নাটক রিভিউ || " আটকে আছি তোর মায়ায়"

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। নাটকের নাম হচ্ছে "আটকে আছি তোর মায়ায়"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_20231018_115206_YouTube.jpg

নাটক রিভিউ
নাটকের নামআটকে আছি তোর মায়ায়
রচনামোঃ মেহেদী হাসান জনি
পরিচালনায়মোঃ মেহেদী হাসান জনি
অভিনয়েঅপূর্ব, কেয়া পায়েল, মুনতাহা সহ আরো অনেকে।
সময়কাল৪৯.৩০ মিনিট।
প্রযোজনায়ntv
কাহিনী সংক্ষেপ
নাটকের শুরুতেই দেখা যায় ছোট একটি মেয়ে খেলছে। তার নাম মেঘা। খেলার সময় হটাৎ তাকে কিডন্যাপ করা হয়। কিছু সময় পর মেয়েটির মা অর্থাৎ কেয়া পায়েল তাকে খুঁজে পাচ্ছিল না। মেয়েটা কে প্রায় সব জায়গায় খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি। তারপর মেঘার বাবা মা পুলিশ কে এই ব্যাপারে জানায়।


Screenshot_20231018_115349_YouTube.jpg

Screenshot_20231018_115518_YouTube.jpg

Screenshot_20231018_115528_YouTube.jpg

অপরদিকে মেঘা সকালে ঘুম থেকে উঠে দেখে সে নতুন জায়গায়। তবে এটাতে সে একটুও অবাক হয়নি কিংবা ভয়ও পায়নি। বরং মেঘা খুব ফ্রী হয়ে কিডন্যাপারের সাথে অপূর্বর সাথে কথা বলেছে। কিডন্যাপ হয়েছে জানার পরও সে একটুও অবাক হয়নি। এবং মাকে ছাড়া থাকতে খুব একটা কষ্টও হয়নি। বরং সে খুব হাসিখুশি ভাবে সে মানুষটার সাথে কয়েকটা দিন কাটিয়েছে। কিডন্যাপার এবং মেঘা খুব এনজয় করেছে কিছু দিন। অন্যদিকে মেঘার বাবা মা এবং পুলিশরা খুব খোঁজাখুঁজি করেছে।

Screenshot_20231018_115633_YouTube.jpg

Screenshot_20231018_115651_YouTube.jpg

Screenshot_20231018_115758_YouTube.jpg

Screenshot_20231018_115921_YouTube.jpg

Screenshot_20231018_120013_YouTube.jpg

তারপর একদিন মেঘা কিডন্যাপার কে বলে আজ তার জন্মদিন। মেঘার জন্মদিনের কথা শুনে কিডনাপার লোকটি তাকে খুব সুন্দর একটি সারপ্রাইজ দেয়। তারা দুজনে মিলে খুব সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট করে। বার্থডে কেক কাটার পরে ছোট মেয়েটি অপূর্ব কে বলে যে সে জানে অপূর্ব তার বাবা। তারপর মেঘা বলে যে তার মায়ের ডায়েরিতে মেঘা একদিন অপূর্বর ছবি দেখতে পায়। তারপর মেঘা তার মাকে জিজ্ঞেস করলে তার মা বলে যে এই লোকটি তার বাবা। তারপর মেঘা বলে যে সে তো অন্য আরেকজনকে বাবা বলে। তখন তার মা বলে সে যখন বড় হবে তখন তার মা তাকে সবকিছু বলবে। তখন মেঘা অপূর্বকে জিজ্ঞেস করে আমি কি তোমাকে বাবা বলে ডাকবো।

Screenshot_20231018_120055_YouTube.jpg

Screenshot_20231018_120213_YouTube.jpg

Screenshot_20231018_120318_YouTube.jpg

Screenshot_20231018_120331_YouTube.jpg

অন্যদিকে মেঘার বাবা-মা পুলিশের সাথে একটি সত্যি কাহিনী শেয়ার করে। কেয়া পায়েলের আগে অপূর্বর সাথে বিয়ে হয় এবং তাদের খুব সুন্দর একটি মেয়ে হয়। তার নাম মেঘা। তারা খুব সুখে শান্তিতেই তাদের সংসার করছিল। কিন্তু কেয়া পায়েলের বাবা তাদের এই সম্পর্ক টাকে মেনে নেয়নি। বরং তার বাবা ষড়যন্ত্র করছে যার কারণে অপূর্বকে বেশ কিছু বছর জেলে কাটাতে হয়েছে। আর এই সময়ের মধ্যে কেয়া পায়েলের বাবা অন্য একজনের সাথে তার বিয়ে দেয়। এই কাহিনী শোনার পর তারা ধারণা করেছে হয়তো অপূর্বই মেঘা কে নিয়ে গিয়েছে।

Screenshot_20231018_120342_YouTube.jpg

Screenshot_20231018_120401_YouTube.jpg

তার কিছুক্ষণ পরই অপূর্ব মেঘাকে নিয়ে ফিরে আসে। এবং বলে যে তার মেয়েকে যেনো তার থেকে অনেক দূরে না নিয়ে যায়। তখন মেঘার অন্য আরেক বাবা বলে যে আপনাদের সম্পর্কে তৃতীয় কেউ আসবে না। কারণ রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না।

Screenshot_20231018_120430_YouTube.jpg

Screenshot_20231018_120544_YouTube.jpg

বিঃদ্রঃ সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।

নিজস্ব মতামত
ব্যক্তিগতভাবে এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকের গল্পটা খুবই ইউনিক। সচরাচর এই ধরনের গল্প গুলো আমরা দেখতে পাই না। নাটকের গল্পটা আসলেই খুব সুন্দর। আর এটি খুবই ইমোশনাল একটি নাটক। আর নাটকে প্রত্যেকের অভিনয়টা বেশ ভালই লেগেছে। বিশেষ করে মেঘা চরিত্রের যে মেয়েটি অভিনয় করেছে তার অভিনয় টা অসাধারন হয়েছে। নাটক শুরু থেকে যেভাবে এগোচ্ছিল শেষ থেকে এসে গল্পটা পুরোই ভিন্ন হয়ে গিয়েছে। নাটকের মধ্যে মূলত পরিবার সন্তান ছাড়া থাকা একজন বাবার কষ্ট টা ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি ভালোই লেগেছে সবমিলিয়ে।
রেটিংস
১০/৯.৫

নাটকের ইউটিউব লিংক

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

রিভিউ পড়ে বেশ মুগ্ধ হয়ে গেলাম। দারুন লিখেছেন আপু। একথায় অসাধারন। আপনার রিভিউ পড়েই তো নাটকটি দেখার জন্য ফিদা হয়ে গেলাম। আর অপূর্ব বলে কথা। যার নাটক দেখলে আর উঠতে মনে চায় না। দেখি নাটকটি একবার দেখবো। তারপর আমিও রিভিউ করবো। শুভ কামনা রইল আপনার জন্য।

 last year 

চেষ্টা করবেন নাটকটা একবার দেখার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু

 last year 

আটকে আছি তোর মায়ায় এই নাটকটা আমি আরো কয়েকদিন আগে দেখেছিলাম। অপূর্ব এবং কেয়া পায়েলের নাটক আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর নাটকের রিভিউ পোস্ট করে থাকেন এখন। আজকের এই নাটকের রিভিউটা পড়ে আরো ভালো লাগলো। আসলে যেহেতু নাটকটা দেখা হয়েছে, তাই আবারও নাটকের রিভিউ দেখে ভালো লেগেছে।

 last year 

জ্বী ভাইয়া এখন চেষ্টা করি মাঝে মাঝে নাটকের রিভিউ শেয়ার করার। মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি অপূর্বর খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। আমি কয়েকদিন ধরে ভাবছি এই নাটক দেখব কিন্তু সময় বের করতে পারছিলাম না। আপনার আজকের নাটক রিভিউ পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই নাটকের কাহিনী খুবই সুন্দর। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

একদিন সময় বের করে নাটকটি দেখে নিবেন। আশা করি ভালো লাগবে। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last year 

আটকে আছি তোর মায়ায় নাটকটার রিভিউ খুবই ভালো ছিল। এরকম ইমোশনাল নাটকগুলো দেখতে ভালো লাগে, তবে দেখার সময় অনেক কষ্ট হয়। সবাই এখানে অনেক ভালো অভিনয় করেছিল। এই নাটকটা আমি এখনো পর্যন্ত দেখিনি, তবে সময় পেলে সঙ্গে সঙ্গে চেষ্টা করব নাটকটা দেখে নেওয়ার। আশা করছি নাটকটির রিভিউ পড়তে যেমন ভালো লেগেছে, দেখতে তার থেকে বেশি ভালো লাগবে।

 last year 

এই নাটকটার শেষ দিকে কিছুটা কষ্ট লাগে। তবে গল্পটা খুব সুন্দর। দেখলে ভালো লাগবে আশা করি।

 last year 

অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপু। এই নাটকটি দেখলেই কেন জানি মায়া পড়ে যায়। অপূর্ব এবং কেয়া পায়েলের এই নাটকটি আমি একবার দেখেছিলাম। আপনার রিভিউ এর মাধ্যমে আবারও আর একবার দেখা হয়ে গেল। এত সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ।

 last year 

নাটকটি দেখেছেন জেনে ভালো লাগলো। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

অপূর্ব অভিনীত সুন্দর একটি নাটক আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখানোর চেষ্টা করেছেন আপু। নাটকটা বেশ চমৎকার আর শিক্ষণীয় যেখানে রয়েছে আটকে ভালোবাসার এক অসীম মায়ার বন্ধন। আপনার রিভিউ পরিবেশ ভালো লাগলো পাশাপাশি নাটকটা একটু দেখে বেশ ধারণা অর্জন করলাম।

 last year 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আটকে আছি তোর মায়ায় এই নাটকটি আমিও অনেক আগে দেখেছিলাম। নাটকটির গল্প সত্যি অসাধারণ। ছোট মেয়েটির অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। আর অপূর্বর নাটক গুলো এমনিতেই ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 last year 

ছোট মেয়েটির অভিনয় আসলেই খুব সুন্দর হয়েছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63