রেনডম কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথমেই আপনাদের সাথে একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলগুলো আপনার আগে কখনো দেখেছেন কিনা জানিনা তবে আমি সেদিন প্রথম দেখেছিলাম। গুগলে সার্চ দিয়ে এখন নাম দেখলাম। এগুলো স্ট্রফ্লাওয়ার। ফুলগুলো আকারে খুব বেশি বড় নয় তবে দেখতে বেশ চমৎকার লাগে। এখানে লাল এবং হলুদ রঙের কম্বিনেশনে পাপড়ি ছিল। দুইটা কালার একসাথে বেশ ভালো লাগছিল দেখতে। ফুলগুলো যেহেতু আমার কাছে একদমই নতুন তাই একটু ধরে দেখলাম। পাপড়ি গুলো অনেকটা শক্ত। এর আগে যত ফুল দেখেছি বেশিরভাগ ফুলের পাপড়ি একদম নরম হয়। তবে এগুলোর পাপড়ি মনে হয় যেন প্লাস্টিকের ফুল। অনেকটা শক্ত হয় পাপড়ি।
এখানে খুব সুন্দর একটা দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছি। শীতকালে বিভিন্ন জায়গায় এরকম গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়। এই ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়াম এর সামনে থেকে। আমার বোন সেখানকার স্কুলে পড়ে। ওদের কালচারাল প্রোগ্রাম এইখানে হয়। আমিও যখন এই স্কুলের ছিলাম আমাদের ও এখানেই হতো। এই জায়গা গুলোতে গেলে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। ধান গবেষণা ইনস্টিটিউটের প্রত্যেকটা জায়গা এরকম বিভিন্ন ফুল দিয়ে ডেকোরেশন করা থাকে।
এটা হচ্ছে জামরুল ফলের ফটোগ্রাফি। এটা গত বছর ক্যাপচার করা। আমাদের ছাদের বাগানে প্রত্যেক বছর বেশ ভালোই জামরুল ধরে। এ বছরও এখন ফুল ফুটেছে। কিছুদিনের মধ্যেই জামরুল ধরবে আবার। জামরুল আমার খুব একটা ভালো লাগে না খেতে তবে এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন। আর এরকম গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা।
এখানে আপনাদের সাথে একটা সূর্যাস্তের ফটোগ্রাফি শেয়ার করলাম। বিকেল বেলা সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে। সমুদ্রে সূর্যাস্ত দেখে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। শহর এলাকায় থেকে এগুলো কখনোই সম্ভব না। তবুও ছাদের উপর থেকে ভিউ টা দেখতে ভালোই লাগে। অনেকদিন আগে একবার কাঠ গোলাপ ফুল দিয়ে এরকম সূর্যাস্তের ফটোগ্রাফি ক্যাপচার করেছি।
এখানে আপনাদের সাথে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আর্টিফিশিয়াল ফুলগুলো এখন অনেক সুন্দর হবে এবং নিখুঁতভাবে তৈরি করা হয়। আস্তে আস্তে সব রকম ফুলের আর্টিফিশিয়াল ফুল তৈরি করা হচ্ছে। এগুলো হচ্ছে কাঠগোলাপ ফুলের আর্টিফিশিয়াল ফুল। আমি কাঠগোলাপ ফুল খুবই পছন্দ করি। আমার মত যারা এগুলো পছন্দ করে তারা খুব সুন্দর ভাবে এগুলো সাজিয়ে রাখতে পারবে বাসায়। তবে এগুলোর দাম অনেকটা বেশি হয়। সম্ভবত কাঠগোলাপ ফুলের চাহিদা বেশি হওয়ার কারণেই দামের উপর বেশি।
শেষে খাবারের ফটোগ্রাফি শেয়ার করলাম। কিছুদিন আগে আমরা কাজিনরা মিলে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তারপর সেখানে গিয়ে চিজ কর্নডগ, মিটবক্স এবং ওয়াফেল ট্রাই করেছি। চিজ কর্নডগ এবং মিটবক্স টা অনেক মজার ছিল। এগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু।
ডিভাইস নেম:- Samsung Galaxy A03s
ধন্যবাদান্তে
@isratmim









https://x.com/IsratMim16/status/1904120270304235648?t=SGiew9vKLDuwjhnUnlbAYA&s=19
https://x.com/IsratMim16/status/1904120909423898627?t=EvOzuvJBrT9pnoqG9QjYyA&s=19
https://x.com/IsratMim16/status/1904121514699706735?t=WV4k455OXOKwo0KQZ8FCXg&s=19
https://x.com/IsratMim16/status/1904122323902533854?t=nJ9qnFutPz_oTXL9NS30lg&s=19
https://x.com/IsratMim16/status/1904123084321562884?t=g0cWdbH6b5NECjDrKvfJVQ&s=19
আপু আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।ফুলের পাশাপাশি আর্টিফিশিয়াল ফুলগুলো আজকাল খুবই সুন্দর হয়।আপনার শেয়ার করা ছাদ বাগানের ফটোগ্রাফি আগেও দেখেছি।খুব সুন্দর আপনাদের ছাদ বাগানের নানান গাছ গুলো।ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করি আমার ছাদ বাগানের সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার। কঠোরমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আজকের রেনডম ফটোগ্রাফি পোস্টে অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতন। বিশেষ করে আর্টিফিশিয়াল ফুল থেকে আমি চিনতেই পারিনি,মনে হচ্ছিল এটি আসল ফুল।বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ফুলগুলো এমন ভাবে তৈরি করা হয় যে বুঝার উপায় নেই এটা আসল নাকি নকল। দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এটা ঠিক বলেছেন, আর্টিফিশিয়াল ফুলগুলো একদম নিখুঁতভাবে করা হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ,আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি সুন্দর।তবে কাঠগোলাপ ফুলের আর্টিফিশিয়াল ফুলটি দেখে আমি তো সত্যিকারের বলে ভেবেছিলাম।ফুলের ছবিগুলো দারুণ ছিল, ধন্যবাদ আপু।
ফটোগ্রাফি করতে আমারও অনেক ভালো লাগে। আপনার করা ফটোগ্রাফি প্রত্যেকটি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে বিশেষ করে কাঠ গোলাপের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।
কাঠগোলাপ গুলো দেখে মনেই হচ্ছে না ঐগুলো আর্টিফিসিয়াল। দেখে মনে হচ্ছে একেবারে আসল। পাশাপাশি অন্য ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।