পাতার উপরে বসে থাকা একটা পোকা তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে পাতার উপরে বসে থাকা একটা পোকা তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে সিম্পল জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। এটা আমার নিজের কাছেই বেশ কিউট লাগছিল দেখতে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
পোকার সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
- মার্কার পেন
প্রথমে আমি সবুজ রঙের একটু ক্লে নিয়ে একটা পাতা তৈরি করে নিয়েছি।
এবার প্লাস্টিকের কাঠি দিয়ে পাতার মধ্যে ডিজাইন করে নিলাম। প্রথমে মাঝখান বরাবর একটা দাগ দিলাম। তারপর সাইডে ছোট ছোট দাগ দিয়েছি।
এবার আমি কমলা রঙের ক্লে একটু একটু করে নিয়েছি।
তারপরে এগুলোকে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এবার বলগুলো একসাথে সিরিয়াল করে দিলাম। শেষে একটা একটু লম্বা করে তৈরি করে নিয়েছি।
এবার পাতার উপর পোকাটা বসিয়ে দিলাম। মুখের অংশে একটু হলুদ রঙের ক্লে দিয়ে দিলাম। তারপর সেখানে মুখ চোখ অঙ্কন করে নিয়েছি।
এবার মাথার উপর দিকে ছোট দুইটা কাঠি বসিয়ে দিলাম।
কাঠির মধ্যে গোলাপি রঙের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে বসিয়ে দিয়েছি।
এবার ছোট ছোট বলগুলোর মাঝখানে গোলাপি রঙের ক্লে দিয়ে দিলাম। এভাবেই পাতার ওপর বসে থাকা পোকাটা তৈরি করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1905630657948405989?t=iLgz4RiQEhu_KgRliqv0ng&s=19
https://x.com/IsratMim16/status/1905631340571361587?t=z4PWhpmGh1rd0Ios7T-g6Q&s=19
https://x.com/IsratMim16/status/1905631686098124881?t=9dyM_Q32lDqs_vGu0PeCuw&s=19
https://x.com/pussmemecoin/status/1905572814801043817?t=ao9eNl0m9Gbzuz5gI0fVuQ&s=19
এই প্রথমবার এমন একটি ক্লিয়ার্ট দেখছি যা আমি নিজেও করতে পারি এবং মেয়ের স্কুলে একবার প্রজেক্ট ছিল তখন করেছিলাম। নইলে আপনারা যে সমস্ত ধরনের প্লেয়ার করেন সবই কেমন আমার মাথার উপর দিয়ে চলে যায়। কিন্তু দেখতে খুব ভালো লাগে। আপনার এই ক্যাটারপিলারটি খুব কিউট হয়েছে দেখতে।
ক্লে দিয়ে পাতার উপর বসে থাকা সুন্দর একটি পোকা তৈরি করেছেন আপু আপনি। পোকাটি দেখতে অনেক কিউট লাগছে আমার কাছে। ক্লে দিয়ে তৈরি বিভিন্ন জিনিস দেখতে বেশ আকর্ষণীয় লাগে। প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে বেশ উপস্থাপন করেছেন আপু আপনি আমাদের মাঝে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে খুবই কিউট দেখতে পাতার উপর বসে থাকা পোকা তৈরি করেছেন। দেখতে আসলেই ভারী চমৎকার লাগছে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর একটি ঘাসফড়িং। ক্লে দিয়ে সুন্দর পোকাটি তৈরি করা সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে দেখিয়ে দিয়েছেন ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
বাহ! ভীষণ সুন্দর হয়েছে দেখতে, খুবই সিম্পল কিছুর মাঝে চমৎকার কিছু। অনেক ধন্যবাদ
আমার কাছে সবসময় সিম্পল জিনিস গুলো ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
পাতার উপরে বসে থাকা পোকা দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লাগে। এই পোস্ট দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি আকর্ষণীয় লাগছে।