DIY Event - (এসো নিজে করি) - একটি শুকনো পাতার মান্ডালা আর্ট // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার আরো একটি মান্ডালা আর্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

received_575130930265399.jpeg

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রইং খাতা
  • জেল পেন
  • পেন্সিল
  • রাবার
  • মোম রং

20211118_104024227.jpg

প্রথম ধাপ

  • প্রথমে আমি ড্রইং খাতায় পেন্সিল দিয়ে একটি পাতা অংকন করে নিয়েছি। অংকনের কয়েকটি ধাপ আমি এখানে শেয়ার করছি।

20211118_104933760.jpg

20211118_105246029.jpg

  • এখানে আমি সম্পূর্ণ পাতা অঙ্কন করা শেষ করেছি। এবং পেন্সিল দিয়ে গাঢ় করে নিয়েছি।

20211118_105624584.jpg

দ্বিতীয় ধাপ

  • তারপর আমি পাতাটির একপাশে রং করে নিয়েছি। রং করার সময় এর কয়েকটি ধাপ এখানে আপনাদের সাথে শেয়ার করছি।

20211118_112346622.jpg

20211118_112750412.jpg

  • পাতাটি রং করার সময় আমি দুটি রং ব্যবহার করেছি। এবং রংগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে পাতাটি একটি শুকনো পাতা।

20211118_113330562.jpg

তৃতীয় ধাপ

  • এরপর আমি পাতাটির অন্যপাশের দাগগুলো জেল পেন দিয়ে গাঢ় করে নিয়েছি।

20211118_113603423.jpg

20211118_113822969.jpg

চতুর্থ ধাপ

  • এরপর আমি পাতাটির অন্যপাশের ডিজাইন শুরু করি জেল পেন ব্যবহার করে। ডিজাইন করার সময় এর কয়েকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি।

20211118_114407048.jpg

20211118_114620081.jpg

20211118_114926512.jpg

20211118_115202382.jpg

20211118_115503429.jpg

20211118_120515964.jpg

সর্বশেষ ধাপ

  • এভাবে আমি আমার আজকের ড্রইং টি শেষ করি। এবং পড়ে আমার একটি সাইন দিয়ে দেই।

20211118_121109607.jpg

received_575130930265399.jpeg

আমার ড্রইং এর সাথে আমার একটি ছবি

received_621387732231955.jpeg

এই ছিল আমার আজকের ম্যান্ডেলা আর্ট। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। পোস্টটি পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 3 years ago 

পাতাটি সেঞ্চুরী পাতার মত। আরো সুন্দর হয়েছে শুকনো পাতার একপাশে মান্ডালা আর্ট আরেক পাশে মূল পাতার কালার টি। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। পাতাটি আকার কৌশল গুলো সুন্দর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করেছেন যাতে যে কেউ সহজেই বুজতে পারবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শুকনো পাতার মান্ডালা আর্ট বেশ সুন্দর হয়েছে।প্রতিটা স্টেপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার আর্টটি দেখে বেশ ভালো লাগলো।

 3 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

বাহ মানতে হবে আপনার হাতে জাদু আছে। অসাধারণ হয়েছে শুকনো পাতারা ম্যান্ডেলা। আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে প্রদর্শন করেছেন। দেখে চোখ সরানো যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যে করার জন্য।

 3 years ago 

শুকনো পাতার ম্যান্ডেলারটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনারা অংকন করা গাছের পাতার ম্যান্ডেলাটি।চিত্র অংকন এর পাশাপাশি রং করাও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যে করার জন্য।

 3 years ago 

আপনার অংকন করা পাতার ডিজাইন খুব সুন্দর হয়েছে। ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ড্রয়িং পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

আপনার শুকনো পাতার ম্যান্ডেলা সত্যি অনেক চমৎকার হয়েছে। আপনি এটি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন। সবচেয়ে যেটা ভালো লাগছে আপনার এই শুকনো পাতার ম্যান্ডেলার সেটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন টা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ইউনিক একটি পোস্ট করেছেন, ম্যান্ডেলার টির মধ্যে অর্ধেক রং করাতে অনেক অসাধারণ এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ আপনার এত সুন্দর একটি প্রতিভা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু,হলুদ রঙটি এতটাই ফুটেছে যে আমি সত্যিকারের পাতা ভেবেছিলাম।অসাধারণ হয়েছে।আপনার আর্টগুলি সুন্দর হ্য় বরাবরই।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু,আপনার ম্যান্ডেলার চিত্রগুলো সবসময় খুবই সুন্দর হয় আজকেও ব্যতিক্রম হয়নি।শুকনো পাতা ম্যান্ডেলার চিত্র খুব সুন্দর ভাবে এঁকেছেন। নিখুঁত এবং দক্ষতার সাথে আপনি ড্রয়িং করেন আপনার ড্রয়িং দেখলে বোঝা যায়। ধন্যবাদ আপু,এত সুন্দর শুকনোপাতার ম্যান্ডেলার চিত্রটি আমাদের মাঝে বর্ণনা সহকারে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76343.25
ETH 3042.42
USDT 1.00
SBD 2.62