DIY || পেপার কোয়েলিং এর মাধ্যমে শাই ফক্স তৈরি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ একটি পেপার কোয়েলিং ক্রাফট শেয়ার করছি। এটি আমার কাছে নতুন একটি কাজ। আমি এর আগে এই ধরনের কাজ করিনি। এবারই প্রথম করেছি। আর আমার কাছে এটি করতে বেশ ভালো লেগেছে। যেহেতু প্রথমবারের মতো করেছি হয়তো কিছুটা ভুল হতে পারে। তবে আমি চেষ্টা করেছি। পেপার কোয়েলিং এর মাধ্যমে আজ শাই ফক্স কে তৈরী করার চেষ্টা করেছি। দেখতে সহজ মনে হলেও তৈরি করতে খুব একটা সহজ ছিল না। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।

শাই ফক্স টির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231125-WA0009.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙ্গিন কাগজ
  • ক্যালেন্ডারের মোটা কাগজ
  • কাচি
  • গ্লু
  • মার্কার
  • পেন্সিল
ধাপ - ১
  • প্রথমে আমি কাগজের উপর পেন্সিল দিয়ে শাই ফক্স আর্ট করে নিয়েছি।

IMG-20231125-WA0001.jpg

ধাপ - ২
  • এখানে আমি সম্পূর্ণ ভাবে শাই ফক্স অঙ্কন করে নিয়েছি।

IMG-20231125-WA0000.jpg

ধাপ - ৩
  • এরপর একটি কালো কাগজ রোল করে নিয়েছি। পরে সেটি নাক বরাবর বসিয়ে দিয়েছি।

IMG-20231125-WA0002.jpg

ধাপ - ৪
  • এরপর ক্যালেন্ডারের শক্ত কাগজ চিকন করে কেটে নিয়েছি। পরে কাগজ টি আর্ট অনুযায়ী বসিয়ে নিয়েছি।
IMG-20231125-WA0004.jpgIMG-20231125-WA0003.jpg
ধাপ - ৫
  • এভাবেই সম্পূর্ণ আর্ট এর মধ্যে শক্ত কাগজ টি এভাবে বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে কাগজ বসানোর আগে গ্লু লাগিয়ে নিতে হবে।

IMG-20231125-WA0006.jpg

ধাপ - ৬
  • এরপর চোখের দিকে গ্লু লাগিয়ে শক্ত কাগজ আর্ট অনুযায়ী বসিয়ে নিয়েছি।

IMG-20231125-WA0005.jpg

ধাপ - ৭
  • এরপর রঙিন কাগজ ছোট এবং চিকন করে কেটে নিয়েছি।

IMG-20231125-WA0007.jpg

ধাপ - ৮
  • চিকন করে কাটার পর কাগজগুলো এভাবে কোয়েলিং করে নিয়েছি।

IMG-20231125-WA0008.jpg

ধাপ - ৯
  • এরপর শাই ফক্স টির কাগজের মাঝে মাঝে কোয়েলিং করা কাগজ বসিয়ে দিয়েছি। এবং মার্কার পেন দিয়ে চোখ অঙ্কন করে নিয়েছি।

IMG-20231125-WA0009.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 9 months ago 

আপু আপনি খুবই ইউনিক পোস্ট শেয়ার করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লাগে। কাগজ দিয়ে এভাবে সাই-ফক্স এর অরিগ্যামি তৈরি করা যায় জানা ছিল না। আপনার এই আইডিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক অরিগ্যামি শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

জাস্ট অসাধারন লাগতেছে আপু আপনার হাতের কাজ। পেপার কোয়েলিং এর মাধ্যমে শাই ফক্স তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার বাংলা ব্লগের ইউজার মানেই হচ্ছে ইউনিক সব আইডিয়া। আপনার এই পোস্ট দেখে ভীষণ ভালো লাগলো। আশাকরি লাজুক খ্যাক পোস্ট ভিজিট করতে এসে দেখে ভীষণ খুশি হবে। আপু আপনার এধরনের আইডিয়া গুলো দেখার অপেক্ষায় থাকি সব সময়ই। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 9 months ago 

আমার পোস্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

বাহ্ দারুণ একটা পোস্ট শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা রঙিন কাগজের শাই ফক্স দেখে মুগ্ধ হলাম। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে শাই ফক্স টি উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 9 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

বেশ সুন্দর করে কুইলিং করে সবার প্রিয় শাই ফক্স তৈরি করেছেন। কুইলিং বেশ কঠিন একটা ক্রেফটিং। আপনি তা বেশ সুন্দরভাবেই করেছেন। বেশ সুন্দর হয়েছে আপনার শাই ফক্স এর কুইলিং। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 9 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 9 months ago 

আপনার সৃজনশীলতার প্রশংসা করতেই হয়। পেপার কোয়েলিং করে শাই ফক্স বানিয়ে ফেললেন। দারুণ ছিল। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন

 9 months ago 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

বাহ চমৎকার। এটা একেবারেই নতুন ছিল। এবং প্রথমবার এইরকম একটা কাজ দেখলাম। পেপার কোয়েলিং দিয়ে শাই ফক্স টা দারুণ তৈরি করেছেন। শাই ফক্স আমাদের অনেক পছন্দের একটা জিনিস। বেশ চমৎকার লাগল। একেবারে ইউনিক ছিল এটা। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

সুন্দর মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

এক কথায় অসাধারণ হয়েছে মিম আপু!! যাস্ট ওয়াও! কেউ প্রথম দেখে বলতে পারবে না যে পেপার কুইলিং এবারই প্রথম করেছেন আপনি। কারণ আউটকাম আসলেই বেশ সুন্দর হয়েছে। আপনার পরিশ্রম নিসন্দেহে সার্থক! আপনাকে ধন্যবাদ আপু এমন দারুণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

আপনার কাজটি দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম পুরাই। আমাদের সকলের প্রিয় সাই-ফক্স কে আপনি কি সুন্দরভাবে পেপারের ভাঁজে ভাঁজে তৈরি করেছেন। সাই ফক্স এর সাথে আমরা সকলেই পরিচিত এবং এই ধরনের কাজগুলি করতে যথেষ্ট দক্ষতা ও সময় প্রয়োজন হয়। আপনি দারুণ দক্ষতায় প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন ও কালার কম্বিনেশনটি আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি প্রথম দেখায় আমি আপনার পোস্টে মন্তব্য করতে চলে আসলাম। দারুন ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইলো

 9 months ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে আর উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

আপু প্রথমবারের মতো পেপার কোয়েলিং এর মাধ্যমে চমৎকার ভাবে আমাদের প্রিয় সাই ফক্সকে আপনি শেয়ার করলেন।সত্যি আপু অসাধারণ হয়েছে। আপনি ধৈর্য ধরে সুন্দর এই কাজটি করলেন।আমার কাছে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমার পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 9 months ago 

একদম অসাধারণ হয়েছে আপনার এই শাই ফক্স৷ কাগজ দিয়ে আপনি এরকমভাবে এটি তৈরি করার মাধ্যমে আপনার প্রতিভাকে খুবই ভালোভাবে তুলে ধরেছেন। এটিকে দেখতেও একদম অসাধারণ লাগছে৷ ইচ্ছে করছে যেন সারাক্ষণ এর দিকে তাকিয়ে থাকি৷

 9 months ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54260.52
ETH 2284.10
USDT 1.00
SBD 2.30