নাটক রিভিউ || "বিয়ে একটি ম্যাজিক"
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। নাটকের নাম হচ্ছে "বিয়ে একটা ম্যাজিক"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং মজা পেয়েছি। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।
নাটকের নাম | বিয়ে একটা ম্যাজিক |
---|---|
রচনা | অনামিকা মন্ডল |
পরিচালনায় | ওসমান মিরাজ |
অভিনয়ে | নিলয় আলমগীর, সামিরা খান মাহি সহ আরো অনেকে। |
সময়কাল | ৩৭.৪৯ মিনিট। |
প্রযোজনায় | HIA Entertainment |
প্রযোজক | মোহাম্মদ হাবিবুর রহমান |
মিউজিক | নাসিফ অনি |
প্রথম দৃশ্যে দেখা যায় পরিবারের সবাই মিলে কান্না কাটি করছে কারণ তাদের ছেলে বিয়ে করে আমেরিকা যাচ্ছে। তার বউ তাকে সেখানে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য টুকু বেশ হাসির ছিল। কারণ পরিবারের সবাই তাদের ছেলেকে এমন ভাবে বিদায় দিচ্ছে যেভাবে মেয়েদের শশুর বাড়ি পাঠানো হয়। এই সিন টা খুব মজার ছিল। তারপর তারা দুজনেই আমেরিকা চলে আসে। নিলয় তো আমেরিকা এসে ভীষণ খুশি। সে মূলত এখানে একটু সহজ সরল থাকে।
আর মাহি তাকে বিয়ে করে তার বাবার দেওয়া শর্তের কারণে। তার বাবা শর্ত দিয়েছিল যদি সে বাঙালি কোনো ছেলে কে পছন্দ করে তবে তাকে সব সম্পত্তি লিখে দিবে। এই শর্তে সে বিয়ে করে এবং সে প্ল্যান করে সম্পত্তি পাওয়ার পর সে তার স্বামী কে ডিভোর্স দিয়ে দিবে। কারণ নিলয় খুব সহজ সরল এবং গ্রামের ছেলে হওয়ায় কিছুটা বোকা টাইপ এর। তবে তার ধারণা ভুল ছিল। নিলয় সেখানে তার এক বন্ধুর সাথে কথা বলে তখন সে বলেছিল তার ইচ্ছা বিদেশি মেয়ে বিয়ে করার। আর সে আমেরিকার গ্রীন কার্ড পাওয়ার পর তার বউ কে ডিভোর্স দিয়ে দিবে।
তাদের দুজনের ভিতরে প্রায় একইরকম চিন্তা ভাবনা তবে সামনাসামনি ঠিক ভাবেই চলা ফেরা করতো দুজনে। তারা একসাথে খুব সুন্দর সময় কাটায় বেশ কিছুদিন আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরা ফিরা করে। এভাবেই কিছু দিন যেতে যেতে তাদের মধ্যে একজন আরেকজনের
প্রতি ভালো লাগা শুরু হয়। এভাবেই নাটকটি শেষ হয়।
বিঃদ্রঃ সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নিলয় আলমগীর এর নাটক আমি তেমন একটা দেখি না। অনেক আগে একবার একটি দেখেছিলাম। তার অভিনয় গুলো বেশির ভাগ ক্ষেত্রেই মজার হয়ে থাকে। এখানেও কিছুটা সেরকমই। নাটক টি ইউটিউব দেখতে গিয়ে সামনে পড়েছে। নাটকের নাম টা ভালো লেগেছে আমার কাছে তাই দেখেছি। নাটক টিও খুব সুন্দর। প্রথম দিকে দুজনের চিন্তা ভাবনাই অন্যটা ছিল। কিন্তু কিছুদিন একসাথে থেকে সময় কাটানোর পর তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়।
ধন্যবাদান্ত
@isratmim
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
নাটকের নামটি বেশ অদ্ভুত। বিয়ে একটা ম্যাজিক নাটকটি আমি দেখিনি। তবে আপনার পোষ্টের রিভিউ করে বেশ ভালোই লাগলো। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ আপু।
হ্যাঁ সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন আশা করি আপনার কাছে ভালই লাগবে।। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
বিয়ে একটি ম্যাজিক নাটকটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে নাটকটার রিভিউ পোস্ট পড়তে আমার কাছে খুবই দারুণ লেগেছে। পুরো নাটকটার রিভিউ খুব সুন্দর করে আপনি লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। যেটা দেখে ভালো লেগেছে। প্রথম দিকে চিন্তাভাবনা অন্যরকম হলেও, পরবর্তীতে একসাথে সময় কাটানোর কারণে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়েছিল দেখছি। পুরোটা জাস্ট অসাধারণ ছিল এটা বলতে হয়।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নাটকটির গল্পটি বেশ সুন্দর ,সেই সাথে নামটি বেশ মজার। বেশ সুন্দর ভাবে নাটকের রিভিউ দিয়েছে। পড়ে মনে হচ্ছে নাটকটি বেশ হাসির।দেখতে বেশ ভালই লাগবে। সুন্দরভাবে রিভিউ করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ নাটকটি মোটামুটি বেশ হাসির দেখতে আমার কাছেও বেশ ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি অনেক সুন্দর একটি নাটক রিভিউ দিলেন। আপনার নাটক রিভিউ দেখে আমার খুব ভালো লেগেছে। আসলেই নাটকের নাম বিয়ে একটি ম্যাজিক অসাধাণ ছিল। ধন্যবাদ খুব সুন্দর একটি নাটক রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
খুবই সুন্দর ভাবে আপনি এই নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ এই নাটকটি একদম অসাধারণ হয়েছে৷ যা আপনার আপনার এই রিভিউ দেখে বোঝা যাচ্ছে৷ নিলয় আলমগীরের নাটকগুলো এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে৷ এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে অবশ্যই সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
হ্যাঁ সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশাকরি আপনার কাছে বেশ ভালো লাগবে ।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। যদিও এই নাটক এখনো দেখা হয়নি। তবে সময় পেলে অবশ্যই দেখবো। নিলয় আলমগীরের নাটক গুলো খুবই সুন্দর হয়। মাঝে মাঝে সময় পেলে তার নাটক দেখা শুরু করি। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
হ্যাঁ সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন আশাকরি আপনার কাছে ভালই লাগবে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।