পেন্সিল আর্ট // সিম্পল একটি ঘাসফড়িংয়ের পেন্সিল আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে একটি সিম্পল আর্ট। এই আর্টটি হল একটি ঘাসফড়িংয়ের পেন্সিল আর্ট। আজকের এই আর্টটি কিছুটা ভিন্ন ভাবে করার চেষ্টা করেছি। এই ধরনের আর্টগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে পাখি ও বিভিন্ন রকম জিনিস যেগুলো আর্ট করার পর চোখের দৃষ্টি সেখান থেকে সরানো যায় না।

এই ঘাস ফড়িংগুলো দেখতে খুবই সুন্দর দেখায়। আমি যখন গ্রামে যেতাম তখন গ্রামের জমিগুলোতে যখন নামতাম তখন এরকম অনেকগুলো ঘাসফড়িং দেখা যেত এগুলার পিছনে পিছনে দৌড় দিতাম, আর তখন ঐ ঘাসফড়িগুলো এক লাফে অনেক দূরে চলে যেত। আমরা এগুলোকে ধরার চেষ্টা করতাম এভাবে অনেক খেলাধুলা করতাম। একবার তো আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে কে কতগুলো ঘাস ফড়িং ধরতে পারবে, সবাই একটা একটা করে পলি নিয়ে নেমে পড়েছিলাম। সত্যি বলতে আমি দুই একটা ছাড়া বেশি করে ধরতে পারিনি। আর যারা বেশি ধরতে পেরেছে তারা সাধারণত গ্রামেই থাকে তাই তাদের অনেক দিক থেকে অভিজ্ঞতা রয়েছে। তবে আমি ছোট হওয়াতে অনেক কান্না করেছি যে আমি দু-একটা ছাড়া ঘাসফড়িং ধরতে পারিনি বলে। আজকের সেরকম একটি ঘাসফড়িং পেন্সিল দিয়ে আপনাদের মাঝে অংকন করে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আমি যে ধাপে ধাপে এই ঘাসফড়িং চিত্রাংঙ্কন করেছি তা আপনারা দেখে আসবেন।

ড্রয়িংটির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG_20230806_180005.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • কাটার
  • রাবার।

IMG_20230806_175556.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে ঘাস ফড়িংটির মাথার অংশ অংকন করে নিলাম।

IMG_20230806_175625.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর ঘাসফড়িংটির মাথা থেকে নিচে গলার অংশটা অঙ্কন করে নিলাম।

IMG_20230806_175650.jpg

তৃতীয় ধাপ
  • এবার আমি ঘাসফড়িংয়ের মাথা থেকে পুরো শরীরের অংশটা অঙ্কন করে নিলাম।

IMG_20230806_175711.jpg

চতুর্থ ধাপ
  • এরপর আমি ঘাসফড়িংয়ের মাথার সামনে দুটি চোখ ও দুটি শূং অঙ্কন করে নিলাম।

IMG_20230806_175728.jpg

পঞ্চম ধাপ
  • তারপর আমি ঘাস ফড়িংটির ছোট তিনটি পা ও বড় একটি পা অংকন করে নিলাম।

IMG_20230806_175744.jpg

ষষ্ঠ ধাপ
  • এরপর আমি অপর পাশে আরেকটি বড় পা অঙ্কন করে এর মধ্যে আরো ছোট ছোট কিছু ধারালো শূং অঙ্কন করে দিলাম।

IMG_20230806_175823.jpg

সর্বশেষ ধাপ
  • মোটামুটি আমার ঘাস ফড়িংয়ের অংকন সম্পূর্ণ হয়ে গেল। এবার আমি আশেপাশে কিছু ঘাসের চিত্র অঙ্কন করে আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।

IMG_20230806_175847.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Sort:  
 last year 

ছোটবেলায় ঘাস ফড়িং নিয়ে অনেক খেলা করতাম। তাছাড়া তখন বেশ অভিজ্ঞতা ও ছিল। কিন্তু শহরের মধ্যে ঘাস ফড়িং কোথায় পাব তাছাড়া গ্রামেও এখন তেমন একটা দেখা যায় না। কারণ খোলামেলা পরিবেশ তেমন একটা দেখা যায় না সব জায়গায়। সুন্দর অভিজ্ঞতা থেকে আর্ট করলেন সিম্পল আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আসলেই আপু ছোটবেলায় আমরাও অনেক ঘাস ফড়িং ধরার চেষ্টা করেছি তবে আমিও কখনো মনে হয় না ধরতে পেরেছি দু-একবার ছাড়া আপনিও তাই । ধরতে না পারলে আসলেই খুব খারাপ লাগতো । আর ঘাসফড়িং এর ছবিটি কিন্তু খুবই চমৎকার এঁকেছেন সত্যি চোখ ফেরানো যাচ্ছে না । আমি তো হঠাৎ দেখে ছবি মনে করেছিলাম সত্যি অসাধারণ হয়েছে ।

 last year 

ঠিকই বলেছেন ঘাস ফড়িং ধরতে না পারলে তখন মনটা খুব খারাপ হয়ে যেত। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 last year 

আপু আপনার পোস্ট পড়তে পড়তে কিন্তু সেই ছেলেবেলায় চলে গিয়েছিলাম। ছেলেবেলায় আমরাও কিন্তু এরক ঘাস ফড়িং ধরতাম। খুব মজা ছিল সেই দিন গুলো। আপনি তো দেখছি সেই ঘাস ফড়িং কে অনেক সুন্দর করে আপনার পেন্সিলের ছোয়ায় ফুটিয়ে তুলেছেন। অসাধারন একটি আর্ট আজ আপনি আমাদের কে উপহার দিলেন।

 last year 

হ্যাঁ ছোটবেলার দিনগুলো সত্যি মজার ছিল। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন আপু। এরকম পেন্সিল আর্টগুলো আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

বাহ খুব সুন্দর হয়েছে, এমনিতেও আমার ড্রইং খুব পছন্দ তাছাড়া আপনি খুব সুন্দর ড্রয়িং করেন। অসাধারণ ছিল আজকের ড্রয়িং আমিও একটা আইডিয়া পেলাম আমিও চেষ্টা করব ডিজিটাল আর্টের মাধ্যমে ছোট ছোট কীটপতঙ্গ তৈরি করা যায় কিনা।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

পেন্সিলের মাধ্যমে ঘাসফড়িংয়ের সুন্দর একটি চিত্র ফুটে তুলেছেন। যা দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে এবং দক্ষতার সাথে পেন্সিল ব্যবহার করে ঘাসফড়িং এর চিত্রাঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। একেবারে নিখুঁত চিত্রাংক আমাদের মাঝে শেয়ার করেছেন। ঘাসফড়িংয়ের পেন্সিল আর্ট দেখে ভালো লাগলো। ঘাসফড়িংয়ের পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে কাজে আমাকে আরো উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ছোটবেলায় ফড়িং ধরতে গিয়ে যখন কেউ বলতো "ও ফড়িং তোকে ধরল কল্লা কাঁটা করল" তখন যে কি রেগে যেতাম সেটা বলে বোঝানোর মত না। আপনার পেন্সিল দিয়ে আর্ট করা ঘাসফড়িংটি অসাধারণ হয়েছে আপু দেখতে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

খুব দারুন একটি ঘাস ফরিং এর চিত্র একেছেন যদিও এটা দেখতে সুন্দর লাগছে কিন্তু এই পোকাটা বসতে খুব ক্ষতি করে ফসলের।

চিত্র টা দারুন হয়েছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি ঘাসফড়িংয়ের পেন্সিল আর্ট তৈরি করে। আপনার তৈরি পেন্সিল আর দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছে। আমার কাছে দেখে মনে হচ্ছে সত্যিকারের একটি ঘাসফড়িং। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে তৈরি করে দক্ষতার সাথে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45