শুভ জন্মদিন:- বন্ধুর জন্মদিন উপলক্ষে কিছু কথা এবং উদযাপন।
প্রিয় স্টিমিয়ান শুভাকাঙ্ক্ষী বন্ধুরা,
মানুষের সময় অতিবাহিত হচ্ছে, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বয়স বৃদ্ধি পাচ্ছে কিন্তু তার বয়স তার জীবন থেকে চলে যাচ্ছে।
জীবন থেকে এই সময়গুলো চলে যাচ্ছে, একটি বছর চলে যাচ্ছে তার মানে আমাদের সময় সন্নিকটে। অর্থাৎ আমরা আমাদের গর আয়ু অনুমান করে রাখি 60 থেকে 70 বছর। তবে কে কখন মৃত্যুবরণ করবে বা কে কত দিন বাঁচবে তার গ্যারান্টি কেউ দিতে পারে না।
যে সময়গুলো চলে যাচ্ছে জীবন থেকে সেই সময় গুলো থেকে নিজেকে অনুতপ্ত করা এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করা। কেননা মানুষ মাত্রই ভুল ভুলের ঊর্ধ্বে কিছু নয়। জন্মদিন পালন করা এটা আনন্দের বিষয় নয় বরং দুঃখ ভরা ক্লান্ত মন উপলব্ধি করা।
কিন্তু এখন এই জন্মদিন মানে এমন একটি ট্রাডিশনে পরিণত হয়ে গেছে যা বলার বাইরে। যা ইচ্ছে তাই করে বেড়ানো হচ্ছে এই জন্মদিন নিয়ে। আসলে জন্মদিন মানে এটা নয় যে তুমি মাস্তি করবে, গান বাজিয়ে আনন্দ উল্লাস করবে।
সচেতন তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার জীবন থেকে একটি বছর হারিয়ে ফেলল এবং সেই হারিয়ে ফেলা সময়কে পর্যবেক্ষণ করে আগামী দিনের জন্য ভালো কিছু করার চিন্তা ভাবনা করে।
যার জন্মদিন উদযাপন করা হচ্ছে সে আমাদের সেমিস্টারের কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র। নাম:- শাকিল আহমেদ।
বন্ধু তার জন্মদিন উপলক্ষে কেক কেটে সবাইকে খাওয়াবে তাই হোস্টেলের সকল বন্ধুদেরকে আমন্ত্রণ করেছে এবং ছোট ভাইদের কে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাত্রিবেলায় আমরা সকল বন্ধু চলে আসলাম এই পাশের কলেজ এর নিচে। যেহেতু আমাদের হোস্টেল ডরমেটরি দুইটি। তাই আমাদের এই পাশ থেকে শাকিলদের ওই পাশে চলে যাই।
অপেক্ষা করতেছি কখন রাত বারোটা বাজবে! আমাদের বড় ভাই যারা বিদায় নিয়েছে এই কলেজ থেকে। তারা একটি গিফট দিয়েছিল ঘড়ি এবং কলেজের নাম দুইটি একত্রিতভাবে স্ক্রল করতে থাকে এবং কলেজের নাম স্ক্রল শেষ হয়ে গেলে ঘড়ি স্থির হয়ে থাকে আবার চলতে থাকে। সেখানে দেখলাম প্রায় সময় হয়ে গিয়েছে।
সময় হয়ে যাওয়ার পূর্বে সবকিছু প্রস্তুত করে নেই। সেখানে সকল ছোট ভাই এবং আমরা বন্ধুরা একত্রিত হই শাকিল এর বার্থডে উপলক্ষে।
সময় হয়ে গেলে বার্থডে উপলক্ষে কেক কাটা হয় এবং বন্ধুদেরকে কেক খাওয়ানো হচ্ছে। ছোটদের কেউ কেক খাওয়ানো হলো। শাকিল কে আমরা সবাই কেক খাওয়ালাম, সেও আমাদেরকে কেক খাইয়ে দিল।
এভাবে কিছুক্ষণের মধ্যেই শাকিল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা সম্পন্ন হয়ে গেল।
আমার কাছ থেকে তার জন্য দোয়া রইল:- সৃষ্টিকর্তা তার জীবনকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করুন। তার আগামী দিনগুলো সঠিক পথে এবং সুন্দরভাবে পরিচালিত যেন হয় সেই দোয়া করি। একই সাথে আমরাও যেন সঠিক পথে এবং সুন্দরভাবে পরিচালিত হতে পারি সেই তৌফিক যেন আল্লাহতালা আমাদেরকে দেয় সেই দোয়া সর্ব সময় করি। পরিশেষে সবার জন্যই দোয়া করি।
আজকের মত এ পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে পরবর্তী কোনো লেখনীতে। সে পর্যন্ত সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন।
About phone
Camera:- 16MP Dual camera
Android:- Tecno Spark 7
Location:- Bangladesh
Short by:- jakaria121
https://twitter.com/Md_Jakaria121/status/1665621367432310784?t=fYspWjZxB_0U6SU9RExxPA&s=19
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you for your attention and support.