কবিতা আবৃত্তি/ কবি "জীবনানন্দ দাস" এর কবিতা "বনলতা সেন"

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা আবৃতি আপনাদের মাঝে শেয়ার করার। যদিও আপনাদের মত এত সুন্দর কবিতা আবৃতি করতে পারি না তবে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। আজকে আমি যে কবিতাটি আবৃতি করব সেটি হচ্ছে কবি "জীবনানন্দ দাসের" এর কবিতা "বনলতা সেন"।

radoan trx.png

কবিতাটির ভিডিও লিংক

কবিতাটির লিরিক্স

বনলতা সেন

–কবি জীবনানন্দ দাস

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
উৎস

কবি জীবনানন্দ দাশের কবিতা গুলো অনেক কঠিন ভাষায় লিখে থাকেন তার মধ্যে এই কবিতাটিও অন্যতম। তারপরেও তার কবিতাগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই কবিতাটি পড়ে আমি যেটা বুঝলাম এই কবিতাটিতে একজন ভ্রমন প্রিয় মানুষ যে হাজার হাজার বছর ধরে পৃথিবীর পথে বিভিন্ন জায়গায় হেঁটে বেরিয়েছে বিভিন্ন সমুদ্রসাগর পাড়ি দিয়েছে এইসব করতে করতে সে যখন এতটা ক্লান্ত পরিশ্রান্ত তখন সে শুধুমাত্র শান্তি পেয়েছিল নাটোরের বনলতা সেনের কাছ থেকে। এরপর তিনি সে বনলতা সেনের বিভিন্নভাবে তার রূপ সৌন্দর্যের বর্ণনা তুলে ধরেছেন এই কবিতার মাঝে। সর্বশেষ এটাই বলব এই কবিতার অনেক লাইন আমার মাথার উপর দিয়ে চলে গেছে যেটা বোঝার ক্ষমতা হয়তো এখনো আমার হয়নি। যাই হোক তারপরও অনেকটা চেষ্টা করেছি বুঝার এবং সেটাই আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি। তার পাশাপাশি কবিতার মূলভাবটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতা টি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

কবি জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতাটা আপনি অনেক সুন্দর করে আবৃত্তি করেছেন। কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে খুব ভালো লাগে। কবি জীবনানন্দ দাশের এই কবিতাটা আমার খুবই পছন্দের ছিল। সম্পূর্ণভাবে কবিতাটা করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

কবিতা আবৃত্তি আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে নিজে কবিতা আবৃত্তি করি নিজে নিজে শুনি। জীবনানন্দ দাশের কবিতা গুলো আসলেই অনেক চমৎকার। বনলতা সেন কবিতাটি খুবই জনপ্রিয় একটি কবিতা ছিল একসময় এখনো আছে। এই চমৎকার কবিতাটি আবৃতি করে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

"বনলতা সেন" এই কবিতাটি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আপু আপনার গলায় কবিতার লাইন গুলো যেন আরো বেশি পূর্ণতা পেয়েছে। সত্যি আপু আপনি কিন্তু দারুণ আবৃত্তি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 last year 

আমার কবিতা আবৃতি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 last year 

"জীবনানন্দ দাসের" এর কবিতাগুলি আমার কাছে খুবই ভালো লাগে।আর এই কবিতাটি খুবই জনপ্রিয়।আপনি সুন্দরভাবে কবিতাটি আবৃত্তি করেছেন।ব্যাক মিউজিক সুন্দর ছিল আর কবিতার উপস্থাপনাটিও।ধন্যবাদ আপু।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

বনলতা সেন কবিতাটার আবৃতি শুনে আমার তো ইচ্ছে করছে বারবার শুনতে। জীবনানন্দ দাশ এর কবিতা আগে অনেক বেশি পড়া হতো আমার। তার কবিতাগুলো কিন্তু অনেক সুন্দর। আর আপনি ওনার এই কবিতাটা আবৃতি করেছেন এবং সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে শুনে মনটা ভরে গেল।

 last year 

ঠিকই বলেছেন জীবনানন্দ দাশের কবিতা গুলো আমার কাছেও খুবই ভালো লাগে শুনতে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

জীবনানন্দ দাসের এই কবিতাটি অসাধারণ একটি কবিতা। বনলতা সেন কবিতাটি আপনি আবৃত্তি করলেন আপনার কন্ঠে শুনতে অনেক ভাল লেগেছে। আপনি কিন্তু কবিতা আবৃত্তি ভালই পারেন মাঝে মাঝে শেয়ার করেন শুনি অনেক মুগ্ধ হয়ে যায় শুনে। অনেক ধন্যবাদ আপনাকে কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year (edited)

বনলতা সেন কবিতাটি আপনার কন্ঠে শুনে খুব ভালো লাগলো। বেশ দুর্দান্ত কবিতা আবৃত্তি করেছেন আপু। আসলে এই কবিতাটি আবৃত্তি করলে বেশ দুর্দান্ত হয়ে থাকে‌। আপনার কন্ঠে কবিতাটি আবৃত্তি শুনে সত্যি খুব ভালো লাগছে। এতো সুন্দর করে দক্ষতা সহকারে মিষ্টি কণ্ঠে কবিতাটি আমাদের মাঝে আবৃত্তি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার কবিতা আবৃতি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

"জীবনানন্দ দাস" আমার খুব প্রিয় একজন লেখক। লেখকের লেখা এই "বনলতা সেন" কবিতাটি আমি আগে অনেক বার পড়েছি। অনেক ভালো লাগে আমার কাছে এই কবিতাটি। আপনার মুখে এই "বনলতা সেন" কবিতাটির আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো আপু।

জীবনানন্দ দাশ আমার খুব পছন্দের একজন কবি। ওনার লেখা অনেক কবিতাই আমি পড়েছি, তবে "বনলতা সেন" কবিতাটা আমার কাছে মনে হয় উনার শ্রেষ্ঠ লেখাগুলোর ভিতর একটা। আপনার কবিতা আবৃত্তির স্কিল খুবই অসাধারণ। বিশেষ করে কবিতা আবৃত্তির পাশাপাশি আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা ব্যবহার করেছেন, এর জন্য কবিতাটা আরো অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আমাদের শোনানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29