নাটক রিভিউ || "দত্তক"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "দত্তক"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক তো অনেকদিন আগেই দেখেছিলাম। তবে রিভিউ শেয়ার করা হয়নি। তাই আজকে করলাম। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | দত্তক |
---|---|
গল্প | নাসির খান |
পরিচালনা | পথিক সাধন |
অভিনয়ে | ইয়াশ রোহন, তটিনী সহ আরো অনেকে। |
সময়কাল | ৫৪:৪২ |
নাটকে তটিনীর নাম থাকে রাখি এবং ইয়াশ রোহানের নাম শিমুল। রাখি প্রতিদিন একটা সময় টিফিন বাটি তে খাবার নিয়ে একটা আশ্রমে যেত। শিমুল বেশ কয়েকদিন ধরে তাকে ফলো করত। এরপর হঠাৎ একদিন শিমুল জানতে চাইলো কেন রাখি এই আশ্রমে যায়। রাখি তাকে বলে একজন কে খাওয়ানোর জন্য। এভাবেই তাদের মধ্যে কথা শুরু হয়। রাখি লক্ষ্য করে তার একটা চিন্বেতাভাবনার সাথে শিমুলের চিন্তা ভাবনা মিলে যাচ্ছে। বেশ কয়েকদিন পর তারা একজন আরেকজনকে তাদের ভালোবাসার কথা জানায়। এভাবেই তাদের দিন গুলো যাচ্ছিলো। রাখির পরিবারে তার বাবা মা রয়েছে। আর শিমুলের পরিবারে তার মা এবং বড় ভাই আছে। শিমুল রাখির কথা তার মা এবং বড় ভাই কে জানায়। রাখির ছবি সে তার বড় ভাই কে দেখায়।
হঠাৎ একদিন শিমুলের বড় ভাই আর তার মা মিলে মেয়ে দেখতে যায় শিমুলের বড় ভাইয়ের জন্য। অন্য দিকে রাখির বাবা তার জন্য একটা ছেলে দেখে। রাখি কে বলে গিয়ে দেখা করার জন্য। রাখি কোনো ভাবেই রাজি হয় না। এরপর তার বাবা তাকে জোর করে নিয়ে যায়। শিমুলের ভাই রাখি কে দেখেই চিনতে পারে। রাখি কে দেখে তারা সাথে সাথে সেখান থেকে চলে আসে। অন্য দিকে রাখি টেনশন করছিলো। রাখি শিমুলের সাথে বেশ রাগারাগি করে যেন শিমুল তার বাবার সাথে কথা বলে। অন্যদিকে শিমুল আগে থেকেই সব জানতো তাই রাখি কে দেখে সে হাসছিল। পরে শিমুল রাখি কে জানায় যে ওটা তার বড় ভাই ছিলো। আর বিয়েতে তারা আগে থেকেই না করে দিয়েছে।
এরপর রাখি তার বাবাকে শিমুলের ব্যাপারে জানায়। কিন্তু তার বাবার রাখির বিয়ের সম্পর্কে অন্য একটা মত ছিল। রাখির বাবা কখনো চাইতো না বড়লোক কোন ফ্যামিলিতে রাখী কে বিয়ে দেওয়া হোক। কিন্তু রাখি যখন শিমুলের ব্যাপারে জানায় তখন তার বাবা থাকে সরাসরি না করে দেয়। উনি বলে তারা অনেক বড়লোক ফ্যামিলির তারা কখনোই রাখির ব্যাপারটা বুঝবে না। তখন রাখি এবং তার মা অনেক অনুরোধ করে যেন শিমুলকে রাখির ব্যাপারে সবকিছু জানানো হয়। সবকিছু জানার পর যদি শিমুল মেনে নেয় তারপরও রাখির বাবা রাজি হবে না। তবে অনেক অনুরোধের পর রাখির বাবা সিদ্ধান্ত নেয় যে শিমুলকে রাখির ব্যাপারে জানাবে।
তারপর রাখির বাবা শিমুল কে সেই আশ্রমে আসতে বলে। শিমুল সেখানে যাওয়ার পর রাখির বাবা সব খুলে বলে। সেই আশ্রমে একজন পাগল মহিলা ছিল ওনাকেই রাখি প্রতিদিন খাওয়াতে আসতো। আর এই পাগল মহিলাটা ছিল রাখির মা। রাখির বাবারা অনেক বড়লোক পরিবারের ছিল। রাখির বাবা মারা যাওয়ার পর এক মাসের মধ্যেই রাখির মা পাগল হয়ে যায়। এবং উনাকে রাস্তা থেকে এই আশ্রমে নিয়ে আসা হয়। আশ্রমে আনার কিছুদিন পর আশ্রমে রাখির জন্ম হয়। তারপর ওনারা রাখি কে দত্তক নেয়। এই সবকিছু শোনার পর তারা সবাই বেশ ইমোশনাল হয়ে যায়। এবং শিমুল বলে যে রাখির এই ব্যাপারটা নিয়ে তার কোন সমস্যা নেই। শিমুল রাখির বাবা কে অনেক কিছু বুঝিয়ে বলে। শিমুলের মাও একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই তারা বড়লোক হওয়াতে সেরকম কোন সমস্যা হবে না।
এসব কিছু শোনার পর তারা সেখান থেকে চলে যায় এবং রাখির বাবা শিমুলকে বলে যে তিনি তার সিদ্ধান্ত রাখির কাছে জানাবে। তারপর হঠাৎ একদিন রাখির বাসায় শিমুলের পরিবার আসে। তারা আসে মূলত বুঝানোর জন্য। তবে অন্যদিকে রাখির বাবাও সবকিছু ভেবেচিন্তে রাজি হয়ে যায়। সবশেষে তাদের মিল হয়। আর তাদের দুইজনেরই একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে আশ্রমের অসহায় একটা বাচ্চাকে তারা দত্তক নিবে।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
আমি সব সময় ভিন্ন ধরনের নাটক গুলো দেখতে পছন্দ করি। এই নাটকটাও সেরকম একটা নাটক। গল্পটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা গল্প ছিল। গল্পের নামটা দেখেই বুঝা যায় যে এটা ভিন্ন ধরনের একটা গল্প হবে। আমার কাছে পুরো নাটকটা সত্যি অনেক ভালো লেগেছে। নাটকের গল্পটা বেশ দারুন ছিল। বিশেষ করে তাদের দুজনের যে ইচ্ছাটা যে তারা আশ্রম থেকে অসহায় একটা বাচ্চাকে দত্তক নিয়ে নিজের সন্তানের মত মানুষ করবে। এখানে আসলে সাধারণ মানুষের অসহায় মানুষের প্রতি যে সহানুভূতি থাকা উচিত সেটা ফুটিয়ে তোলা হয়েছে। সব মিলিয়ে অসাধারণ লেগেছে নাটক টা। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
ইয়াস রোহান এবং তটিনির নাটকটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে নাটক দেখতে ভালো লাগে। তবে সময়ের কারণে এখন আর আগের মতো নাটক দেখতে পারি না। এই নাটকের পুরো কাহিনীটা আপনি রিভিউর মাধ্যমে সুন্দর করে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটা নাটকের রিভিউ ভাগ করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
নায়কের অভিনয়ে ছিল শিমুল, দত্তক নাটকটি এর আগে আমি কখনো দেখি নাই তবে আপনি যেভাবে নাটকের রিভিউ করেছেন মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং আসলে প্রেমের যেই গল্পগুলো হয় নাটকের ভিতরে এগুলো আমার অনেক ভালো লাগে যাইহোক সবমিলিয়ে খুব গুছিয়ে পোস্টটি আমাদের মাঝে রিভিউ করার চেষ্টা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
এই নাটকটি আমি বেশ কিছুদিন আগে দেখেছিলাম আপু। নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে অনেক নিঃসন্তান দম্পতি এরকম দত্তক নিয়ে সন্তান পালন করে। আর নাটকের গল্পটি খুবই ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
বেশ সুন্দর নাটক রিভিউ করেছেন আপনি। আপনার দত্তক নাটক রিভিউ দেখে খুব ভালো লাগলো। এই নাটকটি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে নাটকের গল্প এবং শেষের অংশ খুবই দুর্দান্ত। ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর নাটক রিভিউ করার জন্য।
নাটকটি দেখে আমার কাছেও বেশ ভালো লেগেছে ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
এই নাটকটি দেখা হয়েছিল বেশ কিছুদিন আগে। রিভিউ শেয়ার করবো বলেও শেয়ার করা হয়নি। আপনি অনেক সুন্দর করে এই নাটকের রিভিউ উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
দত্তক নাটকের রিভিউ অনেক সুন্দর ছিল, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। রোহান এবং তটিনির নাটক আমার অনেক বেশি ভালো লাগে। তারা দুইজন আমার অনেক পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী। তাদের প্রত্যেকটা নাটকের মতো এই নাটকটাও অনেক সুন্দর হয়েছে। রিভিউটা এত সুন্দর করে শেয়ার করায় অল্প সময়ে জেনে নিলাম কাহিনী। সময় পেলে আমি অবশ্যই এই নাটকটা দেখবো।
সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি নাটকটি দেখতে আপনার কাছে বেশ ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
পুরো নাটকটি একদমে পড়ে শেষ করলাম।আসলেই বাংলাদেশের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে।আপনি সুন্দর রিভিউ করেছেন আপু।রাখি দত্তক ছিল তারপরও সে অন্যদের ভালোবাসা পেয়েছে এটা আসলেই ভালো দিক ছিল।ধন্যবাদ আপু।
আমাদের বাংলাদেশের নাটক গুলো আপনার ভালো লাগে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগছে৷ নাটকটি আমি দেখিনি৷ তবে নাটকের ছোট ছোট ক্লিপগুলো আমি দেখেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে নাটক এর রিভিউ দেখে পুরো নাটক দেখার আগ্রহ জন্ম নিল৷ অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব৷
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।
ইয়াশ রোহান ও তটিনীর অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি আজকে সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন আপু।যদিও নাটক টি দেখা হয়নি কিন্তু নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি প্রায় সময় দেখার চেষ্টা করি। কারণ বাংলাদেশের নাটক গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আপনি দত্তক নামের নাটক নাটকটি খুব সুন্দরভাবে রিভিউ করেছেন। এক সময় সময় করে অবশ্য নাটকটি দেখতে হবে। ধন্যবাদ।