কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকেও সেই রকম একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। এ ধরনের ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি দেখা যায় যার কারণে আমার কাছে মনে হয় এই ধরনের ফটোগ্রাফি পোস্ট গুলো একটু বেশি ভালো লাগবে। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথমেই আমি আপনাদের সাথে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। কাঠ গোলাপ ফুল আমার খুব পছন্দের একটা ফুল। এই ফুলগুলো কম বেশি সবাই পছন্দ করে। কাঠগোলাপ ফুল অনেক ধরনের এবং অনেক রঙের হয়। তবে আমার কাছে এই সাদা আর হলুদ রঙের কাঠ গোলাপ ফুল গুলো অনেক বেশি ভালো লাগে। এই ফটোগ্রাফি টা আমি কিছুদিন আগেই ক্যাপচার করেছি আমাদের ছাদ বাগান থেকে।
এখানে আমি একটা ফুড ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে সুস্বাদু মসুর ডালের ভর্তা। কয়েকদিন আগে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। যখন রেসিপি টা তৈরি করেছিলাম তখন এই ফটোগ্রাফি টা করে রেখেছিলাম। ফটোগ্রাফি খোঁজার সময় গ্যালারিতে এটা পেলাম তাই ভাবলাম শেয়ার করি। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি রাখতে পারলে ভালই লাগে। আশা করছি আপনাদের কাছে এই ফটোগ্রাফি টা ভালো লেগেছে।
এটা হচ্ছে ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি। ঢেঁড়স ফুল আমার খুবই ভালো লাগে। এর কালার টা ভীষণ সুন্দর আর মাঝখানের খয়রি রঙের অংশটার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগে দেখতে। এই ফটোগ্রাফি তাও ছাদ বাগান থেকে ক্যাপচার করেছি। ফটোগ্রাফি করার সময় দেখলাম ফুলের পিছনে খুব সুন্দর একটা ঢেঁড়সও ধরে রয়েছে।
এই ফটোগ্রাফি টা আমি গতকাল ক্যাপচার করেছি। এটা আমার ভার্সিটির ক্যাম্পাস থেকে ক্যাপচার করা। ক্লাস বিকেল সাড়ে পাঁচটায় শেষ হলো। ক্লাস রুম থেকে বের হয়ে ব্যালকনি থেকে এই সুন্দর একটা দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। দৃশ্যটা দেখেই আমি ফটোগ্রাফি ক্যাপচার করেছি। সূর্যাস্তটা অনেক বেশি সুন্দর ছিল গতকাল। আমি এবং আমার ফ্রেন্ডরা বেশ কতক্ষণ দাঁড়িয়ে থেকে দৃশ্যটা উপভোগ করলাম। ফটোগ্রাফির থেকেও বাস্তবে দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগছিল। অনেকদিন পর এত সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম। বোরিং একটি ক্লাস শেষ করে এত সুন্দর দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেল।
এখানে আমি একটা কাশফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। একদম ছোট একটা কাশফুল। ফটোগ্রাফি টা অনেক আগেই ক্যাপচার করা। তবে শেয়ার করা হয়নি। কাশফুল হচ্ছে শরতের অন্যতম একটা সৌন্দর্য। তবে এগুলো যখন বড় হয় তখন অনেক বেশি ভালো লাগে দেখতে। আশা করছি আপনাদের কাছে এই ফটোগ্রাফিটাও ভালো লেগেছে।
সবশেষে একটা ফলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে গাছে থাকা আমড়ার ফটোগ্রাফি। এই ফটোগ্রাফি টাও অনেক আগেই ক্যাপচার করা। গাছে থাকা অবস্থায় খুবই ভালো লাগছিল এগুলো দেখতে। আর এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। আর এরকম গাছ থেকে পেড়ে খেতে তো সবারই ভালো লাগবে।
এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
ডিভাইস নেম:- Samsung Galaxy A14
ধন্যবাদান্তে
@isratmim
দুর্দান্ত সব ফটোগ্রাফি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন আপু। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে। একটাকে রেখে অন্যটা কে ভালো বলার কোন সুযোগ পেলাম না। মোট কথা আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লেগেছে।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসঙ্গে দেখতে ভালোই লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে ডালের ভর্তার রেসিপি লোভনীয় লাগছে। তাছাড়া ঢেড়শ ফুল এত সুন্দর জানা ছিল না। আপনার ফটোগ্রাফির মাধ্যমে জানতে পারলাম।আপনার ছাদের কাঠগোলাপ ফুলটি আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতেই যেকোনো ধরনের ফটোগ্রাফি দেখতে আমি বেশ পছন্দ করি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মসুর ডালের ভর্তা রেসিপির ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
প্রত্যেকটা ফটোগ্রাফি এ চোখ জুড়িয়ে যাওয়ার মত হয়েছে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে কাঠগোলাপ এবং আপনার ভার্সিটির ব্যালকনি থেকে করা সূর্যাস্তের ফটোগ্রাফিটি। তাছাড়াও বাকি সব ফটোগ্রাফি গুলিও চমৎকার হয়েছে আপু। মোট কথা আপনার করা পুরো ফটোগ্রাফি পোস্টটি এক কথায় অসাধারণ হয়েছে। আশা করছি আগামীতে আরো চমৎকার ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন।
চেষ্টা করব এরকম ফটোগ্রাফি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
বিভিন্ন ধরনের ফটোগ্রাফি এক সাথে দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। প্রতিটি ফটোগ্রাফির এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
সবগুলো ফটোগ্রাফি দারুন লাগছে তবে কাঠগোলাপ একটু বেশিই সুন্দর ছিল।আপনার ফটোগ্রাফির দক্ষতা আসলেই প্রশংসনীয়,ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আমরা হলো এত কাজ থেকে ছবি তুলেছেন মনে হচ্ছে বিশাল বিশাল ফল। মসুর ডালের ভর্তা বেশ লোভনীয় দেখতে। সবথেকে ভালো লেগেছে সূর্যাস্তের ছবিটা। আপনার ভার্সিটি থেকে এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় যা দেখলে সারাদিন ক্লান্তি মুছে যাবে৷ খুব ভালো লাগল আপনার আজকের নিবেদন।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
সুস্বাদু মসুর ডালের ভর্তা আমার খুবই প্রিয় একটি ভর্তা। তবে, বেশ কিছুদিন ধরে সুস্বাদু মসুর ডালের ভর্তা রেসিপি খাওয়া হয়নি। আপনার শেয়ার করা সুস্বাদু মসুর ডালের ভর্তা রেসিপি টি দেখে লোভ লেগে গেল। এছাড়া ও কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
বাহ আপু আপনি তো অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।আমড়ার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে অসাধারণ অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপনার প্রত্যেকটা ছবি অনেক সুন্দর হয়েছে। সুস্বাদু মসুর ডালের ভর্তা দেখে তো পেটের মধ্যে খাওয়ার জন্য আন্দোলন শুরু হয়ে গেছে। যেকোনো ভর্তা আমার খুবই প্রিয়। তাছাড়া আপনার ক্যাম্পাস থেকে ক্যাপচার করা সূর্যাস্তের ফটোগ্রাফিটা ও দারুন ছিল। ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।