নাটক রিভিউ || "আদুরে মেয়ে"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "আদুরে মেয়ে"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। এর মধ্যে বাস্তব সমাজের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | আদুরে মেয়ে |
---|---|
গল্প | এন ডি আকাশ |
পরিচালনা | সাদনান রনি |
প্রযোজক | আফরিনা রহমান |
অভিনয়ে | জাহের আলভী, ইফ্ফাত আরা তিথি সহ আরো অনেকে। |
সময়কাল | ৩৫:৪০ |
নাটকের মধ্যে প্রথমেই দেখা যায় নাটকের যে নায়ক সে খারাপ কাজের সাথে জড়িত। সে একটা মেডিসিনের মাধ্যমে সাধারণ মানুষকে অজ্ঞান করে ফেলে এবং এতে তারা নিজের ইচ্ছাতেই জিনিসগুলো দিয়ে দেয়। প্রথমেই দেখা যায় সে এভাবে একজন মহিলার কাছ থেকে স্বর্ণের গহনা নিয়ে নিয়েছে। মেডিসিন এর কারণে মহিলা জ্ঞান হারায় এবং এর আগে মহিলা নিজের ইচ্ছাতেই সবকিছু খুলে তার কাছে দিয়ে দেয়। তার এসব কাজের জন্য তার বউ খুব রাগারাগি করত তার সাথে। তবে সেটা বৌয়ের উপর অত্যাচার করতো বাসায় বন্দি করে রাখত।
তার বউ বারবার তাকে মানা করত এই ধরনের অসৎ কাজগুলো করার জন্য। কিন্তু সে কোনভাবেই শুনতো না। তার ছোট্ট একটা মেয়ে ছিল। সে মেয়েকে খুব আদর করত। তবে এভাবে সে বারবার এই কাজগুলো করতো। একবার এক লোককে কলা বিক্রেতা সেজে লুট করে নেয়। তবে তখন লোকটার মধ্যে মেডিসিন টা একটু বেশি পড়ে যায় যার কারণে লোকটা মারা যায়। এইসব ঘটনা দেখে তার বউ তার সাথে আরো রাগারাগি করে। এভাবে সে বিভিন্ন দোকানদারদের কাছ থেকেও টাকা নিয়ে নিতো।
এভাবেই সবকিছু চলছিল। হঠাৎ একদিন তার মেয়ে ঘুম থেকে উঠে ডয়ারে কিছু একটা খোঁজা শুরু করে। সে একটা চিপস এবং চকলেট পায়। চকলেট দেখে সে খাওয়া শুরু করে। এর সাথে সে একটা ছোট মলম এর কৌটো পায়। এটা দেখে সে মলমগুলো হাতে নেয়। হাতে নেওয়া সাথে সাথে সে অজ্ঞান হয়ে মারা যায়। এটা ছিল সেই শয়তানের নিঃশ্বাস যেটা তার বাবা ব্যবহার করে অন্যান্য মানুষদের নিঃস্ব করে দিত। এভাবে তার মেয়ে মারা যায় এবং অন্যদিকে পুলিশ খবর পেয়ে যায় যে সে এই কাজগুলো করে। সে পুলিশের কাছে অনেক রিকোয়েস্ট করে যেন তাকে ধরে নিয়ে যাওয়ার আগে সে তার মেয়েকে দাফন করে যেতে পারে। তবে এতে তার বউ বাধা দেয়। তারপর শেষে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
বিভিন্ন ধরনের গল্পের নাটক গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আজকের এই নাটকটা ভিন্ন ধরনের ছিল তার পাশাপাশি নাটকের মধ্যে একটা সামাজিক সমস্যা ফুটিয়ে তোলা হয়েছে। মাঝেমধ্যেই বিভিন্ন নিউজ এ শোনা হয় শয়তানের নিঃশ্বাস যেটা দিয়ে মানুষকে লুট করা হয়। এর কারণে মানুষ জন নিজের ইচ্ছাতেই সব দিয়ে দেয়। এরকম একটা ঘটনা আমাদের ফ্যামিলির একজনের সাথেও হয়েছে। যাইহোক , নাটকের শেষটা একটু খারাপ লেগেছে। আসলে অন্য কারো সাথে খারাপ কাজ করলে সেটা একসময় নিজের কাছে ফিরে আসবে। সব মিলিয়ে নাটকের মধ্যে বেশ শিক্ষনীয় একটা বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে।
ধন্যবাদান্তে
@isratmim
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
শিক্ষনীয় নাটক গুলির মধ্যে এই নাটকটি অন্যতম। বর্তমান সময়ে অহরহ লক্ষ্য করা যাচ্ছে নাকের কাছে কিছু শুকিয়ে সবকিছু লুটপাট করে নিচ্ছে। সব থেকে বড় বিষয় হলো অন্যের ক্ষতি করলে সেই ক্ষতি কোনো না কোনো এক সময় আমাদের নিজের দিকেই ফিরে আসবে। এরকমই কিছু বিষয় আদুরে মেয়ে নামক নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। দারুন ছিলো আপনার রিভিউ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
নাটকটির মূল বার্তাটি সত্যিই গভীর এবং বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। অন্যের ক্ষতি করার প্রবণতা শেষ পর্যন্ত আমাদের নিজেদের দিকেই ফিরে আসে এই শিক্ষা সমাজের সবার মনে গেঁথে যাওয়া উচিত। "আদুরে মেয়ে" নাটকের উপস্থাপনাও চমৎকার লেগেছে, যা দর্শকদের ভাবতে বাধ্য করে। আপনার রিভিউটি সুন্দরভাবে মূল ভাবনাগুলো তুলে ধরেছে, দারুণ লাগলো। ধন্যবাদ আপু।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন আপু। নাটক তেমন একটা দেখা হয় না কিন্তু রিভিউ শেয়ার করার উদ্দেশ্যে মাঝে মাঝে দেখতে হয়।তবে রিভিউ পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
বাহ অনেক ভালো লাগলো আপু সুন্দর নাটক রিভিউ শেয়ার করলেন। অনেক ভালো লাগে আমার নাটক রিভিউ দেখতে। কারণ স্বল্প সময়ের মধ্যে একটি পুরো নাটকের বিস্তারিত সব তথ্য জানার সুযোগ হয়ে থাকে এবং বিনোদন নেওয়া হয়। নাটক রিভিউটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বর্তমানে এই বিষয়টা আমরা আমাদের আশেপাশে অনেক বেশি দেখতে পাচ্ছি। চিন্তায়কারীরা, এরকম কিছু একটা ব্যবহার করে মানুষের কাছ থেকে বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায়। আর নাটকটার মধ্যেও ঠিক বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তার মেয়ে মারা গেল এটা দেখে খারাপ লাগলো। সে যদি এরকম না করতো তাহলে এতদিনে তার মেয়েও বেঁচে থাকতো।
আজকে আপনার কাছ থেকে এই নাটকের রিভিউ পড়ে মনে হচ্ছে যে নাটকটি অনেক সুন্দর হবে৷ তবে এই নাটকটি আমি এখনো দেখিনি এবং নাটকের রিভিউ আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পেলাম৷ রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি অনেক সুন্দর হবে৷ আমি অবশ্যই নাটকটি সময় করে দেখে নেওয়ার চেষ্টা করব৷
অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
এই ধরনের নাটক দেখতে একটু বেশিই ভালো লাগে। আর নাটকটির কাহিনী ও বেশি ভালো ছিল। আসলে সময়ের কারণে নাটক দেখতে না পারলেও মাঝে মাঝে দেখি রিভিউ শেয়ার করার জন্য। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
আপু আজ আপনি অনেক দারুণ একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার শেয়ার করা আদুরে মেয়ে নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।যদিও নাটকটি দেখা হয়নি তবে আপনার করা রিভিউ করে অনেক ভালো লেগেছে। সময় করে অবশ্যই নাটকটি দেখে নিব ধন্যবাদ আপনাকে।