""আমি অসুস্থ থাকার কারণে চাকরি থেকে কিছুদিনের জন্য অবসর""
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা ?আশা করি ভালো আছেন।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আমি অসুস্থ থাকার কারণে চাকরি থেকে কিছুদিনের জন্য অবসর।
কয়েক মাস ধরে পায়ের তালুতে প্রচন্ড ব্যথা করে হাঁটাহাঁটি করলে। তাই একমাস আগে বাড়িতে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখিয়েছিলাম । বাড়িতে অনেকদিন রেস্টে ছিলাম তাই মনে মনে ভাবছিলাম মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছি তাই।
অসুস্থর মাঝেই দেশের একটু খারাপ পরিস্থিতি কারণে আমাদের কোম্পানির মালিক ছিল এমপি তাই আমাদের কোম্পানিটা হঠাৎ করেই এক মাসের জন্য বন্ধ হয়ে যায় আমার অনেকটা লাভ হয় আমি অনেকদিন সময় হাতে পেয়ে যাই নিজেকে সুস্থ করার জন্য।
সর্বমোট বাড়িতে 27 দিন থাকার পর কর্মস্থলে উদ্দেশ্যে রওনা দিয় নিজেকে সুস্থতা মনে করে। দুই তিন দিন অফিস করার পর আমি আবার ব্যথা অনুভব করি। থাকতেও অনেকটা কষ্ট হয়। তাই বাড়িতে এ নিয়ে কথা বলি।
আব্বু আম্মু চাকরি ছাড়ার সিদ্ধান্ত দেয়। আমিও এটাকে রাজি হয়ে যাই কেননা অসুস্থ তারা কতদিন বয়ে নিয়ে যাব তাই সুস্থ হয়ে আবার চাকরি করা যাবে।
যদি এই অসুস্থতা নিয়ে অবহেলা করি তাহলে সামনে আরো বিপদ বাড়বে তাই যদি আগে থেকেই এটার চিকিৎসা করা যায় তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। পরদিন কোম্পানিতে এসে কিছু বড় ভাইদের সাথে কথা বলি কি করা যায় এ বিষয়ে কিছু পরামর্শ দেন।
তারা একই কথা বলে অসুস্থতা আর আমাদের কোম্পানির অবস্থা একদমই খারাপ দুই মাসের স্যালারি পাব এখনো দেওয়ার কোনো নামই নেই।
বাড়ি থেকে আর কতদিন টাকা নিয়ে চলবো তাই সবদিক বিবেক বিবেচনা করে রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নেই তারপর বসের সাথে কথা বলি উনি একই কথা বলে জিএম এর সাথে কথা বলি সেম কথা উত্তর দেয়।
তাদের সাথে কথা বলে আর এইচআর এডমিন থেকে রিজাইন ব্ল্যাংক পেজ নিয়ে এসে লিখেন বসে সিগনেচার নিয়ে জিএম স্যার সিগনেচার নিয়ে জমা দিয়ে আসি। আমাদের কোম্পানিতে রিজাইন দিতে গেলে দুই মাস ডিউটি করতে হয় তারপর একসেপ্ট হবে ন।
এই দুইটি মাস কোম্পানির ডিউটি করতে হবে যদি কোম্পানি কোন কর্তৃপক্ষ চাই আপনি এক সপ্তাহের মধ্যে চলে যাবেন তাহলে আপনি চলে আসতে পারবেন যদি তারা চায় আপনার দুই মাসেই ডিউটি করতে হবে তাও আপনাকে দুই মাসে ডিউটি করতে হবে।
আমি অসুস্থ থাকার কারণে আর মূল কথা জিএম স্যার আমাকে অনেক আদর করত ভালবাসত তাই সাথে সাথে এড়িয়ে যায় একসেপ্ট হয়ে যায়। আমার রিজাইন এর পর একদিন ও বেশি ডিউটি করতে হয় নাই।
সোমবারে রিজাইন দিয়ে মঙ্গলবারে আমার সাপ্তাহিক ছুটির দিন তাই পরের দিন বাড়িতে চলে আসব মানে বুধবারে তাই মঙ্গলবারে অফিসে আশাই লাগবে সবার সাথে অনেকদিন কাজ করেছি মন কিছু খারাপ লাগছে তাই সকালবেলা কাপড় ধুয়ে কিছু জিনিস গুছিয়ে সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বিকেলে তিনটার দিকে কোম্পানিতে চলে আসি।
সবার প্রথমে জিএম স্যারের কাছ থেকে বিদায় নিয়ে উনি আমাকে অনেক উপদেশ দেয় এবং উনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমার চোখ থেকে পানি চলে আসে চেয়ার থেকে দাঁড়িয়ে আমার কাঁদে ও পিঠে হাত বুলিয়ে দেয়। না কান্না করার জন্য অসুস্থতা থেকে যখন মুক্তি পাবো তখন আবার বলছে জয়েন করতে যদি আমি ইচ্ছা থাকে।
ওয়ার্কার থেকে বিদায় নিয়ে কোম্পানির যেসব ওয়ার্কারদের সাথে কাজ করেছি ওদের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসি প্রচন্ড মন খারাপ তাই কিছুই ভালো লাগছিল না আমিও কান্না করতেছিলাম ওইখানে বসি।
বড় ভাইয়েরা আমার মন ভাল করার জন্য হাসি তামাশা করতে থাকে। কিন্তু তাও আমার মন ভালো হয়েছিল না। ঘন্টাখানেক ওদের সাথে গল্প করার পর। আর কোনদিন আসতে পারবো না এই কথা ভেবেই। আরো মন খারাপ হইতেছিল ওইখানে যতক্ষন থাকবো ততক্ষণই মন আরো খারাপ হতে থাকবে। অফিসের বড় ভাইদের থেকে বিদায় নিয়ে ছোট ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি।
আজকের পোস্টে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
খুব ভালো করেছেন শরীর অসুস্থতার জন্য চাকরি থেকে কিছুদিনের ছুটি নিয়েছেন। আসলে শরীর ভালো না থাকলে কোন কিছুতেই ভালো করে মন বসে না আর এখনকার দিনে হাটুতে ব্যাথা প্রত্যেক ঘরে ঘরে। কিছুদিন আগে আমার একটা দিদা মারা গেছে সেই দিদার ও হাঁটুতে ব্যথা ছিল আর শরীরে কোন সমস্যা ছিল না। যাইহোক ভালো করে ডাক্তার দেখান। সুস্থ থাকুন ।ভালো থাকুন।
আমরা যখন অসুস্থ থাকি তখন কোন কিছুই ভালো লাগেনা, অসুস্থ অবস্থায় কোন কিছু করতে মন চায় না, অসুস্থতার কারণে আমাদেরকে ছুটি নিতে হয়, ছুটি নিয়ে খুব ভালো কাজ করেছেন, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
শরীর অসুস্থ থাকলে চাকরি তো দূরের কথা বাড়ির কোন কাজ করতেই তো মনে চায় না। আপনার সুস্থতা কামনা করি যেন আপনি ভালোভাবে সুস্থ হয়ে আমাদের মাঝে এভাবেই যুক্ত থাকতে পারেন। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুখ দুঃখের সকল কথা আমাদের থেকে শেয়ার করার জন্য
একটি কোম্পানিতে চাকরি করতে গেলে তাদের কাজগুলো বুঝিয়ে দিতে হয় এবং করতেও হবে যদি আপনার কাজগুলো না বুঝিয়ে দেন তাহলে কিছু বকাঝকা । সোনা লাগে তাই অসুস্থ থাকায় কাজে একদমই মনোযোগ দিতে পারতাম না সম্পূর্ণ কাজ করতে পারতাম না তাই চাকরি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করেছেন
কোন জায়গায় জব করতে হলে অবশ্যই তো কিছু দায়িত্ব নিজের ভেতরে থাকা দরকার এবং অন্যরাও রেসপেক্ট করে। নিজের কাজগুলো নিজে যদি না করতে পারেন তাহলে তো অবশ্যই বকা শুনতে হবে আর আপনি ভাল ভাল কাজ করছেন সুস্থ হয়ে আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টে পড়ে সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য ভালো থাকবেন।
চাকরি করা অথবা কাজ করা অত্যন্ত আবাশ্যক।
শরীর সুস্থ না থাকলে এসবের কোন কিছুই কাজে আসবে না, শরীর সম্পদ বড় সম্পদ। তবে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সাধারণত ঊর্ধ্বতন কর্মকর্তারা এত সুন্দর ব্যবহার করেনা সবাই শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে।
মানুষে টাকা উপার্জন করে নিজেকে ভালো মন্দ থাকার জন্য কিন্তু যদি নিজেই অসুস্থ থাকেন তাহলে এই টাকা উপার্জন করার কোন লাভ নেই। নিজে সুস্থ থাকলে টাকা ইনকাম করে সেটাতে অনেক মজা আছে ধন্যবাদ আমার পোস্ট করে সুন্দর একটি কমেন্ট করেছেন