সফলতার আরেক রূপ ব্যর্থতা এই নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা (শেষ পর্ব)।

in আমার বাংলা ব্লগlast year (edited)

IMG-20230705-WA0001.jpg
[ক্যানভা দিয়ে তৈরি]
প্রথম ছবির উৎস
দ্বিতীয় ছবির উৎস

প্রথম পর্বের পর থেকে

কিন্তু কি ব্যবসা করবে? সারা জীবন তো চাকরি করেছে কোন ব্যবসা সম্পর্কে সেরকম কোন ধারনা নেই। হঠাৎ একদিন আমার আম্মুর চাচা একজন আমাদের বাসায় এসেছে আমাদের এই অবস্থা দেখে তিনি একটি ব্যবসা করার পরামর্শ দেন। যদিও এই ব্যবসাটি তিনি আগে করতেন তার ব্যবসাটাই শুরু করার জন্য বাবাকে বুঝিয়ে বলেন। বাবা এবার চিন্তা করলো যেহেতু এই ব্যবসা সম্পর্কে তার কোন ধারণা নেই এখানে যেহেতু আম্মুর চাচা রয়েছে তিনি তাকে সব রকম সহযোগিতা করবে এই আশ্বস্ত হয়ে বাবা আম্মুর চাচার সাথে একমত পোষণ করে ব্যবসা শুরু করলেন। ব্যবসাটা ছিল ওষুধের ফার্মেসি। যেহেতু বাবা শিক্ষিত ছিল তাই শুরু করতে তেমন একটা সমস্যা হয়নি আম্মুর চাচা ও বাবার সাথে সময় দেওয়া শুরু করল যদিও তিনি অসুস্থ ছিলেন তারপরও আব্বুর জন্য তিনি তার সহযোগিতা চালিয়ে গেলেন। হ্যাঁ এখানে বলে রাখি আম্মুর চাচা কিন্তু নিজের স্বার্থের কথা বিবেচনা করেই আব্বুকে এই পরামর্শ দিয়েছিলেন কারণ এই দোকানটা চললে তারও কিছু সহযোগিতা হবে সে এইভেবেই কিছু কন্ডিশনের মাধ্যমে বাবাকে দোকানটা করতে দিয়েছিল।

যাইহোক বাবা ব্যবসা শুরু করলেন কিছুদিন ব্যবসা চালিয়ে যেতেই তিনি দেখলেন যে ঔষধের সেরকম বেচাকেনা নেই। একে তো হচ্ছে নতুন দোকান তারপরে এমন জায়গা যেখানে লোকজন শুধু গাড়ি থেকে উঠে আবার রিক্সা করে বাড়ি ফিরে। আশেপাশে আবাসিক এলাকা বা কোন হসপিটাল নেই তাই ওষুধের তেমন বেচা বিক্রিও নেই। বেশ চিন্তা ভাবনা করার পর বাবা ভেবে নিলেন যে তার সাথে আরো কিছু করতে হবে তাই তিনি মোবাইল ব্যাংকিং ব্যবসাটা শুরু করলেন সাথে মোবাইল রিচার্জের ও ব্যবসাটা শুরু করলেন। এরপর তিনি আস্তে আস্তে তার ব্যবসাটা করতে থাকলেন মোটামুটি ভালই হচ্ছিল ৩/৪ মাস হল বাবা ব্যবসা করছে। হঠাৎ একদিন মোবাইল ব্যাংকিং বিকাশে, বাবা ফ্রডের ধান্দায় পড়ে গেলেন। ওই যে আগে বলেছিলাম যে অভিজ্ঞতা না থাকলে যা হয় সেখানে বাবা প্রায় লাখ টাকার উপরে খোয়ালেন (লাখ টাকা খোয়ানোর গল্পটা অন্যদিন বলার চেষ্টা করব)। এই বিপদের উপরে আরো বড় বিপদ বাবা তো চিন্তায় অস্থির হয়ে পাগল হয়ে যাওয়ার মত অবস্থা। একেতো নিজে নিজের ভুলটা করেছে তাই কোনভাবেই নিজেকে সে ক্ষমা করতে পারছে না। এই মুহূর্তে বাবার হাতে আর তেমন কোন ক্যাশ টাকা ছিল না তাই তিনি কি দিয়ে ব্যবসা পরিচালনা করবে তার কোন ব্যবস্থা করতে না পেরে একেবারে দিশেহারা অবস্থা। সেই যে কি অবস্থা ওই মুহূর্তের কথা আজও মনে পড়লে শরীরের সকল লোম শিউরে ওঠে।

বাবাকে আম্মু আমি সহ সবাই অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোনভাবেই বোঝাতে পারছি না যে বিপদ আসবে সেখানে ভেঙে পড়লে চলবে না সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে এবং এগিয়ে যেতে হবে এভাবে হতাশ হয়ে পড়ে থাকলে আরও বিপদ পড়ে যেতে হবে। বেশ কয়েকদিন দোকান বন্ধ। এদিকে আমার দাদা দাদু চাচারা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল শেষ পর্যন্ত তারা আব্বুকে অনেক বুঝিয়ে সুজিয়ে তিন লক্ষ টাকা ব্যবস্থা করে দিল। কিন্তু শর্তসাপেক্ষে। যেহেতু তারা এই টাকা ধার করে ব্যবস্থা করেছে তাই এই টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিতে হবে। সেই সাথে আমার বড় চাচাকে ব্যবসার সাথে শেয়ারে নিতে হবে এবং দুজনে মিলে ব্যবসা পরিচালনা করে এই টাকা শোধ করতে হবে। তবে এই ক্ষেত্রে যেহেতু বাবার দোকানে আগে অনেক ইনভেস্ট ছিল তাই বাবাকে এই টাকা শোধ করতে হবে না বড় চাচাই এ টাকা শোধ করবে। সবমিলিয়ে বাবা আবার দোকান খুললো শুরু করল তার ব্যবসা। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত বাবা আর বড় চাচা মিলে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে।

পরিশেষে আমি এটাই বলব জীবনে অনেক ব্যর্থতায় আসবে কিন্তু সেই ব্যর্থতায় ভেঙে না পড়ে নিজেকে শক্ত রেখে নিজের মনোবলকে দৃঢ় রেখে কিভাবে এই ব্যর্থতা থেকে নিজেকে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই করতে হবে, তা না হলে জীবনে সফলতা কখনোই আসবেনা। আমি আমার বাবাকে অনেক দেখেছি তার জীবনে অনেক সফলতা অনেক ব্যর্থতা কিন্তু কোন ব্যর্থতায় এত সহজে ভেঙে পড়েনি বা হার মানে নি। কিন্তু উপরের উল্লেখিত এই ঘটনাটিতে দেখেছিলাম বাবা অনেক ভেঙ্গে পড়েছিল এবং মন মানসিকতাও অনেক ছোট হয়ে গিয়েছিল। কারণ ওই মুহূর্তে বাবাকে সহযোগিতা করার মত তেমন কোনো শক্ত খুটি ছিল না তাই তিনি অনেক ভেঙে পড়েছিলেন। যদিও তার পরিবার থেকে সে আমাদেরকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল সেই কারণে পরিবারের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। সব মিলিয়ে পরিবারই আবার এগিয়ে এসেছিল বিপদে তার কারণ বাবা ও তার পরিবারকে যেকোনো সময় যে কোন বিপদ আপদে সহযোগিতা করেছিল নিঃস্বার্থভাবে তারই হয়তো প্রতিদান পেয়েছিল। যাইহোক জীবনে অনেক ঘটনাই ঘটে অনেক কিছুই স্মৃতিতে রয়ে যায় সেগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। সেগুলোকে মনে রেখে সেখান থেকে ভুলগুলো নিয়ে শুধরিয়ে সামনের দিকে এগিয়ে চলাই হল বুদ্ধিমানের কাজ।

আজ এই পর্যন্তই আশা করি এই বাস্তব ঘটনাটি পড়ে আপনারা নিজেরাও কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন এবং সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগিয়ে নিজের ভুলগুলোকে শুধরিয়ে এগিয়ে যাবেন এই প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদান্তে
@isratmim

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আপু আপনার বাস্তব অভিজ্ঞতাটুকু পড়তে পড়তে খুব খারাপ লাগছিল, তবে যখন শেষ মুহূর্তে আপনার বাবার ঘুরে দাঁড়ানোর কথা জানতে পারলাম তখন বেশ ভালো লাগলো। এত চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আপনার বাবা ও বড় চাচা ব্যবসায় সফলতা পেয়েছে এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। আপনি ঠিক বলেছেন আপু, আমাদের জীবনে যত বড়ই বাধা-বিপত্তি আসুক না কেন, তখন আমাদের মনোবলকে শক্ত করে সাহসিকতার সাথে লড়াই করা উচিত। তবেই না জীবনের সোনালী দিনগুলোকে আশা করা যায়। যাইহোক আপু, আপনার বাস্তব অভিজ্ঞতাটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

পুরো পোস্ট পড়ে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

কিছু কিছু ভুল জীবনে অনেক সময় বিপদে ফেলে দিতে পারে। কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তাছাড়া জীবনের সফলতা যেমন থাকে তেমনি ব্যর্থতাও থাকে। তাই অতীতের সফলতা গুলো স্মরণ করে ভবিষ্যতের ব্যর্থতাকে ভূলিয়ে গিয়ে শক্ত হাতে সব গুলোকে হ্যান্ডেল করা খুবই দরকার। কারণ এভাবে ভেঙ্গে পড়লে দুশ্চিন্তায় পড়ে গেলে দুর্ঘটনা হতে পারে। যার কারণে একটি পরিবারে সুখের ছায়া নেমে আসে। তো আমি বলব আপু আঙ্কেলকে একটু সান্ত্বনা দিবেন যাতে মনে শান্তনা ভাই। কারণ সফলতার পাশাপাশি ব্যর্থতা শব্দটি একে অপরের সাথে জড়িত।

 last year 

ঠিকই বলেছেন আপনি সফলতার পাশাপাশি ব্যর্থতা শব্দটিও একে অপরের সাথে জড়িত। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Hi, @isratmim,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @gorllara.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

 last year 

সফলতা আর ব্যর্থতা হলো একে অপরের বন্ধু। এরা দেখি একজন কে ছাড়া আর একজন কোন ভাবেই চলতে পারে না। আর আমাদের প্রত্যেকের উচিত জীবনের সফল সময়ের মত করে ব্যর্থতার সময় গুলোতে ঠান্ডা থাকা। এতে করে আমরা হতাস হয়ে পড়বো না। আজ আঙ্কেলের জীবন থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ফটো সোর্স উল্লেখ করুন। আর ফটোগুলি যদি কপিরাইট ফ্রি না হয় তাহলে পরিবর্তন করুন।

 last year 

ভাইয়া ছবির সোর্স উল্লেখ করে দিয়ে আপডেট করে দিয়েছি।

 last year 

ওকে আপু ,থ্যাঙ্ক ইউ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62339.62
ETH 2444.37
USDT 1.00
SBD 2.62