DIY (এসো নিজে করি):- বিশেষ ক্রিসমাস সপ্তাহ // রঙিন কাগজের তৈরি ওয়ালমেট // ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে ক্রিসমাস স্পেশাল একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক

received_635654497557989.jpeg

received_219007323745627.jpeg

প্রয়োজনীয় উপকরণ

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • কার্ডবোর্ড
  • পেন্সিল কম্পাস

20211229_113242083.jpg

ধাপ ১

  • প্রথমে আমি হালকা সবুজ রঙের কাগজ লম্বা করে কেটে নিয়েছি।

20211229_113901309.jpg

ধাপ ২

  • তারপর আমি কাগজটি মাঝখান বরাবর ভাঁজ করে নেই। এরপর আবারও আরেকটি ভাঁজ করে মাঝখান বরাবর।

20211229_114201401.jpg

ধাপ ৩

  • তারপর কাঁচি দিয়ে ঘাসের মত চিকন করে কাগজটি কেটে নেই।

20211229_114624979.jpg

ভাঁজ খোলার পর

20211229_121239661.jpg

ধাপ ৪

  • তারপর আমি চিকন চিকন করে কেটে রাখা কাগজ কাঁচি দিয়ে বাঁকা করে নিয়েছি।

20211229_121502910.jpg

ধাপ ৫

  • এরপর আমি লম্বা কাগজ গুলো পেচিয়ে নিয়েছি।

20211229_132229285.jpg

ধাপ ৬

  • তারপর আমি ছোট টুকরো করে বর্গাকৃতির কিছু কাগজ কেটে নিয়েছি।

20211229_135525504.jpg

ধাপ ৭

  • তারপর সেটিকে কোনাকুনি বরাবর ২ টি ভাঁজ করে নিয়েছি।

20211229_152422082.jpg

ধাপ ৮

  • তারপর এটিকে একটি ফুলের পাপড়ির মত করে কেটে নিয়েছি।

20211229_152715374.jpg

ধাপ ৯

  • এরপর কাগজের ভাজ সম্পূর্ণ খোলার পর মাঝখান বরাবর একটি ভাঁজ দিয়ে দিয়েছি। এরপর পাপড়িগুলো কাঁচি দিয়ে বাকা করে নিয়েছি।

20211229_153429436.jpg

ধাপ ১০

  • তারপর এটিকে গোল করে ফুল বানিয়ে নিয়েছি। এখানে আমি দুটি রঙিন কাগজের ফুল বানিয়েছি।

20211229_160313692.jpg

ধাপ ১১

  • তারপর আমি হলুদ রঙের একটি লম্বা কাগজ নিয়ে নিয়েছি। এরপর সেটি মাঝখান বরাবর ভাজ করে নিয়েছি।

20211229_164313603.jpg

ধাপ ১২

  • এরপর আমি অর্ধেক পাশে কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি।

20211229_164449193.jpg

ধাপ ১৩

  • তারপর আমি অন্য রঙের একটি কাগজ একই ভাবে চিকন করে কেটে নিয়েছি। তবে এই কাগজটি আগের কাগজের তুলনায় কিছুটা বড় হবে।

20211229_165902966.jpg

ধাপ ১৪

  • এরপর কাগজ ২ টি একসাথে করে গোল করে নিয়েছি। এবং পাপড়িগুলো চারদিকে মেলে দিয়েছি।

20211229_174210698.jpg

ধাপ ১৫

  • এরপর আমি কাগজের কয়েকটি স্টিক বানিয়ে নিয়েছি।

20211229_164121802.jpg

ধাপ ১৬

  • তারপর স্টিক গুলোতে ফুলগুলো লাগিয়ে দিয়েছে।

20211229_174924559.jpg

ধাপ ১৭

  • এরপর আমি কার্ডবোর্ড থেকে গোল করে কাগজ কেটে নিয়েছি। তারপর সেটিকে কালো রং করে নিয়েছি।

1640790159924.png

ধাপ ১৮

  • এরপর আমি ঘাসের মতো করে কাটা কাগজ গুলো গোল ফ্রেমে লাগিয়ে দিয়েছি।

20211229_141111872.jpg

20211229_141741715.jpg

ধাপ ১৯

  • এরপর আমি ঘাসের মধ্যে ছোট ছোট ফুল গুলো লাগিয়ে নিয়েছি।

20211229_160719423.jpg

20211229_161631757.jpg

ধাপ ২০

  • তারপর আমি বড় ফুলগুলো স্টিক সহ লাগিয়ে নিয়েছি।

20211229_181306848.jpg

ধাপ ২১

  • কাগজ মাঝখান বরাবর ভাঁজ করে প্রজাপতির এক পাশের ডানা অংকন করে নেই।

20211229_185921164.jpg

ধাপ ২২

  • এভাবে করে আমি কয়েকটি প্রজাপতি বানিয়ে নেই এবং একটি প্রজাপতির উপর সাদা কাগজ দিয়ে একটি ডিজাইন করি।

20211229_191821647.jpg

  • এরপর আবারও কয়েকটি স্টিক বানিয়ে নেই।

20211229_192842249.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর আমি স্টিক সহ প্রজাপতিগুলো গোল ফ্রেমে লাগিয়ে নেই।

20211229_194341022.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ইতি
@isratmim

Sort:  

বিশেষ ক্রিসমাস সপ্তাহে রঙিন কাগজের তৈরি অসাধারণ ওয়ালমেট তৈরি করেছেন আপু। খুব সুন্দর ভাবে নিজের ক্রিয়েটিভিটির পরিচয় দিয়েছেন আপু। এমন আরো ডাই দেখতে চাই। আপনার জন্য শুভ কামনা রইলো 🙏

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব এরকম আরো ডাই আপনাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর হয়েছে ওয়ালমেট। অনেকটা থ্রিডি টাইপের। উপস্থাপনা দারুন ছিল। বিশেষ করে প্রজাপতি বানানো কৌশলটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি ওয়াল্মেট তৈরি করেছেন। খুব ভালো হয়েছে।ফুলগুলো সুন্দর হয়েছে।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 
  • রঙিন কাগজের ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ ক্রিসমাস উপলক্ষ্যে আপনি খুবই সুন্দর একটি ওয়ালেট আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার জন্য রইল শুভকামনা।
 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। মানে হচ্ছে একটি বাগানের মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে ফুলের উপর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আসলে সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে আপনার ওয়ালমেট। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনার তৈরি কাগজের ওয়ালমেট এক কথায় অবধারণ ছিল। এমন ওয়ালমেট ওয়ালে রাখলে রোমের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। আপনার আগের প্রজেক্ট গুলো দেখছি। সত্যি বলতে আপনার মধ্যে ভালো ক্রিয়েটিভিটি আছে, চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64303.16
ETH 3137.29
USDT 1.00
SBD 3.97