সুন্দর সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার ফুলের রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এক নজরে ফুলের ফটোগ্রাফি গুলো দেখি এবং সুন্দর্য উপভোগ করি।
ফুলের ফটোগ্রাফি
প্রথমে আপনাদের মাঝে একটা রঙিন ফুল দিয়ে শুরু করলাম। এ ফুলটার নাম আমার জানা নেই। তবে গুগল সার্চ করে এর নাম জানতে পারলাম মুসায়েন্দা বা নাগবল্লী। তবে এ ফুলটা আমার কাছে খুবই ভালো লাগে। শুনেছি সবুজ পাতার উপর রঙিন এই গোলাপি কালারের ফুলগুলোও নাকি পাতা। বিভিন্ন ফুলের বিভিন্ন রকমের সৌন্দর্য লুকিয়ে থাকে। তবে এই ফুলটাও আমার কাছে অসাধারণ লাগে।
এখানে দেখতে পাচ্ছেন বেগুনের ফুল। সবজির ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন সবজির বিভিন্ন রকমের ফুল হয়ে থাকে। বেগুনের ফুলগুলো ছোট হলেও এর মধ্যে অন্যরকম সুন্দর্য রয়েছে। আরো বেশি ভালো লাগে এই ফুলের মাঝখান দিয়ে শেষ বের হয়ে এসে ফোঁটা ফোটা চিহ্ন থাকে তাই।
আমরা সবাই কমবেশি কাঁচা পাকা কলা খেয়েছি কিন্তু কলা গাছের ফুলগুলো লক্ষ্য করি না। ছোট ছোট কলার মাথায় বা লাস্টের দিকে এমন সুন্দর পাপড়িওয়ালা ফুল থাকে। আর এ ফুলের মধ্য থেকেই ভ্রমর মৌমাছি প্রজাপতিরা মধু সংরক্ষণ করে থাকে। তাই কলা গাছের মোচার চারিপাশের ফুল গুলো দেখতে ভালো লাগে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাল কুমড়ার ফুল। চাল কুমড়ার ফুলগুলো বেশ দারুন হয়। প্রত্যেকটা ফুলের আকৃতি বিভিন্ন রকমের হয়ে থাকে। এ ফুল গুলোর আবার নিচের অংশ থেকে সর্বাঙ্গে লম্বা লম্বা হুল থাকে। গাছের লতার গায়ে যেমন ঠিক ফুলের গায়ক তেমনি হুল লক্ষ্য করা যায়।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলাকুচিয়া ফুল। এটা বন জঙ্গলে হয়ে থাকে। তবে এই ফুলের সৌন্দর্য যেমন ঠিক এই গাছের ঔষধি গোনাবলীর তেমন। এ ফুলগুলো সাদা সাদা এবং তারা আকৃতির হয়ে থাকে। তেলাপোছিয়া ফুল কলমি লতা ফুলের মতোই কিছুটা। তবে কালার বা আকার সাদা ও স্টার আকৃতির।
এই মুহূর্তে আপনারা যে ফুলটা লক্ষ্য করছেন এটা বনফুল। রাস্তার চারিপাশে এই সমস্ত ফুলগুলো লক্ষ্য করা যায় এই সময়ে। আমাদের বাড়ির পাশেই রাস্তার ধারে লক্ষ্য করে দেখলাম বেশ কিছু ফুল ফুটেছে। তবে এই ফুলেরও সৌন্দর্য কমতি নেই। এ সমস্ত গাছগুলো সম্পর্কে আমরা ধারণা না রাখলেও "আমার বাংলা ব্লগ" যেন এই সমস্ত ফুলগুলো ফটো ধারণ করার সুযোগ এনে দিয়েছে।
এটা আকন্দ ফুল। রাস্তার পাশে বন জঙ্গলে হওয়া বিভিন্ন ফুলের মধ্যে আমার কাছে বেশি ভালো লাগে আকন্দ ফুল। এই ফুলের সৌন্দর্য অনেক বেশি। এক শিশির উপর অনেকগুলো ফুল ফোটে থাকে এজন্য এর সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি খেয়াল করে দেখেছি এই ফুলগুলো দীর্ঘস্থায়ী হয়। বেশ কিছুদিন ধরে ফুলগুলো ফুটে থাকে। এই গাছটাও শুনেছি ঔষধি গুণাবলীর সমৃদ্ধ।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইয়ের ফুল। জলপাই আলুর ফুলগুলো অনেক সুন্দর। গাছের পাতা সবুজ হলেও ফুলগুলো বেগুনি কালারের হয়ে থাকে। কিছুটা শিমের ফুলের মতো দেখতে। ফটোগ্রাফি তে কতটা সৌন্দর্য হয়েছে তা জানিনা কিন্তু স্বচক্ষে বেশ ভালো লাগে দেখতে।
এখানে দেখতে পাচ্ছেন দুপুর মনি ফুল। দুপুর মণি ফুলগুলো আমি অনেক পছন্দ করি। এ সময় দুপুর মনি ফুল ফুটে থাকে। দুপুরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত এই ফুলগুলো স্থায়িত্ব লাভ করে। আবার দেখা যাচ্ছে সকাল হতেই ঝরে যায়। যখন একটি লম্বা গাছের বিভিন্ন ডালে ডালে এই ফুলগুলো একাধিক ডালে ডালে ধরে থাকে, তখন গাছগুলো দেখতে ভালো লাগে।
ডিভাইস | Huawei P30 Pro-40mp |
---|---|
বিষয় | ফুলের ফটোগ্রাফি |
লোকেশন | গাংনী- মেহেরপুর |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
বেশ ভালো লাগার মত বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারন করা চমৎকার এই ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আপনি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফির বর্ণনা। বেশ মনোমুগ্ধকর ছিল আজকের পোস্ট।
মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া
ফুল যেমন আমার কাছে ভালো লাগে তেমনি করে ফুলের ফটোগ্রাফি গুলোও আমার কাছে দারুন লাগে। আপনি আজ দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি সত্যি অসাধারণ ছিল।
প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু।
ফুল মানেই সুন্দর। বিভিন্ন ধরনের ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ফুল এমন একটা জিনিস যেটা দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আপু আপনি আজকে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি ধারণ করছেন। আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপু।
ভালো লেগেছে জেনে খুশি হলাম
খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। অবশ্য বেশিরভাগ ফুলই আমার অচেনা। কিন্তু দেখতে খুব ভালো লাগছে। সাদা ফুলটি এর আগেও দেখেছি নাম আমারও জানা নেই। তাছাড়া আকন্দ এবং অলকানন্দা ফুলকি একই নাকি? নাম কাছাকাছি মিল আছে। যাই হোক ফুলটি বেশ সুন্দর।
এভাবে যদি আমরা নিজের পরিচিত ফুল গুলো শেয়ার করি তাহলে সবার জন্যই ভালো।
খুব চমৎকার কিছু ফুলের রেন্ডম ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার করা ফটোগ্রাফি গুলো দেখতে খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু। তবে এখানে দুপুর মনিফুলটা কখনো দেখিনি। আর নামটাও শুনিনি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। আকন্দ ফুলগুলো তো বেশ ভালোই লেগেছে। তাছাড়া তেলাকুচিয়া ফুল গুলো দেখতে খুব সুন্দর লাগছে। এই ফুলের থেকে যখন ফল হয় তখন গাছটাকে আরো বেশি সুন্দর লাগে। আর এটা অনেক বেশি উপকারী একটা গাছ।
খুব সুন্দর মন্তব্য করেছেন আপু।
আপনার ফুলের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর করে বর্ণনা সহ প্রতিটি ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে কুমড়ো ফুল এর ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে।
ভালো লেগেছে যেনে খুশি হলাম
খুব আনকমন কিছু ফুলের ছবি আপনি পোস্ট করলেন তো। যেগুলি সাধারণত দেখা যায় না। যেমন বেগুনের ফুল বা কলার ফুল। এগুলি আমি কখনোই দেখিনি। আপনার পোষ্টের সৌজন্যে এগুলি দেখবার সুযোগ পেলাম। এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া একদম গ্রামীণ পর্যায় থেকে ধারণ করা
সবগুলো ছবিই বেশ সুন্দর। বেশি সুন্দর শিম ফুলগুলো।বেগুনি কালার টা দেখতে বেশ ভালো লাগছে।দুপুর মনি ফুলের নাম এই প্রথম শুনলাম। ভালো লাগলো। ধন্যবাদ
আমাদের এদিকে সবাই দুপুর মনি বলে জানে
ওয়াও আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলা ফটোগ্রাফি দারুন ছিলো আপু।বিশেষ করে দুপুর মনি ফুল ও আকন্দ ফুলের ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
ফুল দুইটা আমার কাছেউ ভালো লেগেছে।