Art || ভিন্ন ধরনের একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে কিছুটা ব্যস্ত থাকার কারণে নিয়মিত পোস্ট করতে পারছি না। যাইহোক, আজকে আমি আপনাদের সাথে আমার করা ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। ম্যান্ডেলা আর্টগুলো করতে সময় বেশি লাগলেও আমি প্রায় সময় চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ম্যান্ডেলা আর্ট শেয়ার করার। আর ম্যান্ডেলা আর্ট গুলো একটু কালারফুল হলে আরো বেশি ভালো লাগে দেখতে। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ ফটোগ্রাফি

20231204_203025.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
  • সাইন পেন

IMG-20240105-WA0004.jpg

ধাপ - ১
  • প্রথমে একটি চার কোনা বক্স এর মত অঙ্কন করে নিয়েছি কিছুটা বাঁকা করে। বক্সটির সেন্টারে চারকোনা থেকে কিছুটা ঢেউ এর মত ডিজাইন করে নিয়েছি।

20231204_200953.jpg

ধাপ - ২
  • এরপর নিচে দেখানো ছবির মত করে বিভিন্ন কালারের সাইন পেন দিয়ে বাঁকা দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি।

20231204_201304.jpg

ধাপ - ৩

20231204_201458.jpg

ধাপ - ৪
  • এভাবে পুরো বক্সটির চারপাশেই ডিজাইনগুলো করে নিয়েছি। এই অংশটুকুই মূলত এই ম্যান্ডেলা আর্টের প্রধান সৌন্দর্য।

20231204_202019.jpg

ধাপ - ৫
  • এরপর কালারফুল ডিজাইনের চারপাশে তিনটি বৃত্ত অঙ্কন করে নিয়েছি। এবং পরে জেল পেন দিয়ে দিয়ে বৃত্ত গুলোর মাঝখানে ডিজাইন করে নিয়েছি।

20231204_202345.jpg

ধাপ - ৬

20231204_202526.jpg

ধাপ - ৭
  • প্রতিটি বৃত্তের মাঝেই ভিন্ন রকমের কিছু ডিজাইন করে নিয়েছি। এবং ড্রইংটাকে একটু আকর্ষণীয় করার জন্য বৃত্তগুলো চারপাশে আবার বিভিন্ন রংয়ের সাইনপেন ব্যবহার করে বিন্দুর মতো অঙ্কন করে নিয়েছি।

20231204_203001.jpg

20231204_203029.jpg

20231204_203116.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 8 months ago 

ম্যান্ডেলা আর্টগুলো আসলে সময়সাপেক্ষ ব্যাপার। সময় নিয়ে আপনি কাজটি করেছেন। এজন্য দেখতেও সুন্দর লাগছে। ভিতরে কালার দেয়াতে ভালো লাগছে দেখতে।

 8 months ago 

ভিন্ন ধরনের কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন, যা এক কথায় দুর্দান্ত ছিল এবং আপনার চেষ্টা দেখে আমার ভীষণ ভালো লাগছে এবং আমিও ভীষণ অনুপ্রেরণা পাচ্ছি এবং বেশ কালারফুল ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।আপনার হাতের কাজ অনেক সুন্দর।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপু আপনি ঠিক বলেছেন কালারফুল ম্যান্ডেলা দেখতে অনেক সুন্দর লাগে। সত্যি ম্যান্ডেলা আর্ট করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আপনার আর্টগুলো সব সময় আমার কাছে ভালো লাগে। প্রতিটি ধাপ সুন্দর করে দেখিয়েছেন ধন্যবাদ আপু আপনাকে।

 8 months ago 

খুবই ভালো লাগার মত একটি কালারফুল আর্ট করেছেন আপু। সার্কেল জাতীয় এই সমস্ত ম্যান্ডেলা আর্ট গুলো আমার খুব ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আর্ট করার বিষয়। আর এই দেখে কিন্তু আমারও ধারণা হয়ে গেল এই বিষয়ে।

 8 months ago 

কালারফুল ম্যন্ডালা আর্ট দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সাদা কালো ম্যান্ডালা আর্টগুলোও দেখতে সুন্দর লাগে। আপনার আজকের ম্যন্ডালা আর্টটি একটু ভিন্নভাবে এঁকেছেন। তাই দেখতে বেশ সুন্দর লাগছে। নতুন ধরনের যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে।ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 8 months ago 

আপু আপনি খুবই চমৎকার একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আর্টের মাঝখানে কালার ফুল করার জন্য দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনি ভিন্ন ধরনের একটা কালারফুল ম্যান্ডেলা আর আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। এই ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো দেখে আমার খুবই ভালো লাগে। এমন সুন্দর চিত্র অংকন করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।

 8 months ago 

অত্যন্ত চমৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্টে বৃত্তের ভিতর সুন্দর ডিজাইন করে দেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 8 months ago 

অনেক সুন্দর ভাবে কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। সাইন পেন দিয়ে চমৎকার ভাবে বাঁকা ডিজাইন করেছেন। তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 8 months ago 

আপু আপনার ভিন্ন ধরনের কালারফুল আর্ট টি বেশ সুন্দর হয়েছে ।আসলে এই আর্ট গুলো করতে একটু সময় লাগলেও যখন হয়ে যায় তখন দেখতে বেশ ভালো লাগে ।কালারফুল হওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 60868.40
ETH 2377.54
USDT 1.00
SBD 2.64