আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর পোস্ট
নিয়ে হাজির হয়েছি। এবার ঈদে গ্রামে যাওয়ার একদম প্ল্যান ছিল না। তারপরও গিয়েছিলাম নানুদের বাড়িতে। পরে সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করার কারণে একদমই এক্টিভ থাকতে পারিনি। গাজীপুর ব্যাক করার পর আবার পরীক্ষা ছিলো। সব কিছুর ঝামেলা শেষ করেছি তাই আজকে থেকে আবার এক্টিভ থাকবো। আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে কিউট বেগুনের অরিগামী তৈরি। আসলে কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে এর গাজরের অরিগামিটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি।
বেগুনের অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি

- রঙিন কাগজ
- রুলার
- কাঁচি
- কলম
- ফ্লুইড পেন

- প্রথমে একটি রঙ্গিন কাগজ নিয়ে রুলারের সাহায্যে মেপে ১৩ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১৩ সেন্টিমিটার প্রস্থের একটি কাগজ কেটে নিলাম। এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। তারপর কোনাকুনি ভাজ বরাবর দুই পাশ থেকে আবার ভাজ করে নিয়েছি।
- এরপর ভাজকুলার মাঝখান বরাবর কিছুটা অংশ ভাঁজ করে আবারো দুই পাশ থেকে ভাজ করে নিয়েছি।
- তারপর কাগজটির চারপাশ থেকে আরও কিছু ছোট ছোট ভাঁজ করে নিয়েছি। এভাবেই বেগুনের শেপ তৈরি করে নিয়েছি।
- এরপর সবুজ রঙে একটি কাগজ বর্গাকৃতির মত করে কেটে নিয়েছি। এবং মাঝখানে কোনাকুনি একটি ভাঁজ দিয়ে দিয়েছি। তারপর আবার ভাজ টি খুলে ফেলতে হবে। এরপর কোনাকুনি ভাজের দুইপাশ থেকে দুটি ভাজ দিয়ে দিয়েছি।
- তারপর সবুজ অংশটি বেগুনের উপরে দিয়ে দিয়েছি।

- তারপর বেগুনের মধ্যে চোখ মুখ অংকন করে নিয়েছি। যার কারণে এটি কে দেখতে খুব কিউট লাগছে।
এভাবেই কিউট গাজরের অরিগামি তৈরি হয়ে গেল।


এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
অনেকটাই ব্যস্ত ছিলেন বোঝা যাচ্ছে অবশেষে ব্যস্ততা কাটিয়ে উঠেছেন জেনে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি বেগুনের অরিগামী তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সব ধরনের ঝামেলা থেকে মুক্ত হয়ে আবার আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জানতে পেরে খুবই ভালো লাগলো।
আপনি রঙিন পেপার দিয়ে খুব সুন্দর বেগুনের অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে আপনি বেগুনের অরিগামি তৈরি করেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দরভাবে আপনি ধাপে ধাপে বর্ণনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
সব ঝামলে কাটিয়ে আবারও ফিরে আসার জন্য আপনাকে স্বাগতম আপু।রঙ্গিন কাগজ দিয়ে কিউট বেগুনের অরিগামি দেখতে সত্যিই অনেক কিউট লাগছে।বেগুন যে চোখ মারতে পারে এই প্রথম দেখলাম।😏😏অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বেগুন তৈরি করেছেন এবং বেগুন তৈরি আমার কাছে একদম নতুন লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে-ধাপে আমাদের সাথে ডাই পোস্টটি শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
আপনার কিউট বেগুনের অরিগামি দেখে অনেক ভালো লাগলো। বেগুনটি দেখতে অসাধারণ লাগছে এবং বেগুনের মিষ্টি হাসিটা আরো ভালো লাগছে।
বেগুনের অরিগামি ধাপে ধাপে আমাদের মাঝে সুন্দরভাবে ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।
ঈদের ছুটিতে ঘোরাঘুরি, পরীক্ষা সবকিছু শেষ করে আবারো একটিভ হতে পেরেছেন জেনে ভালো লাগলো আপু। রঙিন কাগজের জিনিসগুলো বানালে দেখতে খুবই সুন্দর লাগে। আপনার রঙিন কাগজের বেগুনটি খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে উপরে ইমোজি আঁকার কারণে দেখতে আরো বেশি চমৎকার লাগছে।
কিউট বেগুনের অরিগামিটি বেশ সুন্দর হয়েছে।
রঙিন কাগজ,রুলার,কাঁচি,কলম,ফ্লুইড পেন দিয়ে খুবই সুন্দরভাবে বেগুনের অরিগামিটি তৈরি করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
আপনি তো দেখছি বেশ কয়েকদিন ধরে অনেক ঝামেলার মধ্যে দিয়ে কাটিয়েছেন আপু। তবে আজ একটু ফ্রি হয়ে আপনি কিউট বেগুনের আরিগামি তৈরি করেছেন যা দেখে আমার নিয়ে চলে আসতে ইচ্ছা করছে। অনেক কিউট লাগছে বেগুনের অরিগামি। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আপনি চমৎকার ভাবে বেগুনের অরিগ্যামি তৈরি করেছেন। দেখে সত্যিই খুব ভালো লাগলো। তবে পোস্টের কয়েক জায়গায় লিখেছেন বেগুনের অরিগ্যামি এবং কয়েক জায়গায় লিখেছেন গাজরের অরিগ্যামি। হয়তো তাড়াহুড়া করে ভুল করে ফেলেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।