কবিতা আবৃত্তি || কবিতা "অন্য মা"

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি কবিতা আবৃত্তি নিয়ে হাজির হলাম। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা আবৃত্তি শেয়ার করার। যদিও আপনাদের মত এত সুন্দর কবিতা আবৃতি করতে পারি না তবে চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। আজকে আমি যে কবিতাটি আবৃতি করব সেটি হচ্ছে কবি "রবীন্দ্রনাথ ঠাকুর" এর কবিতা "অন্য মা"।

IMG-20231121-WA0000.jpg

কবিতাটির ভিডিও লিংক

কবিতাটির লিরিক্স

অন্য মা

–রবীন্দ্রনাথ ঠাকুর

আমার মা না হয়ে তুমি
আর কারো মা হলে
ভাবছ তোমায় চিনতেম না,
যেতেম না ঐ কোলে?
মজা আরো হত ভারি,
দুই জায়গায় থাকত বাড়ি,
আমি থাকতেম এই গাঁয়েতে,
তুমি পারের গাঁয়ে।
এইখানেতে দিনের বেলা
যা-কিছু সব হত খেলা
দিন ফুরোলেই তোমার কাছে
পেরিয়ে যেতেম নায়ে।
হঠাৎ এসে পিছন দিকে
আমি বলতেম, “বল্‌ দেখি কে?”
তুমি ভাবতে, চেনার মতো
চিনি নে তো তবু।
তখন কোলে ঝাঁপিয়ে পড়ে
আমি বলতেম গলা ধরে–
“আমায় তোমার চিনতে হবেই,
আমি তোমার অবু!”
ঐ পারেতে যখন তুমি
আনতে যেতে জল,–
এই পারেতে তখন ঘাটে
বল্‌ দেখি কে বল্‌?
কাগজ-গড়া নৌকোটিকে
ভাসিয়ে দিতেম তোমার দিকে,
যদি গিয়ে পৌঁছত সে
বুঝতে কি, সে কার?
সাঁতার আমি শিখিনি যে
নইলে আমি যেতেম নিজে,
আমার পারের থেকে আমি
যেতেম তোমার পার।
মায়ের পারে অবুর পারে
থাকত তফাত, কেউ তো কারে
ধরতে গিয়ে পেত নাকো,
রইত না একসাথে।
দিনের বেলায় ঘুরে ঘুরে
দেখা-দেখি দূরে দূরে,–
সন্ধ্যেবেলায় মিলে যেত
অবুতে আর মা-তে।
কিন্তু হঠাৎ কোনোদিনে
যদি বিপিন মাঝি
পার করতে তোমার পারে
নাই হত মা রাজি।
ঘরে তোমার প্রদীপ জ্বেলে
ছাতের ‘পরে মাদুর মেলে
বসতে তুমি, পায়ের কাছে
বসত ক্ষান্ত বুড়ী,
উঠত তারা সাত ভায়েতে,
ডাকত শেয়াল ধানের খেতে,
উড়ো ছায়ার মতো বাদুড়
কোথায় যেত উড়ি।
তখন কি মা, দেরি দেখে
ভয় হত না থেকে থেকে,
পার হয়ে, মা, আসতে হতই
অবু যেথায় আছে।
তখন কি আর ছাড়া পেতে?
দিতেম কি আর ফিরে যেতে?
ধরা পড়ত মায়ের ওপার
অবুর পারের কাছে।

Source

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগেনা এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমার বরাবরই ভালো লাগে। "অন্য মা" কবিতাটি আমি এই প্রথমবারের মতো পড়েছি। আমার কিছু কবিতাটি ভীষণ ভালো লেগেছে। তাই আবৃত্তি করেছি। কবিতাটি আসলেই খুব সুন্দর। মূলত খুব সুন্দর একটি কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই কবিতায়। নদীর এপারে অবু থাকে এবং নদীর ওপর পারে থাকে অবুর মা। কবিতার লাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।


এই ছিল আমার আজকের কবিতা আবৃত্তি। সুন্দর ভাবে আবৃত্তি করার চেষ্টা করেছি জানিনা কতটুকু পেরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতা টি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 10 months ago 

বেশ দারুন লাগলো কিন্তু আপনার কবিতাটি। আগেও বেশ কয়েকটি কবিতা আবৃত্তি শুনেছিলাম আপনার কন্ঠে। সব মিলিয়ে দারুন আবৃত্তি করেন আপনি আপু। বেশ মিষ্টি কন্ঠ আপনার । মাকে নিয়ে আজকের আবৃত্তি করা কবিতাটি কিন্তু বেশ দারুন ছিল। শুভ কামনা আপু আপনার জন্য।

 10 months ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাইয়া আমি কবিতা লিখিনি । কবিতা আবৃত্তি করেছি। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

আপনি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেন, এই বিষয়টা জেনে ভালো লাগলো আপু। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গুলো প্রত্যেকটা মানুষের খুবই পছন্দের। আমি নিজেও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অনেক পছন্দ করি। ওনার লেখা এই কবিতাটা আপনি খুব সুন্দর করে আবৃত্তি করেছেন, যেটা খুব সুন্দর হয়েছে।

 10 months ago 

আপু আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের "অন্য মা"কবিতাটি খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর ভাবে আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আবৃত্তি করাটা খুব সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যেতে থাকেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা আবৃত্তি করার জন্য।

 10 months ago 

চমৎকার মন্তব্য করেছেন। চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

আপনার কবিতা আবৃত্তি দারুন লাগলো আপু বেশ কিছুদিন আপনি আমাদের মাঝে কবিতা আবৃত্তি পোস্ট শেয়ার করেন।যেটা খুবই ভালো একটি দিক পোস্টে ভিন্নতা আনতে ।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 10 months ago 

আপু আপনি আজ চমৎকার একটি কবিতা আবৃত্তি শেয়ার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি আপনার কন্ঠে শুনে ভীষণ ভালো লাগলো।আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি শেয়ার করেন।আমার কাছে আপনার আবৃত্তি করা ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু আজকের এই কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

আমার কবিতা আবৃতি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 10 months ago 

চমৎকার একটি আবৃত্তি শেয়ার করলেন আপু। সব সময় আপনার কবিতা আবৃত্তি গুলো আমি শুনে থাকি। চেষ্টা করি আপনার কবিতা আবৃত্তি গুলো শোনার। আপনি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের “অন্য মা” কবিতাটি আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার মিষ্টি কন্ঠে আবৃত্তি শুনতে ভীষণ ভালো লেগেছে।

 10 months ago 

আমার কবিতা আবৃতি শুনে আপনার ভালো লেগেছে জেনে আমিও আরও আবৃত্তি করার জন্য উৎসাহ পেলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54336.36
ETH 2283.81
USDT 1.00
SBD 2.34