কবিতা আবৃত্তি/ শুভ দাশগুপ্তের কবিতা "মেঘ বলল যাবি?" কবিতাটির আবৃত্তি।

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। যদিও আপনাদের মত এত সুন্দর কবিতা আবৃতি করতে পারি না তবে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। আজকে আমি যে কবিতাটি আবৃতি করব সেটি হচ্ছে কবি শুভ দাশগুপ্ত এর কবিতা মেঘ বলল যাবি?

png_20230523_222337_0000.png

কবিতাটির ভিডিও লিংক

কবিতাটির লিরিক্স

মেঘ বলল যাবি ?

–শুভ দাশগুপ্ত

মেঘ বলল যাবি ?
অনেক দূরে গেরুয়া নদী
অনেক দূরের একলা পাহাড়
অনেক দূরের গহন সে বন।
গেলেই দেখতে পাবি, যাবি?
জানলা দিয়ে মুখ ঝুকিয়ে
বলল সে মেঘ যাবি ?
আমার সঙ্গে যাবি ?
দিন ফুরিয়ে রাত ঘনাবে
রাত্রি গিয়ে সকাল হবে
নীল আকাশে উড়বে পাখি
গেলেই দেখতে পাবি, যাবি ?
শ্রাবণ মাসের একলা দুপুর
মেঘ বলল যাবি?
আমার সঙ্গে যাবি?
কেমন করে যাবরে মেঘ,
কেমন করে যাব,
নিয়ম বাঁধা জীবন আমার
নিয়ম ঘেরা এধার ওধার
কেমন করে নিয়ম ভেঙ্গে এ জীবন হারাবো,
কেমন করে যাবরে মেঘ কেমন করে যাবো?
মেঘ বললো দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব
সবুজ পাতায় পাতায় ভালবাসা হয়ে ঝরব,
শান্ত নদীর বুকে আনব জলোচ্ছাসের প্রেম
ইচ্ছে মত বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙ্গে পড়বো।
এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি?
যাব না মেঘ, পারবোনা রে যেতে
আমার আছে কাজের বাঁধন,
কাজেই থাকি মেতে।
কেবল যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি যাই
সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে একছুটে পালাই,
তখন আমি যাই।
স্বপ্নে আমার গেরুয়া নদী,
স্বপ্নে আমার সুনীল আকাশ,
স্বপ্নে আমার দূরের পাহাড়,
সবকিছুকে পাই।
জাগরনের এই যে আমি ক্রীতদাসের মতন
জাগরনের এই যে আমি এবং আমার জীবন
কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন।
তবুরে মেঘ যাবো,
একদিন ঠিক তোরই সঙ্গে
শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে
যাবরে মেঘ যাবো।
সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাবো
পাগল হাওয়ায় উতল ধারায়
আমায় খুঁজে পাবো।
যাবরে মেঘ যাব, যাব রে মেঘ যাব,
যাবো রে মেঘ যাবো।

এই কবিতাটি অনেক গভীর মনোভাব থেকে কবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আসলে খুব একটা ভালো ভাবে বুঝে উঠতে পারিনি তারপরও যেটুকু বুঝতে পেরেছি এই কবিতাটি পড়ে সেটি হল একটা নিয়ম বাধা জীবনকে আরেকটা জীবন ডেকে বেড়ায় তাকে অনেক দূরে নিয়ে যাবে বিভিন্ন পাহাড়-পর্বত দেখাবে যেখানে সকাল হবে পাখির কিচিরমিচির ডাক শোনাবে সূর্য উঠবে ঝর্ণা দেখাবে কত কিছু তাকে দেখাবে কিন্তু এই নিয়ম বাধা জীবন রাজি হয় না কারণ সে একটা নিয়মের মধ্যে বাধা পড়েছে। এমনকি সেখান থেকে চলে গেলে তার এই জীবন হারানোর সংখ্যা রয়েছে। সে যেখানে বাধা রয়েছে সেখানে তার অপেক্ষায় অনেকেই প্রহরগুনে। তবুও সে তাকে নিরাশ করে না সে ওই জীবনকে আশ্বস্ত করে এক সময় সে তার সাথে যাবে। তবে সে সেখানে না গেলেও নিজের স্বপ্নে সব জায়গায় ঘুরে বেড়ায়। আসলে এখানে আমাদের এই বাধা পরা জীবনে নিজের স্বাধীন মত চলার কোন সুযোগ নেই এই কবিতায় সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কবি।

এই ছিল আমার আজকের কবিতা আবৃতি। তার পাশাপাশি কবিতার মূলভাবটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতা টি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 11 months ago 

এতবড় কবিতাটির ছন্দ ঠিক রেখে পাঠ করেছেন সেটাই বড় ব্যাপার।মন টা ভরে গেলো। কবিতার প্রত্যেকটা লাইনের আপ-ডাউন সবই খুব সুন্দর হয়েছে।আপনার ভয়েসটা এত আদো আদো বাচ্চাদের মত শুনতে খুব ভাল লাগছে। এর আগেও বোধহয় আপনার একটা আবৃত্তি শুনেছিলাম।তখন ও ভাবছিলাম যে আপনার ভয়েসটা একদম বাচ্চাদের মত। আরো পাঠ করবেন। আমি কিন্তু শ্রোতা হিসেবে রইলাম।

 11 months ago 

চেষ্টা করব আপনাদের সামনে আরো কবিতা আবৃতি করে শোনানোর জন্য। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 11 months ago 

অসাধারণ, অসাধারণ হয়েছে আপু, আপনার কবিতা আবৃত্তি। আপনার কবিতা আবৃত্তি শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে। বারবার আপনার কবিতা আবৃত্তি যেন আমার কানে কাছে ভেসে আসছে। শুভ দাশগুপ্তের কবিতাটি অসম্ভব সুন্দর, সেই সাথে আপনার সুন্দর আবৃত্তি, দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 11 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

খুব ভালো লাগলো আপু কবিতাটি শুনে।আগেও পূজা দিদির কন্ঠে কবিতাটি শুনেছি। আজ আপনার কন্ঠে শুনেও বেশ ভালো লাগলো। আপনি ছন্দ দিয়ে দিয়ে কবিতাটি আবৃত্তি করলেন।দারুন ছিল। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 11 months ago 

আমার কবিতা আবৃতি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আপু এর আগেও আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনেছি অসাধারণ সুন্দর আপনার কন্ঠে আবৃত্তি শোনা। এত মিষ্টি কন্ঠ আপনার কন্ঠে আবৃত্তি গুলো শুনতে অনেক ভালো লাগে আমার কাছে। আপনি শুভ দাশগুপ্তের কবিতাটি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন কবিতার কথাগুলো অসাধারণ ছিল। অনেক ভালো লেগেছে কবিতা আবৃত্তি আশাকরি মাঝে মাঝে আমাদের উদ্দেশ্যে শেয়ার করবেন।

 11 months ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

শুভ দাশগুপ্তের খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন আপনি। মেঘ বলল যাবি কবিতাটির আবৃতি আমার মনটা একেবারে ছুঁয়ে গিয়েছে। অনেক বড় একটা কবিতা ছিল আপনি খুবই সুন্দর ভাবে আবৃতি করেছেন যা শুনে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনার কন্ঠ সত্যি অসাধারণ। আপনার অসাধারণ কন্ঠে এরকম কবিতা গুলো আরো শোনার অপেক্ষায় থাকলাম আপু। জাস্ট অসাধারণ ছিল সম্পূর্ণ কবিতা আবৃতি বলতেই হচ্ছে।

 11 months ago 

চেষ্টা করব আপনাদের কবিতা আবৃতি করে শোনানোর জন্য। সুন্দর ও গঠনমূল মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

বাহ আপু আপনি তো অনেক সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। আজ অনেকদিন পর সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনতে পেলাম। এত বড় কবিতা আপনি কিভাবে আবৃত্তি করেছেন তাই ভাবছি। সত্যি অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 63475.87
ETH 3121.13
USDT 1.00
SBD 3.87