নাটক রিভিউ || হ্যাপি নিউ ইয়ার 31st night

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। নাটকের নাম হচ্ছে " Happy new year 31st night"। নাটকটি মূলত 31st night কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবং এটি একটি শিক্ষণীয় এবং সচেতনতামূলক নাটক। দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও এই নাটকে অভিনয় করা অভিনেতাদের এর আগে তেমন কোন নাটক দেখা হয়নি তবে এই নাটকটি আমার কাছে ভালই লেগেছে। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_20231231_144917_YouTube.jpg

নাটক রিভিউ
নাটকের নামHappy new year 31st nigh
রচনাসুমন রেজা
পরিচালনায়কচি আহমেদ
অভিনয়েইফতেখার ইফতি, মোসাদ্দেক শাহীন, রিমন খান, জান্নাতুল মাওয়া, মায়া সহ আরো অনেকে।
সময়কাল৪৪.৫৯ মিনিট।
প্রযোজনায়Eagle Team
মিউজিকEagle Music
কাহিনী সংক্ষেপ
নাটকের প্রথম দৃশ্যে দেখা যায় কয়েকজন বন্ধু মিলে 31st night সেলিব্রেট করার জন্য প্ল্যান করছে। অন্য গ্রুপের চেয়ে কিভাবে নিজেদের গ্রুপে বেশি আয়োজন করা যায় সেটার প্ল্যান করছে। অনেক বড় পার্টির আয়োজন করার প্ল্যান করছে সবাই মিলে। তারা সবাই অনেক বড়লোক পরিবারের সন্তান। তাদের মধ্যে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার নাম শিপন। সে ভাবে কিভাবে এত টাকা জোগাড় করবে পার্টির জন্য। এদের মধ্যে একজন শিপনের গার্লফ্রেন্ড। এরপরের দৃশ্যে দেখা যায় সেই এলাকার কয়েকজন মিলে সবাইকে সতর্ক করছেন এসব আতশবাজি ফানুস উড়ানো যেনো না হয়। কারণ এসবের কারণে অসুস্থ মানুষ রা অনেক কষ্ট পায়।

Screenshot_20231231_145003_YouTube.jpg

Screenshot_20231231_145047_YouTube.jpg

Screenshot_20231231_145635_YouTube.jpg

শিপনের বড় ভাই একজন সিকিউরিটি গার্ড। সে তার বড় ভাইয়ের কাছে পার্টি করার জন্য কিছু টাকা চায়। কিন্তু তার বড় ভাই বলে এসব পার্টি আমাদের মত মানুষের জন্য না। এবং বলে গ্রামের তার ছোট বোনের বিয়ে ঠিক হচ্ছে। তারপরও ভাই বোনের বিয়ে উপলক্ষে সব জমানো টাকা দিয়ে দেয়। এবং বলে বিয়ের জন্য কিছু খরচ করার পর যদি থাকে সেগুলো দিয়ে পার্টি করতে। কিন্তু পার্টির চাদা অনেক বেশি তাই সে টাকা জোগাড় করতে পারেনি। এবং সে বুঝতে পারে তাকে অপমান করার জন্য তার বড়লোক বন্ধুরা এই প্ল্যান করেছে। অন্যদিকে শিপনের গার্লফ্রেন্ড বলে তার পার্টির টাকাও যেন শিপন দিয়ে দেয়। তারপর সে কোন উপায় না পেয়ে তার নিজের মোবাইল ফোনটি বিক্রি করে দেয় এবং তার গার্লফ্রেন্ডের পার্টির টাকাটি দিয়ে দেয়।

Screenshot_20231231_145533_YouTube.jpg

Screenshot_20231231_145204_YouTube.jpg

Screenshot_20231231_145651_YouTube.jpg

Screenshot_20231231_145817_YouTube.jpg

এরপরের দৃশ্যে দেখা যায় শিপনের একজন ফ্রেন্ডের বাবা খুবই অসুস্থ থাকে। জন্য তার মা তাকে বলে তার বাবার পাশে একটু বসে কথা বলার জন্য। সে কিছুক্ষণ বসার পর বলে তাকে পার্টির আয়োজন করার জন্য চলে যেতে হবে তাই সে চলে যায় এবং এই দৃশ্য দেখে তার মা-বাবা খুব কষ্ট পায়। তারপর তারা সবাই মিলে খুব বিরাট আয়োজন করে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 31st night সেলিব্রেট করে। তাদের এরকম সেলিব্রেটির কারণে এরকম শব্দের কারণে এলাকার কিছু মানুষ অসুস্থ হয়ে যায় এবং এলাকার একজন মারাও যায়। আবার শিপনের বন্ধুর বাবা অনেক বেশি অসুস্থ হয়ে যায়।

Screenshot_20231231_145835_YouTube.jpg

Screenshot_20231231_145949_YouTube.jpg

Screenshot_20231231_145902_YouTube.jpg

Screenshot_20231231_150005_YouTube.jpg

সারারাত পার্টি করার পর সকালে তাদের মনে পড়ে যে শিপন এই পার্টিতে জয়েন করেনি। তারপর তার এক বন্ধু ফোন চেক করে দেখে তার মা তাকে রাতে অনেকবার কল দিয়েছিল। তারপর সে ভাবে যে হয়তো কোন বিপদ হয়েছে যেহেতু তার বাবা অনেক অসুস্থ ছিল। তারপর সে বাসায় গিয়ে দেখে সেখানে তার বাবা নেই। এরপর খবর পায় তার বাবা হসপিটালে ভর্তি। এবং তার মা বলে শিপন তার বাবার এই বিপদে এগিয়ে এসেছিল। এই কথা শুনে শিপনের বন্ধু তার ভুল বুঝতে পারে।

Screenshot_20231231_150022_YouTube.jpg

Screenshot_20231231_150056_YouTube.jpg

Screenshot_20231231_150106_YouTube.jpg

Screenshot_20231231_150124_YouTube.jpg

Screenshot_20231231_150117_YouTube.jpg

বিঃদ্রঃ সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।

নিজস্ব মতামত
এই নাটকে অভিনয় করা মানুষগুলোর নাটক আমি আগে কখনো দেখিনি। গতকাল টিভি তে youtube ওপেন করার সাথে সাথে দেখলাম এই নাটকটি সামনে রয়েছে। তাই নাটকটি দেখলাম। আমাদের এই শহরে আতশবাজি, ফানুস এসব উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। যা আসলে আমাদের সবার জন্যই ক্ষতিকর। গত বছর আমরা নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের অনেক নিউজ পেয়েছি। অনেকের মৃত্যুর নিউজ পেয়েছি। যা আসলেই আমাদের কাম্য নয়। মূলত এইসব দিক থেকে সবাইকে সচেতন করার জন্য এই নাটকটি তৈরি করা হয়েছে। আমাদের সবারই উচিত আসলে নিজেদের জায়গা থেকে সচেতন হওয়া এবং অন্য কেও সতর্ক করা।
৮/১০

নাটকের ইউটিউব লিংক

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 6 months ago 

সময়োপযোগী একটা নাটক ছিল, খুব সুন্দর রিভিউ করেছেন সময় পেলে অবশ্যই আমি এই নাটকটা দেখার চেষ্টা করব, বেশ সুন্দর ছিল আপনার পুরো উপস্থাপন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকটির রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে নতুন বছর উদযাপন উপলক্ষে আনন্দ করতে গিয়ে সেই আনন্দ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিপদ ডেকে আনে। সেক্ষেত্রে এই নাটকটি দেখার মাধ্যমে আমরা সচেতন হতে পারবো এবং অন্যকে সচেতন করতে পারবো। ভালো লাগলো নাটকটির রিভিউ পড়ে।

 6 months ago 

ঠিকই বলেছেন আপনি আসলে নাটকটি দেখে অনেকেই সচেতন হতে পারবে। এ ধরনের কাজগুলো করা থেকে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 6 months ago 

অনেকে নতুন বছরকে নিয়ে সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন। আপনিও বছরের শেষ দিনকে কেন্দ্র করে খুব সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন এই নাটকটি ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে শুনে খুবই ভালো লাগলো৷ আপনি একদমই সুন্দরভাবে এই নাটকের সব বিষয় ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য৷

 6 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

এই নাটকটার মধ্যে কিন্তু সত্যি শিক্ষনীয় একটা বিষয় রয়েছে। আসলে মানুষ নিজের আনন্দের জন্য অন্যদের ক্ষতি করে এটা তারা বুঝতেই পারেনা। এই ধরনের আনন্দের কারণে কোন মানুষের কখন ক্ষতি হয় বোঝা মুশকিল। ফানুস এর কারণে অনেক জায়গায় আগুন লেগে যায়, যার ফলে অনেক মানুষেরই মৃত্যুর হয়। সবার উচিত সচেতন হওয়া এই বিষয়গুলোর উপর। এখন কি অন্যকেও সচেতন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই নাটকটার কাহিনী আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43