DIY event (এসো নিজে করি) :- একটি সামুদ্রিক মাছের ম্যান্ডেলা আর্ট // ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা আরেকটি ম্যান্ডেলা আর্ট, এটি হলো একটি সামুদ্রিক মাছের ম্যান্ডেলা আর্ট। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ড্রয়িং টি ভালো লাগবে।

image.png

প্রয়োজনীয় উপকরণ

  • ড্রইং খাতা
  • পেন্সিল
  • রাবার
  • কাটার
  • জেল পেন

image.png

প্রথম ধাপ

  • প্রথমে আমি মাছের মাথার কিছু অংশ অঙ্কন করে নিয়েছি।

image.png

দ্বিতীয় ধাপ

  • এরপর আমি মাছের লেজ এবং মাছের পাশের বড় বড় কাঁটাগুলো অংকন করে নিয়েছি। যেহেতু এটি একটি সামুদ্রিক মাছ তার জন্য আমি অনেকগুলো বড় কাটা অঙ্কন করে নিয়েছি।

image.png

তৃতীয় ধাপ

  • এরপর আমি মাছের মুখ চোখ এবং মাথার ওপরে কিছু ডিজাইন করি।

image.png

চতুর্থ ধাপ

  • এরপর আমি মাছের শরীরের বিভিন্ন অংশে দাগ দিয়ে নেই।

image.png

পঞ্চম ধাপ

  • তারপর আমি সম্পূর্ণ মাছটিকে জেল পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি।

image.png

ষষ্ঠ ধাপ

  • তারপর আমি মাছের শরীরে এবং লেজের অংশে জেল পেন দিয়ে ডিজাইন করি।

image.png

সর্বশেষ ধাপ

  • তারপর আমি ধাপে ধাপে সম্পূর্ণ মাছটির শরীরে ডিজাইন করে দেই। এবং তারপর আমার ড্রয়িংটা সম্পন্ন করি।

image.png

image.png

image.png

image.png

  • গত বৃহস্পতিবারের হ্যাংআউটে আর্ট এর পোস্ট শেয়ার করার ব্যাপারে নতুন কিছু নিয়ম যুক্ত করা হয়েছে। সেটি হচ্ছে আর্ট এর ধাপগুলো শেয়ার করার সময় হাতের ছবি দিতে হবে। কিন্তু আমি আজকে যেই আর্ট শেয়ার করেছি, সেটি আমি আরো কয়েকদিন আগে করে রেখেছিলাম। যার কারণে আমি আজকের এই ড্রয়িং টির আমার হাতের কোন ছবি দিতে পারেনি। আশা করি কমিউনিটির সম্মানিত মডারেটরগণ আমার আজকের এই আর্ট এর জন্য আমাকে কনসিডার করবেন। ইনশাল্লাহ পরেরবার থেকে আমি আমার হাতের ছবি সহ আমার ড্রইং শেয়ার করব। তবে আজকের দিনের জন্য আশা করছি আপনারা আমাকে কনসিডার করবেন। কারণ এই আর্ট গুলো করা খুবই কষ্টকর এবং অনেক সময় ধরে করতে হয়। আশা করছি আপনারা এ বিষয়টি বুঝতে পারবেন।

এই ছিল আমার আজকের ড্রয়িং। আশা করছি আপনাদের কাছে ভাল লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  

আপু আপনি অনেক চমৎকার করে একটি সামাদ্রিক মাছের ম্যান্ডালা আঁকছেন।আসলে আপনার আঁকা বরাবরে অনেক সুন্দর হয়।আর এতে সহজ ভাবে উপস্থাপনা করেন।যা দেখে অন্য কেউ সহজ বুঝতে পারে। দেখতেই সেই লাগছে আপনার মাছের ম্যান্ডালা টি।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মিম আপু আপনি এত ভয় পাওয়ার কিছু নেই আমরা সবাই জানি আপনি অনেক ভালো ড্রইং করেন। এবং কি আপনি অনেক সুন্দর করে আমাদের মডারেটরগণ এর কাছে অনুরোধ করেছেন। এবং কি ক্লিয়ার করে দিয়েছেন যে এটা আপনার আগের করা ছিল বিধায় আপনি আপনার হাতের ছবি দিতে পারেন নাই। অতএব আশা করি আমাদের মডারেটরগণ এটা বিবেচনায় নেবেন। সবচেয়ে বড় কথা হলো সামুদ্রিক মাছের মান্ডালা টি অসাধারণ হয়েছে। এবং কি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের সাথে এত সুন্দর একটি মান্ডালা আট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

ভেরিফাইড ব্লগারদের জন্য নিয়মটি প্রযোজ্য নয়। তবে আপনি যদি হাতের ছবি সংযুক্ত করতে চান তাহলে যখন ম্যান্ডেলা আর্ট করেছেন তখনকার ছবি কই। প্রতিটি পর্যায়ে আপনাকে আপনার হাতের চিত্রসহ থাকতে হবে।

আর দাদা বলেছে ভেরিফাইড ব্লগারদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ নয়।

সামুদ্রিক মাছ এর মান ম্যান্ডেলার অসাধারণভাবে এঁকেছেন। অনেক জটিল একটা কাজ কি খুব সহজ ভাবে উপস্থাপনা করেছেন

 2 years ago 

খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার প্রতি রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ এর সাথে থাকার জন্য

 2 years ago 

খুবই চমৎকার হয়েছে আপনার সামুদ্রিক মাছের মান্ডেলা আর্টটি ।ছোট ছোট করে ডিজাইন করে আর্ট করা অনেক কঠিন আপনি সেই কাজটি খুব সহজভাবে করে ফেললেন খুবই সুন্দর লাগছে মাছটি দেখতে ।আপনার আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে । সবসময় আপনি অনেক সুন্দর আর্ট করেন। শুভকামনা রইল।

 2 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

মাছটির মান্ডালা আর্ট টা অসাধারণ করেছেন। সত্যি দারুণ লাগছে দেখতে। এবং সবচেয়ে আশ্চর্যের একটি বিষয় সমুদে কতশত বর্ণের আকারের প্রাণী আছে যেগুলো কীনা মানুষের দেখার এবং জানার বাইরে।

ভালো ছিল আপনার পোস্ট টা।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও আপনার সামুদ্রিক মাছের মানডালা আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। বুঝাই যাচ্ছে অনেক ধৈর্য্য এবং সময়ের সাথে করেছেন। পরিশ্রমের ফল সব সময় ভালই হয় তা আপনার এই আর্ট দেখে পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বা আপু অনেক সুন্দর করে সামুদ্রিক মাছের ম্যান্ডেলা অঙ্কন করেছেন আপনি। এটা সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি বরাবরই দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এটাতে আমি অনেক খুশি আপনার প্রতি। ধন্যবাদ সুন্দর একটা ম্যান্ডেলা অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটা সামুদ্রিক মাছের ছবি এঁকে ফেলেছে। আমি সব সময় কত রকমের মাছের ছবি আঁকা দেখেছি। কিন্তু আজকে প্রথম সামুদ্রিক মাছের ছবি আঁকতে দেখেছি। আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে আপু। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ একটি মান্ডালা আট করেছেন আপনি সামুদ্রিক মাছের এই মান্ডালা আর্ট আমার কাছে খুবই ভালো লেগেছে মান্ডালা আর্ট করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আমি একদিন মান্ডালা আর করতে গিয়েছিলাম কিন্তু অতটা ধৈর্য আমার ছিল না ধৈর্য না থাকার কারণে আমি আর্ট করতে পারিনি সামুদ্রিক মাছের মান্ডালা আর্ট আপনি অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ম্যান্ডেলার আর্ট এমন একটু আর্ট যা দিয়ে যে কোনো কিছুর আর্ট করা হোক না কেন সেটা দেখতেই ভালো লাগে। আপনার সামদ্রিক মাছের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে।
আপনার মত এই সমস্যায় আমিও পড়েছিলাম। আগে আর্ট করে রেখেছিলাম। যাইহোক মডারেটর ভাইয়ারা নিশ্চয়ই বিষয়টি বুঝবে।

 2 years ago 

জ্বি আপু আমি দেখেছিলাম আপনিও এরকম সমস্যায় পড়েছিলেন। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.035
BTC 66739.07
ETH 3228.97
USDT 1.00
SBD 4.23