স্টিমিটে আমার প্রথম পোস্ট।
অনেক দিন ধরে চেষ্টা করছিলাম নিজের বেকার সময় গুলোকে কোনো কিছুর পিছনে ব্যায় করতে। যেমন ,হয়না নিজের মনুভব গুলোকে প্রকাশ করার একটা পন্থা। হটাৎ একদিন সোশ্যাল মিডিয়াতে ঘটতে ঘটতে স্টিমিট নামে একটা ওয়েবসাইট এর নাম খুঁজে পাই। প্রথম প্রথম রীতিমতো কিছুই বুঝিনি। কিন্তু যখন এটাকে নিয়ে অনেক ঘাটা ঘাঁটি করি তখন বিষয়টাকে বুঝতে পারি। যদিও তেমন বেশি ভালো হতে পারবোনা আপনাদের মতো কিন্তু চেষ্টা করতে অসুবিধা কি ? হয়তো আস্তে আস্তে আমিও আপনাদরে মতো ভালোভাবে নিজের ভাব গুলোকে প্রকাশ করতে পারবো। আর আমি যতটুকু বুঝতে পেরেছি স্টিমিট এ আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম বা নিজের কিছু দক্ষতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই হিসাবে আজকে আমি আমার পরিচয় দিয়ে শুরু করলাম।
আমার নাম জাকির হোসাইন। আর আমি একজন ব্যবসায়ী। মূলত অবসর সময় গুলো কাটানোর জন্যই স্টিমিট এ আশা। বাসায় অযথা সময় নষ্ট করার থেকে ভালো কোনো একটা এক্টিভিটির মধ্যে নিজের সময় গুলোকে কাজে লাগানো। যেটা হয়তো আমার জন্য কল্যানকর ও হবে। আর লেখা লেখি করার জন্য তেমন কোনো কিছুকে বাছিনী এখনো কিন্ত ইচ্ছা আছে গল্প নিয়ে লেখার। যদিও আমার ছোট বেলা থেকে লেখা লেখির প্রতি একটা আলাদাটান ছিল কিন্তু পারিবারিক কারণে ঐদিকে আর যাওয়া হয়নি। এখন হয়তো কিছু লেখা লেখির সুযোগ পাবো। আমি বলছিনা যে আমার লেখা গল্প সুন্দর হয়। এটা শুধু ইচ্ছা , সুন্দর আর খারাপ বড় কথা না। আর হ্যা , আস্তে আস্তে সব কিছুই অনেক সুন্দর হয়ে উঠবে। শুধু আত্মবিশ্বাসটাই জরুরি।
জানিনা আমার পরিচয় পোস্ট তা ঠিক হয়েছে কিনা কিন্তু আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে সেই ভুল গুলোকে সুধরানের চেষ্টা করবো। তো আজকের মতো এখানেই শেষ করি।
আপনাকে প্রথমে বলবো কমিউনিটির পিন করা পোস্ট গুলো পড়ুন তাহলে বুঝতে পারবেন
আপনাকে প্রথমেই আমি বলব আপনি আমার বাংলা ব্লগের ব্লগ লেখা টি ঠিক করুন ।আপনি ভুল লিখেছেন ।আমাদের কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনার পরিচিতি পোস্টটি অনেক ছোট হয়েছে। আশা করি আপনি ব্লগ থেকে পোস্ট করার নিয়ম কানুন গুলো জেনে নিবেন এবং সেভাবে পোস্ট করবেন। নিয়মিত এবিবি স্কুলের ক্লাস গুলো করবেন তাহলে আপনি সবকিছু জেনে যাবেন। শুভকামনা রইল আপনার জন্য।