"ছোটখাটো একটি মুড়ি পার্টি থেকে অনেক আনন্দ উপভোগ করা "
বিসমিল্লাহির রহমানির রহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
ছোট ছোট জিনিসের মাধ্যমেই জীবনের বড় বড় খুশি উপভোগ করা যায়,যা আশা করবে তার চেয়েও বেশি পাওয়া যায়। তেমনি একটি ছোট জিনিস থেকে বড় জিনিস আনন্দ আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। ছোটখাটো একটি মুড়ি পার্টি থেকে অনেক আনন্দ উপভোগ করা।
বেশ কিছুদিন ধরেই আমরা সকলেই চিন্তা করতেছি ছোটখাটো একটি মুড়ি র পার্টি করব , সময় নির্ধারণ করতে পারছি না খালি বলেই যাচ্ছিলাম আমরা। গত কালকের বিকেলে হাঁটতে যাওয়ার সময় ফুপি এবং আমরা প্ল্যান করি মুড়ি খাব সবাই মিলে, সাথে সাথে আমরা সকলেই রাজি হই, আমি বল উঠি আমরা কিছুদিন ধরে খাওয়ার চিন্তা করতে ছিলাম কিন্তু সময় নির্ধারণ করতে পারছিলাম না আজ খাব কাল খাবো এক সপ্তাহ অধিক চলে জেগেছে।
আগে তো আমি যখন বাইরে থেকে বাড়িতে ছুটিতে আসতাম। এই খুশিতে এর পরের দিনই কোন না কোন খাওয়া-দাওয়ার ব্যবস্থা হতো মুড়ি হোক বা বিরিয়ানি
একটা না একটা হতেই তার কারণ হলো আমি ৫০%বা ৮০% দিয়ে থাকতাম আর বাকিটা সবাই মিলে দিত।
এই কথাগুলো শুনে সকলের দুঃখ প্রকাশ করল শীঘ্রই ভালোভাবে সুস্থ হয়ে, আবার আমাদের মাঝে ফিরে আসবে আবার আনন্দের করব আর বেশি বেশি করে টাকা দিবে তুমি।
গতকালকেই মুড়ি খাওয়ার প্ল্যান ছিল কিন্তু বিকেলে হাঁটার কারণে প্রায় সকলের ক্লান্ত ছিল তাই মুড়ি খাওয়ার মধ্যে এনার্জি ভালোভাবে কাজ করত না কেউ আনন্দ উপভোগ করতে পারত না খালি খাওয়ার মধ্যেই যা হতো।
তাই সকলে মিলে এর পরের দিন আমরা মুড়ি খাবার ডেট ফিক্সড করি। আসরের আযানের পর থেকেই আমি আমার সাথে একজন এসিস্ট্যান্ট নিয়েই আমার চাচাতো ভাই টাকা তোলার জন্য সকলের কাছ থেকেই টাকা তুলে বাজার করার জন্য সবার কাছ থেকে টাকা তুলে আমি আর আমার চাচাতো ভাই বাজার করার জন্য বাস স্ট্যান্ড চলে আসি।
আমার মূলত বাজার করার একদমই অভিজ্ঞতা নেই বললে চলে ।তাই আমার চাচাতো ভাইকে নিয়ে আসলাম সাথে সে আবার মাদ্রাসায় পড়াশোনা করে তার বাজার করার কিছু অভিজ্ঞতা আছে বলে। দুজনেই ভালো বাজার করলাম কিন্তু আমি যেটা ক্রয় করি জায়গায় লস খাইলাম পাঁচ টাকার জিনিস দশ টাকা দিয়ে ক্রয় করা।
অবশেষে বাজার করা শেষ হলে, দুজন মিলে চিপস খেতে খেতে বাড়িতে চলে আসি। বাড়িতে আসতে শুধু মুড়ি মাখলে কি চলবে তার সাথে যদি গান থাকে তাহলে তো আরো ভালো হবে সে কথা ভেবে আমার ল্যাপটপ নিয়ে কিছু গান ছেড়ে সেটাকে উপভোগ করি।
আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা গান শুনে প্রচুর নাচানাচি তাদের সাথে আমরাও নাচে অংশগ্রহণ করি। হাসি ঠাট্টা মধ্যে আমরা অনেক সময় ডুবে থাকি চিন্তার জগৎ থেকে অনেক দূরে।
মুড়ি মাখানো শেষ হলে আমাদেরকে ডাক দেয় আমরা সাথে যারা ছিল তারা সকলেই ছোট মানুষের মতো সকলে দৌড়ে চলে যায় কিন্তু আমি দৌড় দিতে পারি নাই দুঃখজনক আমি আস্তে ধীরে মুড়ি মাখার ওখানে স্থানে পৌঁছায়।
মুড়ি মাখানোটা সত্যিই অনেক চমৎকার হয়েছিল অনেক সুস্বাদু হয়েছিল যা লিখে প্রকাশ করা যাবে না। আজকের পোস্ট লেখা এখানেই সমাপ্ত ঘোষণা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।।
মুড়ির পার্টি বেশি সময় আমরা দেখতে পাই ইফতারের সময়টাই অর্থাৎ রমজান মাসে রোজা রাখার পর ইফতারি করার সময় সবাই এক জায়গায় বসে ছোলা মুড়ি খাওয়ার আনন্দটা অন্যরকম। যাইহোক ছোটখাটো মুড়ি খাওয়ার আয়োজন আমাদের কাছে খুব ভালো হবে উপস্থাপনা করেছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
তখন প্রায় প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু রোজার বাহিরে মুড়ি পাটি বা মুড়ি মাখানো কথাট কতটা আনন্দ যে মাখানো পার্টিটা করে সেই আসলে বুঝতে পারে।
ছোটখাটো জিনিস থেকেই অনেক বড় জিনিসের মত আনন্দ পাওয়া যায়, এটা এমন পার্টি করে বসে বুঝেছি।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে
জীবনের ছোট ছোট মুহূর্ত গুলো একটি আনন্দ নিয়ে আসে যে আনন্দ লক্ষ টাকার চেয়েও বেশি দামী হয়ে থাকে। মুড়ি পার্টি আমরা মাঝে মধ্যে করে থাকি আমরা যখনই সময় পাই তখনই করি কিন্তু আমরা কখনো পরিকল্পনা করে রাখি না এই সময় করব আমাদের মনে চাইলে আমরা হঠাৎ করেই করে ফেলি যাই হোক আপনারা অনেক দিন ধরে ভাবছেন মুড়ি পার্টির আয়োজন করবেন কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হলো না কিন্তু আজকে পার্টির আয়োজন করতে পেরে ভালো লেগেছে এবং আপনারা সবাই অনেক আনন্দ এবং উপভোগ করে খাওয়া-দাওয়া করেছেন ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত তুলে ধরার জন্য।
ঠিক বলেছেন ভাই জীবনে ছোট ছোট মূত্র যা লাখো টাকার মধ্যে যা কখনো টাকা দিয়ে ওই আনন্দ কেনা যায় না।
আমি যখন বাইরে থাকতাম বাড়িতে যখন ছুটিতে আসতাম এর পরের দিনই কোন না কোন অনুষ্ঠান হতোই এখন ইদানিং অসুস্থতার কারণে বাড়িতে থাকাই, কম অনুষ্ঠান করা হয় তাও মাসে দুইবার অনুষ্ঠান পড়ে যাই, কোন কাজ করতে গেলে প্লার্নি এর দরকার আছে।
ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য 🌹
আপনাদের মুড়ি পার্টি দেখে আমার নিজেকে মুড়ি পার্টির কথা মনে পড়ে গেলো আমারাও এভাবে আগে প্রচুর মুড়ি পার্টি দিতাম আর সবাই মিলে মজা করে খেয়েছিলাম ৷ সেই দিন গুলো আজ মনে পরে গেলো ৷ মুড়িতে সকল প্রকার জিনিস গুলো দিলে অনেক স্বাদ লাগে খাইতে ৷
যাই হোক আপনাদের মুড়ি পার্টি টা আমার কাছে অসম্ভব সুন্দর লাগলো ৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
জীবনে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমাদের মাঝে থেকে চলে যাচ্ছে যা ভুলার মত নয়, তেমনি আপনার আগেকার মতন মুড়ি পার্টি গুলা আপনার খুবই মনে পড়ছে।
ঠিক বলেছেন ভাই মুড়ি মাখানো তে অনেক কিছু বা অনেক প্রকার জিনিস দিলে ওই মুড়িটার স্বাদ অমায়িক লাগে।
ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট আমাকে উপহার দেওয়ার জন্য 🌹
আপনার মুড়ি মাখা দেখে আমারই খেতে ইচ্ছে করছে। হবে সকলে মিলে এইরকম মুড়ির পার্টি করতে খুব মজা হয়। এরকম সবকিছু দিয়ে মুড়িয়ে রাখা কে আমরা বলি ঝাল মুড়ি। সন্ধ্যাবেলায় বাড়িতে এরকম মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগে। সকলের সাথে মুড়ি মেখে খাবার মুহূর্তটা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের এদিকে মুড়ি ঝাল মুড়ি বলে দুনোটাই প্রচলিত আছে। সকলে মিলে একসাথে কোন খাবার খেলে বা কোন পিকনিক করলে মজা হয় একা কোনদিন কোন জিনিস মজার বা আনন্দ অনুভব করা যায় না।
ঝাল মুড়ির মধ্যে অনেক আইটেম ব্যবহার করলে তার স্বাদ বিবর্ণ বিপন্ন রকমের হয়ে থাকে।
ধন্যবাদ আপু আমার পোষ্টটি পড়ে আমাকে এত সুন্দর একটি কমেন্ট উপহার দেওয়ার জন্য
মুড়ি যখন খুবই চমৎকারভাবে মাখানো হয় তখন খেতে অনেক সুস্বাদু লাগে।। অনেকদিন প্ল্যানের পর অবশেষে মুড়ি মাখা পার্টিটা দিয়েই দিলেন।। আনন্দের জন্য বেশি কিছু লাগে না আমরা অল্প কিছুতেই অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারি।
মুড়ি তে অনেক আইটেম দিলে তার সাধের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। খাওয়ার সময় অনেক সুস্বাদু করে খাওয়াও যায়। জীবনে অল্প কিছুতেই অনেক আনন্দ পাওয়া যায় যা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকে।
সব কাজের প্ল্যানিং করে কাজ করলে ওই কাজের ভালো ফলাফল পাওয়া যায় সেটা সকলেই আমরা জানি তাই ছোটখাটো ঝালমুড়ি তেও প্ল্যানিং করে পার্টি করার উত্তম মনে করেছিলাম।
ধন্যবাদ ভাই আমার পোষ্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য 🌹