"মানবতা হোক মানুষের জন্য"

in Incredible India7 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি আপনাদের মাঝে তিনদিন পর আবার হাজির হয়েছি। আমার অসুস্থতা বেশি হওয়ায় এই দুইদিন পোস্ট লিখতে পারিনি সেজন্য আন্তরিকভাবেই কিন্তু দুঃখিত। আজ মোটামুটি সুস্থতা আছি। আপনারাও আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন।

আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো মানবতা হোক মানুষের জন্য।

pexels-photo-1399550.jpeg

Link:
পৃথিবীতে সবার অন্তরে মানবতা বিরাজমান থাকে । মানবতা মানুষ থেকেই সৃষ্টি হয় আবার সেই মানবতা মানুষের কারণেই ধ্বংস হয়। আমরা সকলেই জানি
সকল কাজের ভালো দিক এবং খারাপ দিক আছে।

ওই কাজটিকে কিভাবে ভালো দিক ব্যবহার করা যায় সেটাও মানুষ জানে‌। আবার এটাও জানে খারাপ দিক ব্যবহার করা যায় কেমনে।

ভালো দিক হলো একটি মানুষ এবং আরেকটি মানুষের সাহায্য করার বা কোন কিছু করে দেওয়ায় বা বিপদে এগিয়ে যাওয়া। মূলত আমরা এগুলোই মানবতা হিসেবে জানি

একজন মানুষ অন্য একজন মানুষের সব থেকে দুর্বল দিকটি খুঁজে আর সময় সুযোগ বুঝে চরমভাবে আঘাত করে তখন মানুষের গায়ে শত জোর থাকলেও মানুষও মানবতা হিংস্র রূপ ধারণ করে চলমান সমাজে অধিকাংশ ক্ষেত্রে মানবতারা দিয়ে চলে হাজার নৈতিক বিরোধী কাজকর্ম।

মানবতার সাথে গভীরভাবে যে শব্দটি জড়িয়ে আছে সেটি হচ্ছে নিঃস্বার্থ কোন কাজ করার আগে ওই কাজের নিঃস্বার্থ মন নিয়ে বা নিয়ত নিয়ে কাজটা করলেই ওই কাজ ভালো হবে।

pexels-photo-6348119.jpeg

Link

কাজের শুরুতেই নিঃস্বার্থ না থাকে শুধু নিজের জন্যই কাজ থাকে মানুষ দেখানো কাজ থাকে তাহলে সেটা দীর্ঘদিন থাকে না কিছু সময়ের জন্য চলমান হয়।

কোন ব্যক্তি যখন মানুষের কল্যাণে কাজ করে তখন তা থাকে সম্পূর্ণ স্বার্থের বাহিরে কিন্তু বর্তমানে একবারে স্বার্থের বাইরে মানুষ কাজ করে তা স্থির ভাবে বলা কিছুটা বোকামি পরিচয় দেওয়া হবে তাতে নিঃশর্ত কোন স্বার্থ থাকলেও পরোক্ষ রয়েছে নানান ধরনের স্বার্থহীনতা।

আমরা যারা সমাজে মানুষের বিপদে বা মানুষকে কল্যাণ করার জন্য এগিয়ে যায় ওই কাজের কি মুনাফা হবে কি রকম হবে সেটা না ভেবে মন থেকে করাটাই ভালো হবে।

বর্তমানে আমাদের দেশে অনেক কর্মসংস্থান বা সেবামূলক অনেক সংস্থান তৈরি হয়েছে মানবতার ফেরিওয়ালা নামে। যেরকম মানবকল্যাণ মানবসেবা মানবাধিকার ইত্যাদি ইত্যাদি

তারা কি তাদের নীতি অনুযায়ী কাজ করে । এখন একটি মানুষকে ১০ টাকা দান করলেও ওইটা ছবি তুলে পাবলিককে দেখায় সেটা কি নিঃশর্ত না মানবতার মধ্যে পড়ে।

গ্রামে বা শহরে যেখানে দেখি না কেন মানবতার নামে দিকটি আমাদের চোখের সামনে ভাসে তাও হচ্ছে নিজেদের বা প্রতিষ্টানে প্রচার প্রসারে মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করে বড় বড় সাইনবোর্ড বিলবোর্ড লিফলেট ব্যানার অনলাইন ইত্যাদি।

মানুষকে ডেকে ডেকে সাহায্য করাটা মানবতার পর্যায়ে পড়ে না কিন্তু মানুষের সাথে মিশে ভালোভাবে কথা বলে তার সমস্যার সমাধান করে আমার কাছে ওইটাই মানবতার।

pexels-photo-6646986.jpeg

Link:/

সমাজে কিছু কিছু মানুষ আছে নিজের প্রভাব বা বিস্তার নিজের সমাজে নিজেকে ভালো রাখা করার জন্য বা উজ্জ্বল করার জন্য। মানুষ দেখানো মানবতার ফেরিওয়ালা হয়ে ওঠে। কোন কিছু পেতে গেলে কিছু দিতে হয়। কথায় আছে, বৃহত্তম জিনিসের জন্য ক্ষুদ্রতম জিনিস ত্যাগ করতে হয়।

সমাজে কিছুদিন ভালো কাজ করে তারপর সমাজসেবা করার জন্য ইউনিয়ন নির্বাচন বা ইউপি নির্বাচন বা রাজনীতির মধ্যে জড়িয়ে পড়বে এমপি মন্ত্রী হয়ে উঠে।

আজকের পোস্টটা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করবেন অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠতে পারে।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61726.97
ETH 2392.47
USDT 1.00
SBD 2.60