।


চার নম্বর অনু কবিতা

শীত কবে বিদায় নিল সেটা মনে নাই

মশার জন্য অতিষ্ঠ রাতেই হতে হয়।

সন্ধ্যা হলেই দরজা জানালা বন্ধ
কোয়েল না জ্বালালেই সময়টা মন্দ।

খাটের উপর মশারি টাঙানো
সেটাও বেশ ঝামেলার বিষয়।

এভাবে যাচ্ছে দিন রঙিন যন্ত্রণায়
নিত্য নতুন ঝামেলা যেন আমার আঙিনায়।


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

কবিতা লেখার অনুভূতি:


কবিতা মনের অনুভূতি প্রকাশ করে। অনুভূতি হতে পারে বাস্তব আবার অবাস্তব। কবিতাগুলো আমার ভাললাগা থেকে সৃষ্টি। তাই লিখে প্রকাশ করলাম। ভালো না লাগলে জানাবেন ভালো লাগলেও জানাবো। আপনাদের কমেন্টগুলো আমাকে আরো উৎসাহ সৃষ্টি করায়। এখানে ভালোলাগা খারাপ লাগা সময় উপযোগী সবকিছু নিয়েই লিখেছি। প্রত্যেকটা কবিতাতে চেষ্টা করেছি মিল রাখার। এজন্য বেশ মাথা খাটাতে হয়েছে। তবে বিরহ কবিতাগুলো কিন্তু বাস্তবতার মধ্যে নেই। এমনিতেই ভালোলাগা থেকেই কবিতাগুলো লিখা।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGDwoE5cNuP4f1pr5UUQ4A5WGsZ1y45eRYtB46r1QiD7EQLTn44HJr2kribwtuEHdfW5wGbT24WjehaDmHe6.png



WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHecPaGsrcZj94Nw29S4xTf4kzCoZ5ytZavUxhnNixMxA8LLRZ4bFQtKxAZhf5Y...TUKZgaUGkUMJNsWoH8yGfaBGW1ApPkEwP3idACDjsZzUT6Q35EJqkjooW1etwTTm5FKGGsVZP6YNB3CAdg5J9VP6NWbr8hB3648PwWUuFBKb9L76zihmpoUiAa.png


Sort:  
 last month 

আপনার স্বরচিত একগুচ্ছ অনুকবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম।অনেক সুন্দরভাবে কবিতাগুলো গুছিয়ে লিখেছেন।১ নং ও দুই নং কবিতাটি আমার বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last month 
 last month 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250313_203458.jpg

Screenshot_20250313_203413.jpg

Screenshot_20250313_195916.jpg

 last month 

এই কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগল! প্রতিটি কবিতায় নিজস্ব ভাবনা ও অনুভূতির প্রকাশ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।কবিতাটিতে প্রকৃতির সঙ্গে মনের সংযোগ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সবুজ ঘাস, অরণ্য, এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতি পাঠককে খুব সহজেই নিজের মধ্যে টেনে নেয়। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনার লেখা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনার লেখা কবিতা মাঝে মাঝে আমি পড়ি আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর কয়েকটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

শেষের কবিতাটা একদম বর্তমান সময়ের সাথে রিলেটেড। হঠাৎ করে যেমন গরমটা বেড়েছে সেই সাথে মশার উপদ্রব। বেশ ভালো লাগলো কবিতাটা পড়ে। বাকি প্রত্যেকটা কবিতা ও সুন্দর ছিল। প্রথম কবিতাটাও ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু সুন্দর এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।

 last month 

বাহ আপনি তো বেশ চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার অনু কবিতা লিখেছেন। তবে এ ধরনের ছোট অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আর অনু কবিতার মাঝে নিজের মনে ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়। ধন্যবাদ চমৎকার কিছু টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 29 days ago 

সবুজ ঘাসের উপর পা রাখতে আসলেই খুব ভালো লাগে। যদিও অনেক দিন হলো সবুজ ঘাসের উপর পা রাখা হয় না। যাইহোক চমৎকার কিছু অণু কবিতা শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো অণু কবিতা গুলো পড়ে। এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 27 days ago 

খুব সুন্দর কিছু কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এই অসাধারণ কিছু কবিতা পড়ে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে এখানে আপনি এই অনু কবিতার লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷ একই সাথে এখানে আপনি প্রথমে যে অনু কবিতা শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.25
JST 0.031
BTC 85353.80
ETH 1638.18
USDT 1.00
SBD 0.76