A small gift on the occasion of Eid || ঈদ উপলক্ষে ছোট্ট একটি উপহার

in Incredible Indialast year

Dear Steemian.
I hope you are all well. After fasting for a long month in Ramadan, we got Eid. Eid greetings to all irrespective of caste and religion.

Eid Mubarak_20230421-235651.png

Design by Canva

Eid means joy, Eid means happiness. Eid means a meeting between everyone. Finally I will say a happy day for Muslims. Because Allah has given this Eid as a gift to the servants after fasting for a long month.

The purpose of giving this gift to you today is to spread gifts and love to everyone on the occasion of Eid. So I want to give you a small gift through comments. Not by posting but by commenting you will become eligible.

I will not mention the number of gifts here. According to your participation I will decide how to give gifts.

Subject to comment:- How did you spend the month of fasting?

Commenting Rules

  • A person can make only one comment.
  • Comments must be different for everyone.
  • Re-steem.
  • Comments must be at least 60+ words
  • Comments must invite two people.
Rules must be followed
The deadline for comments is 12 midnight tomorrow. The time is specified. The participation time starts from the time of posting and the end time is till 12 midnight as per Bangladesh Apr-22-2023.

I don't know how it happened; A real gift for me this Eid. But I think you like it. Tried to give this gift to you. See how your entire pie!

I thought if I give a gift I will like it and everyone will like it. So I am spreading Eid gifts among you. Let's participate spontaneously.

I will definitely publish the result. Let me show you how I gave you the gift. Only now the number of prizes is kept hidden. Blessings and love to you all the time. We wish everyone to participate. Hope you all participate by commenting. Pay attention to time and rules.

IMG_20230401_064464_059.jpg

Finally, I wish everyone a happy Eid. Eid mubarak

TQ.png

DeviceName
AndroidTecno Spark 7
Camera16MP Dual camera
LocationBangladesh 🇧🇩
Short by@jakaria121

20230308_075447_0000.png

Sort:  
 last year 

আলহামদুলিল্লাহ, রমজান মাস আমার কাছে অনেক ভালোই কেটেছে। পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে পানাহ চাওয়ার একটি উত্তম মাধ্যম। আমি জানিনা এই সুযোগ টা আমি ঠিক ভাবে আদায় করতে পেরেছি কি না। আমি চেষ্টা করেছি রমজান মাসের সকল আমল ইবাদত ঠিক রাখার। যেমন রয়েছে;

  • পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায়।
  • পুরা মাসের রোজা রাখা।
  • তারাবি ঠিকঠাক আদায় করা।
  • কুরআন তেলাওয়াতের গুরুত্ব দেওয়া।
  • দানের পরিমান বাড়িয়ে দেওয়া।

আলহামদুলিল্লাহ এসব বিষয়ে শত চেষ্টা করেছি বাকী মাসগুলোর চেয়েও বহু গুন বৃদ্ধিতে। লক্ষ কোটি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রবের জন্য। ধন্যবাদ।


মন্তব্যে আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি @rubina203 @baizid123


❤️ ইদ মুবারক। ❤️

 last year 

একজন মুসলমান হিসেবে যে সমস্ত আমল থাকা দরকার তা আপনি সঠিকভাবে আদায় করেছেন। আপনার মন্তব্যের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ জানাই আমার এই ঈদের গিফট আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য এবং সুন্দর একটি মন্তব্য আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
#miwcc

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

Thank you 😊

Loading...
 last year 

বাবা-মায়ের কাছ থেকে দূরে চলে এসে এই প্রথম ঈদ কাটাচ্ছি হয়তোবা মুখে হাসি থাকলেও মনের ভেতরে অনেক কষ্ট লুকানো আছে আমাদের যাইহোক সব কয় ভাই মিলে আজ একসাথে ঈদের নামাজ পড়তে পেরেছি এটাই শুকরিয়া।

ঈদ মোবারক।

 last year 

আসলে পরিবারের সাথে ঈদ করা অনেক বড় একটা প্রাপ্তি। আপনারা এখন পরিবার থেকে অনেক দূরে। পরিশেষে আপনারা কয়েকজন ভাই সেখানে আছেন এটাই অনেক বড় একটা পাওয়া। ঈদ মোবারক।
#miwcc

 last year 

আলহামদুলিল্লাহ রমজান মাস ভালই কেটেছে আমার কারণ আমি এই রমজান মাসে আল্লাহর রহমতে 29 টা রোযা রাখতে পেরেছি। এবং আল্লাহর রহমতে ২৯ টা তারাবি ও পড়তে পেরেছি। এবং বাকি ইবাদতগুলো ঠিক মতো করার চেষ্টা করেছি।আর আমরা সকলেই জানি রমজান মাস হল রহমত বরকত ও নাজাতের মাস। এই মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। তাই এ মাসেই দেখা যায় যে কোন খারাপ মানুষ হোক না কেন? সে মানুষ ও পরিবর্তন হয়। তাই আশা করি রমজান মাস যে কোন মানুষের ভালো কাটে। আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো কেটেছে। ২ জন বন্ধুকে মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানাইলাম@shahinalam12 @nasir04
ঈদ মোবারক
#miwcc

 last year 

আল্লাহ তাআলার রহমতে পরিপূর্ণ ২৯ টি রোজা রেখেছেন জেনে খুশি হলাম। একই সাথে বাকি ইবাদতগুলো করেছেন। এই রমজান মাস মানে নিজেকে শুধরিয়ে নেওয়ার মাস, গুনাহ মাফের মাস, যেমন করে দশ দিন করে ৩০ দিনের তিন রকম ফজিলত রয়েছে।
ধন্যবাদ জানাই স্বতঃস্ফূর্তভাবে ঈদ এর গিফট আয়োজনে অংশগ্রহণ করার জন্য।
#miwcc

 last year 

আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ভালই কেটেছে পরিবারের সবাইকে নিয়ে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে সৃষ্টিকর্তা আমাদের কাছে পবিত্র ঈদুল ফিতুল নিয়ে এসেছে।

সবাইকে নিয়ে বেশ ভালোই আনন্দ করেছি।

অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য।

আমি এখানে কমেন্টস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি,,@mamun123456 @yoyopk

#miwcc

 last year 

জেনে খুবই ভালো লাগলো পরিবারের সাথে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছেন। পবিত্র ঈদুল ফিতর আল্লাহতালা আমাদের জন্য উপহার দিলেন। তাইতো সকলে মিলে আনন্দ।
ধন্যবাদ জানাই ঈদের গিফট আয়োজনে অংশগ্রহণ করার জন্য।
#miwcc

 last year (edited)

সারাবছরে দুটি আপনাদের ঈদের উৎসব ৷ আর ঈদ উৎসবে আপনারা সবাই মিলে অনেক আনন্দ করে থাকেন এবং কি বাড়িতে অনেক খাওয়া দাওয়া রান্না তৈরি করে থাকেন ৷

সবাই মিলে ঈদের মাঠে গিয়ে নামাজ আদায় করেন ৷ আনেক মানুষ রয়েছে দেশের বাইরে থাকে গ্রামের বাইরে থাকে তারা এই ঈদ উৎসবে বাড়ি আসবে বলে অনেক আগ্রহীর সাথে অপেক্ষার প্রহর গুনতে থাকে ৷ অবশেষে তারা তাদের পরিবারের কাছে ফিরে আসে ঈদ উৎসব পালন করার জন্য ৷

ঈদ উৎসবে কিছু সতর্কতা:

  • প্রথমত আপনারা কেউ কোন ধরনের যানবাহান জোরে চালাবেন না ৷

  • ডিজে বক্স বাজিয়ে পিকাপে করে কোন ধরনের রাস্তায় ঘুরাঘুরি করা যাবে না ৷

  • কোন ধরনের গেমজামে আপনারা কিছুতেই জড়াবেন না সময় মত রাতের আগেই বাসায় ফিরে যাবেন ৷ আপনারা যেন সুস্থ ভাবে আপনাদের পরিবারের কাছে ফিরেন এই কামনাই করি ৷

এখানে কমেন্টস করার জন্য দুইজনকে আমন্ত্রণ জানাচ্ছি @happy-mondal @sanaula

#miwcc

 last year 

একটি মাস রোজা অতিবাহিত করার পর ঈদ উদযাপন করার উপলক্ষে সকলে বাড়িতে ফিরেছে। আপনি এখানে উল্লেখ করে দিয়েছেন কিছু সতর্কতা যা অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব গ্রহণ করে।
কেননা বর্তমান এই ধরনের সমস্যাগুলো বেশি হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই সমস্যায় আক্রান্ত। আপনাকে ধন্যবাদ জানাই আমার এই ঈদ গিফট আয়োজনের অংশগ্রহণ করার জন্য এবং সুন্দর কিছু তথ্য তুলে ধরার জন্য।
#miwcc

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60970.82
ETH 2602.36
USDT 1.00
SBD 2.65