আমার মুঠোফোনে ধারণকৃত কিছু ফটোগ্রাফি পর্ব-০৩ ||১০%লাজুক খ্যাঁকের জন্য।

আসসালামু আলাইকুম


কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি সুযোক পেলেই ফটোগ্রাফি করি।ফটোগ্রাফি করার মাধ্যমে মানুষ অনেক কিছুই স্মৃতি বন্ধি করে রাখতে পারে যা পরবর্তী সময়ে ছবিগুলো দেখে পুরনো স্মৃতি মনে করতে পারে যা আমার ক্ষেত্রেও এক।তাই আমি ভালো লাগা বা সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি।

ফটোগ্রাফি 📸-০১

20220217_080910.jpg

20220217_080811.jpg

20220217_080710.jpg

চিত্রঃসূর্যোদয় ফুল

Divice:samsung M31s

what's 3 word Location


এই ছবিটি ক্যাপচার করি সকাল বেলা সূর্যোদয় এর সময়। শিশির ভেজা ফুলের মাঝ দিয়ে সূর্য দেখতে খুব সুন্দর লাগছিলো।সূর্য আলো ফুলের উপরে পড়ায় আরো সুন্দর হয়ে উঠেছিলো মুহূর্তটি তাই ক্যামেরাবন্দি করে নেই।

ফটোগ্রাফি 📸-০২

20220212_072052.jpg

20220212_072357.jpg

20220212_072039.jpg

চিত্রঃসূর্য মানব

Divice:samsung M31s

what's 3 word Location


এই ছবিটি তুলেছিলাম সকাল বেলায় সূর্যোদয় এর সময়।সকালে বেলা মাঠে হাঁটতে যাই। সেই সময় সূর্যোদয় হচ্ছিলো এবং দেখি একজন মানুষ হেঁটে যাচ্ছিলো।সূর্যোদয় এবং লোকটির হেঁটে যাওয়াত টাইমিং খুব মিলে যায় এবং মুহুর্তটি দেখতে খুব সুন্দর লাগছিলো তাই আমি সময় নষ্ট না করে ক্যামেরাবন্দি করে নেই।

ফটোগ্রাফি 📸-০৩

20220207_081719.jpg

চিত্রঃসুপারি গাছ

Divice:samsung M31s

what's 3 word Location


এই ছবিটি তুলি আমাদের বাসার পাশের হর্টিকালচারে গিয়ে। যখন হর্টিকালচারে পাইচারি করছিলাম তখন দেখি সুপারি গাছটি আকাশের সাথে মিশে দেখতে অনেক সুন্দর লাগছিলো।

ফটোগ্রাফি 📸-০৪

20220221_080826.jpg

20220221_080809.jpg

চিত্রঃশালিক পাখি

Divice:samsung M31s

what's 3 word Location


শালিক পাখির ছবিটি তুলি সকালে বেলা ছাদে যাওয়ার পর।শালিক পাখিটি ছাদের উপরে একটি খুঁটির উপরে বসে ছিলো। শালিক পাখি আমরা সকলেই চিনি তাই এই পাখির সম্পর্কে বেশি কিছু বলার নেই।

ফটোগ্রাফি 📸-০৫

20170626_170331(1).jpg

চিত্রঃমেঘাচ্ছন্ন আকাশ

Divice:samsung M31s

what's 3 word Location


এই ছবিটি তুলি পাশের গ্রামে ঘুরতে গিয়ে।সেদিনটি ছিলো বৃষ্টিময়। পরিবেশ খুব শীতল মনোরম ছিলো।ছবিটি যে সময় তোলা হয়ে তখন বৃষ্টি ছিলোনা কিন্তু আকাশে মেঘের ভেলা ছিলো অনেক।

ফটোগ্রাফি 📸-০৬

20210713_210047.jpg

চিত্রঃতারার মেলা

Divice:samsung M31s

what's 3 word Location


এই ছবিটি তুলি আমাদের এরিয়ার কলেজ মাঠে থেকে।রাতে যখন মাঠে বসে ছিলাম তখন আকাশ দেখতে খুবই চমৎকার লাগছিলো। আকাশে যেনো তারার মেলা বসে ছিলো আর সেই তারা মেলায় নিজেকে হারিয়ে নিতে পারলে বেশ ভালো হতো।

প্রয়োজনীয় বিবরণ
বিভাগতথ্য
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি M31S
লোকেশনধনবাড়ি,টাংগাইল,বাংলাদেশ
ফটোগ্রাফার@jaforshanto
আজকে এই পর্যন্তই।আশা করি সকলের কাছে আমার ফটোগ্রাফি ভালো লেগেছে।সবাই সুস্থ ও ভালো থাকবেন।

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে দেখতে। বিশেষ করে সকাল বেলা সূর্য উদয়ের সময় যে ছবিগুলো তুলেছেন এই ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। মনে হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার এর মত আপনি ছবিগুলো তুলেছেন। আপনি ছবিগুলো সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপু।আপনার বিশেষ মতামত দেখে আমি আরো উৎসাহ পেলাম।আশা করি পরবর্তী ফটোগ্রাফি আপনার ভালো লাগবে।

 3 years ago 

আপনার তোলা সব কয়েকটি ছবি আমার কাছে অসাধারণ লেগেছে ভাই।আপনি খুব সুন্দর করে ছবিগুলো তুলেছেন। আপনার হাত যে পাকা তা আপনি দেখিয়েছেন। শেষ বিকেলের ছবিগুলো অনেক ভালো ছিল।খুব সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর কিছু আলোকচিত্র আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার আলোকচিত্রগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম।।
বিশেষ করে প্রথম তৃতীয় এবং ষষ্ঠ নাম্বার ফটো বেশি ভালো লেগেছে দারুন উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই।আশা করি পরবর্তী কাজ আপনার ভালো লাগবে।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে সুপারি গাছের ফটোগ্রাফি এবং শালিক পাখির ফটোগ্রাফি টা অনেক সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভাই।

 3 years ago 

আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি এই ছিল অসাধারণ। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। বিশেষ করে এক নাম্বার ফটোগ্রাফিটি আমার কাছে বেশী জোস লেগেছে। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

আমার ফটোগ্রাফি আপনার ভালো লাগায় আমি আনন্দিত । আশা করি এভাবেই আমি আমার ভালো কাজের মাধ্যমে আপনাদের মন জয় করতে পারবো।

এই ছবিটি তুলেছিলাম সকাল বেলায় সূর্যোদয় এর সময়।সকালে বেলা মাঠে হাঁটতে যাই। সেই সময় সূর্যোদয় হচ্ছিলো এবং দেখি একজন মানুষ হেঁটে যাচ্ছিলো।সূর্যোদয় এবং লোকটির হেঁটে যাওয়াত টাইমিং খুব মিলে যায় এবং মুহুর্তটি দেখতে খুব সুন্দর লাগছিলো তাই আমি সময় নষ্ট না করে ক্যামেরাবন্দি করে নেই।

ভাইয়া এই ফটোগ্রাফটি অসাধারন হয়েছে।সকাল বেলার পরিবেশ ফটো ক্লিক করার টাইমিং এবং মানুষটির হেঁটে যাওয়ার সময় সব যেন মিলে একাকার হয়ে গেছে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আশা করি সবসময় ভালো কাজ শেয়ার করতে পারবো আপনাদের সাথে।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি মুগ্ধ। কোনটা রেখে কোনটা আর প্রশংসা করবো সত্যি ভেবে পাচ্ছিনা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মতামত প্রকাশ করার জন্য।আশা করি আরো সুন্দর ও ভালো পোস্ট শেয়ার করতে পারবো যা আপনার ভালো লাগবে।

 3 years ago 

অসাধারণ সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফিতে সূর্য মানবের যে দৃশ্য দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এবং আপনার ফটোগ্রাফি উপস্থাপনাটাও বেশ ভালো লেগেছে। পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন এই আশা করছি। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া।আমার ফটোগ্রাফি নিয়ে প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনার ধারণকৃত ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত। অনেক ভালো লেগেছে বলে কমেন্ট করতে চলে আসলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনার মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

আপনার মুঠোফোনের ধারণকৃত ফটোগ্রাফি গুলো সত্যিই চমৎকার হয়েছে । বিশেষ করে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সুপারি গাছ টি। এটি দেখতে যেমন লম্বা তেমনই আবার আপনি খুব চমৎকারভাবে ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে ভাইয়া।আশা করি আমার পরের ফটোগ্রাফিগুলো আরো ভাল লাগবে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.25
JST 0.040
BTC 96186.34
ETH 3344.71
USDT 1.00
SBD 3.50