DIY || "এসো নিজে করি" || কিছুটা থ্রিডি ইফেক্ট এর সাথে একটি ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা ম্যান্ডেলা আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও ম্যান্ডেলা আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। আজকে আমি আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করবো। আজকের এই আর্ট টি তে কিছুটা থ্রিডি ইফেক্ট রেখেছি। ম্যান্ডেলা আর্টগুলো করতে সময় বেশি লাগলেও আমি প্রায় সময় চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু ম্যান্ডেলা আর্ট শেয়ার করার। আর ম্যান্ডেলা আর্ট গুলো একটু কালারফুল হলে আরো বেশি ভালো লাগে দেখতে। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

ড্রয়িং টির সর্বশেষ ফটোগ্রাফি

1000028133.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • রং পেন্সিল
  • পেন্সিল কম্পাস
  • জেল পেন
  • সাইন পেন

1000028097.jpg

ধাপ - ১
  • প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি প্রজাপতি অংকন করে নিয়েছি।

1000028145.jpg

ধাপ - ২
  • তারপর প্রজাপতিটি তে বিভিন্ন কালার করে নিয়েছি।

1000028142.jpg

ধাপ - ৩
  • এরপর প্রজাপতিটির নিচে পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি এবং শ্যাডোর মতো করে অংকন করে নিয়েছি। প্রজাপতিকে দেখে মনে হচ্ছে যেন একটি প্রজাপতি উড়ে এসে বসে আছে

1000028139.jpg

ধাপ - ৪
  • তারপর প্রজাপতিটির চারপাশে পেন্সিল কম্পাস দিয়ে বৃত্ত অঙ্কন করে দিয়েছি। এবং বৃত্তগুলোর মাঝে কিছু ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি।

1000028117.jpg

ধাপ - ৫
  • ডিজাইনগুলোর মাঝে কিছুটা কালার করে নিয়েছি যেন কিছুটা আকর্ষণীয় দেখা যায়।

1000028110.jpg

ধাপ - ৬
  • এরপর আরো কিছু ডিজাইন করে নিয়েছি।

1000028127.jpg

এভাবে আজকের ম্যান্ডেলা ডিজাইনটি করে নিয়েছি।

1000028131.jpg

1000028129.jpg

1000028121.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 months ago 

সত্যি কথা বলতে আপু টাইটেল পড়ার আগে আমি ভেবেছিলাম, আপনি গোল বৃত্তের ম্যান্ডেলা আর্ট এঁকেছেন। আর প্রজাপতি এসে ওখানে বসছিল। সেই সময় আপনি ফটোগ্রাফি করে নিয়েছিলেন। পরে আপনার টাইটেল পড়ে বুঝতে পেরেছি থ্রিডি ইফেক্ট এর একটা ম্যান্ডেলা আর্ট ছিল এটা। প্রজাপতি তাকে যেমন কিউট লাগতেছে, তেমনি ম্যান্ডেলার ডিজাইনগুলোও অনেক সুন্দর হয়েছে। এই ধরনের কালারফুল আর্ট আমি অনেক পছন্দ করি। আপনার সুন্দর এই আর্টের প্রশংসা তো করতেই হচ্ছে আপু।

 2 months ago 

আপনাদের কাছ থেকে এরকম উৎসাহ মূলক মন্তব্য পেয়ে আমিও খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন আপনি, যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম মেন্ডেলা আর্ট গুলো অঙ্কন করার জন্য প্রচুর ধৈর্য আর সময়ের প্রয়োজন হয়। আপনি কালারফুল একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। তাও আবার থ্রিডি ইফেক্ট এর সাথে। যার কারনে এটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর লাগতেছে। প্রজাপতিটাকে দেখে মনে হচ্ছে প্রজাপতিটা হয়তো সবে মাত্র এখানে উঠে এসে বসেছে। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই এটা অঙ্কন করেছেন আপনি।

 2 months ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

আপনি অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট করছেন।আপনি বরাবরই সুন্দর সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট করেন।তবে ম্যান্ডেলা টিতে রঙিন করাতে আরো বেশি সুন্দর লাগতেছে। এগুলো আর্ট করতে অনেক সময় লেগে যায়। যাইহোক এতো সুন্দর ভাবে পোস্ট টি শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

ঠিকই বলেছেন এ ধরনের আর্ট গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

প্রথমত বলবো থ্রিডি আর্ট গুলো প্রায় দেখি এক কালার৷ তবে আপনি সত্যি দারুন একটি কালারফুল আর্ট তুলে ধরেছেন ৷ জাষ্ট ওয়াও দেখার মতো ৷ থ্রিডি ইফেক্ট এর সাথে একটি ম্যান্ডেলা আর্ট ৷ প্রজাপতি টা বেশ চমৎকার হয়েছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন দারুন একটি আর্ট পোষ্ট শেয়ার করার জন্য ৷

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে কাজে আরও উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে কিছুটা থ্রিডি ইফেক্ট এর সাথে একটি ম্যান্ডেলা অঙ্কন করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনি বরাবরি অনেক সুন্দর সুন্দর অংকন করে থাকেন এবং সেই সুন্দর অঙ্কন গুলো আমাদের মাঝে শেয়ার করেন চমৎকার ভাবে। আজকের এই অংকন টা দেখে অনেক বেশি ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

চমৎকার একটি আর্ট করলেন আপু আপনি বেশ ভালো লেগেছে দেখে। আপনার আর্ট গুলো আমার সব সময় ভালো লাগে। যেহেতু মাঝখানে প্রজাপতি দিলেন এবং চারপাশে ম্যান্ডেলা আর্টের মতো বেশ সুন্দর করে এঁকেছেন।এত সুন্দর কালারের সমন্বয়ে তৈরি করার কারণে আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করলেন।

 2 months ago 

আমার আর্ট গুলো আপনার ভালো লাগে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

থ্রিডি আর্ট বা ইফেক্ট এবং মান্ডালা আর্ট দুইটা আলাদা বিষয়। কিন্তু একটা আর্টেই দুইটা ফুটিয়ে তুলেছেন খুবই চমৎকার। প্রথমে আসি থ্রিডি এর মাধ্যমে করি প্রজাপ্রতির আর্ট এর ব‍্যাপারে। সেটা খুবই চমৎকার ছিল। দারুণ করেছেন আর্ট টা। এবং মান্ডালা আর্ট টাও সুন্দর ছিল। অনেক সুন্দর করেছেন দুইটা আর্ট। এককথায় চমৎকার। ধন্যবাদ আমাদের সাথে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

আপু এত সুন্দর একটি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রজাপতিটাকে দেখে মনে হচ্ছে জ্যান্ত প্রজাপতি উড়ে এসে আপনার আর্টের খাতার উপরে বসেছে। এক কথায় অসাধারন হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ থ্রিডি ইফেক্ট এর সাথে একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 months ago 

জাষ্ট অসাধারণ একটি অংকন উপহার দিয়েছেন আপু। বিশেষ করে থ্রিডি ইফেক্ট থাকায় আরো অসাধারণ ভাবে ফুটে উঠেছে। বেশ কঠিন কাজটা খুব সুন্দরভাবে করে দেখিয়েছেন। আর দেখতেও মাশাআল্লাহ বেশ সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 months ago 

ম্যান্ডেলা আর্ট আর সাথে থ্রিডি আর্ট একসাথে মিলিয়ে বেশ সুন্দর একটি আর্ট উপস্থাপন করেছেন আপু। প্রজাপতিটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। দারুন একটি আর্ট সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 67882.04
ETH 3779.74
USDT 1.00
SBD 3.52