The diary game: 22-8-2020

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভাল আছেন। The diary game এ আজ আমার ডায়েরি। আজকের দিনে আমি ঠিক হজের বেলা ঘুম থেকে উঠতে পারি। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার জন্য পবিত্রতা অর্জনের জন্য অজু করে নিন ফজরের নামাজ সঠিকভাবে আদায় করার পর প্রতিদিনের ন্যায় একটু হাঁটতে বের হই।
সকালবেলা হাঁটতে বের হলে বেশ ভালোই লাগলো আজকের আবহাওয়া টা কেননা আজকের দিনটি ছিল অনেক সুন্দর একটি আবহাওয়া। সুতরাং ফজরের নামাজ পড়ে হাঁটাচলা করার পর। বাসায় ফিরে আসে এবং কিছুসময়ের স্টাডি করি। তারপর সকালে নাস্তা করে তখন বেলা অনেকটা ঘনিয়ে আসলো তখন বাহিরে গিয়ে অনেকটা সময় কাটিয়ে দেই বাহিরে তেমন কিছুই ভালো লাগছিলো না কেননা শরীরটা একটু খারাপ ছিল। তারপরও সময় টা বাহিরে কাটাইতে হলো। মাহিরু মাহিরে সময় কাটাইলাম। বেশ ভালই লাগলো। বাহিরে থাকতে বেলা অনেকটা ঘনিয়ে আসছিল প্রায় বারোটা বেজে গিয়েছিলো বাসায় ফিরে আসলাম এবং গোসল করে ফ্রেশ হয়ে বাসায় বসে থাকলাম এমন সময় জোহরের আযানের সময় হলে মসজিদে আজান হলো। জোহরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম।অজু করে জোহরের নামাজ আদায় করে দুপুরে খাবার এর জন্য প্রস্তুতি গ্রহণ করে দুপুরের খাবার এই অংশগ্রহণ করলাম।
IMG_20200822_135428.jpg
দুপুরের খাবার সম্পন্ন করার পর কিছু সময় বিশ্রাম করলাম কেননা দুপুরের সময় বিশ্রাম না করলে মোটেও ভালো লাগে না। বিশ্রাম শেষে কিছু সোশ্যাল মিডিয়ায় সময় পেয়েছিলাম ফেসবুক মেসেঞ্জার ইউটিউবে বেশ অনেকটা সময় ব্যয় করে দেই এবং কিছু বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বলি।
এভাবে বিকেল ঘনিয়ে আসে এবং আসরের আযান শুনতে পারি আসরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে আসরের নামাজ আদায় করে বিকেল বেলা বাইরে হাঁটতে বের হয়। বাইরে বন্ধু-বান্ধবীদের সাথে বিকেলবেলা অনেকটাই ঘোরাফেরা করলাম এবং বেশ ভালো লাগলো বিকেলে হাঁটতে অনেকটা ভালোই লাগে।এবং কিছু প্রয়োজনীয় কাজ ছিল এর ফাঁকে সেগুলো সম্পন্ন করলাম সুতরাং এভাবে বিকেলটা অতিবাহিত হয় এবং মাগরিবের সময় হয়।মাগরিবের সময় হলে প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়ে মাগরিবের নামায আদায় করে বাসায় ফিরে আসি।
বাসায় ফিরে এসে দেখলাম আমার প্রিয় একটি খাবার আনার রয়েছে সেটাই খাওয়ার জন্য সেটিকে প্রসেসিং করে খাওয়ার জন্য রেডি হলাম তখন এই দ্য ডায়েরি গেমে সংরক্ষণের জন্য একটি ছবি তুলে রাখলাম
IMG_20200822_190654.jpg
সুতরাং মাগরিবের এই মিষ্টি খাবার গ্রহণের পর আবারো ফেসবুক মেসেঞ্জারে কিছু সময় বের করলাম এবং কিছু শিক্ষামূলক ভিডিও দেখে কিছু স্টাডি করলাম এবংএশার নামাযের সময় হয়ে গেল তাই এশার নামাজ পড়তে প্রস্তুতি হলাম ওযু বা পবিত্রতা অর্জন করে এশার নামাজ সম্পূর্ণ করলাম এশার নামাজের পরপরই রাতের খাবারের পালা এ রাতের বেলা হালকা কিছু খেয়ে ঘুমাবার জন্য প্রস্তুতি গ্রহণ করি ঘুমাবার আগেই the diary game এ আজকে আমার সারাদিনের সংক্ষিপ্ত কিছু বর্ণনা তুলে ধরলাম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভাল আছেন সুস্থ আছেন আর সকলে আমার জন্য দোয়া করবেন। The diary game এ আজকে এ পর্যন্তই।সুতরাং সকলে ভাল থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল দ্য ডায়েরি গেমের নতুন এপিছোট নিয়ে আমার এই ডায়েরিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ফি আমানিল্লাহ

@Jakaria

ধন্যবাদ সকলকে

Sort:  
 4 years ago 

Good work brother, carry on

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 59114.57
ETH 2309.50
USDT 1.00
SBD 2.49