বিভিন্ন রঙের মেঘ এবং সূর্যের পেইন্টিং
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা পেইন্টিং শেয়ার করব। এটি হচ্ছে বিভিন্ন রঙের মেঘ এবং সূর্যের পেইন্টিং। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে এই পেইন্টিং টা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- পোস্টার রং
- জেল পেন
প্রথমে আমি পেজের কোনা থেকে কয়েকটা বড় মেঘ অংকন করে নিলাম পেন্সিল দিয়ে। এবার আমি একদম উপরের অংশটুকু পোস্টার কালার দিয়ে রং করে নিলাম।
প্রত্যেকটা মেঘ এভাবে আস্তে আস্তে বিভিন্ন রং দিয়ে রং করে নিলাম।
এবার পুরো কাগজের বাকি অংশটুকু নীল রং করে নিলাম। যেন বোঝা যায় মেঘগুলো আকাশে রয়েছে। অপর পাশের একটা কোনায় সূর্যের একটা অংশ একে নিলাম। তারপর এটা হলুদ রং করে নিলাম।
এবার হলুদ রং দিয়ে সূর্যের রশ্মি গুলো রং করে নিয়েছি।
সবশেষে পুরো পেইন্টিংটার বর্ডার অঙ্কন করে নিলাম জেল পেন দিয়ে। মেঘগুলোর মধ্যে কিছুটা ডিজাইন করে দিয়েছি। তারপর আকাশে কিছু পাখি অঙ্কন করে দিলাম। এভাবেই পেইন্টিং টা শেষ করি।
ধন্যবাদান্তে
@isratmim













কল্পনার রং এ সাজিয়েছেন আপনার আর্টটি। কল্পনায় কি আর নির্দিস্ট রং হয়। তাইতো মেঘও হয়ে উঠেছে বিভিন্ন রং এ রঙ্গিন। বেশ ভাল লাগছে কালারফুল মেঘগুলো।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।
কি দারুণ কালারফুল মেঘও সূর্যের পেইন্টিং করেছেন আপু। দারুণ হয়েছে পেইন্টিং টি।নীল আকাশের নিচে রঙ্গিন মেঘের ভেলা ও উড়ন্ত পাখি দারুণ হয়েছে। ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনি বিভিন্ন রঙের মেঘ ও সূর্যের খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং সিম্পল হলেও দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। মেঘগুলো খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
যদিও মেঘের এমন রং হয়না তবে আপনি এত সুন্দর করে করেছেন যেটা কালারফুল লাগছে দেখতে এবং ভালই লাগছে। ঠিক যেন রূপকথার গল্পের মত। মেঘের ফাঁক দিয়ে সূর্য উঠেছে এবং সবকিছু আলোকিত করে তুলছে আর সেই আলোই সবটাই রঙিন দেখাচ্ছে। বেশ ভালো লাগলো আপনার আর্টটি।
আপনাদের ভালো লাগাই আমার এটা যে সার্থকতা ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু, আপনার আঁকা মেঘ ও সূর্যের এই পেইন্টিংটি সত্যিই অসাধারণ লেগেছে।রঙের মিশ্রণ ও ছায়ার খেলা চমৎকারভাবে ফুটে উঠেছে। সহজ কিন্তু মনোমুগ্ধকর এই শিল্পকর্ম যেন প্রকৃতির এক শান্ত দৃশ্যকে চোখের সামনে নিয়ে আসে। মেঘের নরম তুলতুলে ভাব ও সূর্যের আভা একদম জীবন্ত মনে হচ্ছে। এত সুন্দর একটি চিত্রকর্ম আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
চমৎকার একটি দৃশ্য পেইন্টিং করেছেন আপনি। বিভিন্ন কালারের আপনি মেঘের পেইন্টিং করলেন। সেই সাথে সূর্যের রং দেখতে দারুন হয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং আপনি আমাদের সাথে শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে আপনাকে।
আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
!upvote 15
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
This post has already been voted.
বিভিন্ন রঙের মেঘ এবং সূর্যের পেইন্টিং অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
মাঝেমধ্যে ভিন্ন ধরনের কিছু করতে আসলেই খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে কাল্পনিক ভাবে কিছু তৈরি করে থাকি। যাইহোক বিভিন্ন রঙের মেঘ এবং সূর্যের পেইন্টিংটা জাস্ট অসাধারণ হয়েছে আপু। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পোস্টটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।