কয়েকটি সবজির ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে কিছু সবজির ফটোগ্রাফি শেয়ার করব। কিছুদিন আগে একদিন আম্মুর সাথে বাজারে গিয়েছিলাম। যদিও সবজি বাজারে আমার একদমই যাওয়া হয়না তবে সেদিন অনেকদিন পর গিয়েছি। বাজারে শীতকালীন বিভিন্ন সবজি দেখে খুবই ভালো লাগছিল তাই কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছি। একটু ভিন্নতা আনার জন্য আজকে সবজির ফটোগ্রাফি শেয়ার করলাম। আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথমেই আপনাদের সাথে রংবেরঙের কিছু ক্যাপসিকাম এর ফটোগ্রাফি শেয়ার করলাম। সেদিন বাজারে প্রবেশ করার সাথে সাথে একদম প্রথম দোকানটাতেই রংবেরঙের ক্যাপসিকাম দেখলাম। ক্যাপসিকাম আমাদের বাসায় খুব একটা খাওয়া হয় না। তবে রংবেরঙের এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। তারপর আমরা কিছু ক্যাপসিকাম নিলাম। হলুদ রঙের ক্যাপসিকাম গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য বেশ প্রয়োজনীয়। একবার একটা আর্টিকেলে পড়েছিলাম সবুজ ক্যাপসিকাম এর তুলনায় হলুদ ক্যাপসিকাম এ পুষ্টিগুণ বেশি থাকে। ক্যাপসিকামে ভিটামিন এ এবং সি থাকে। যা আমাদের চোখ কিংবা ত্বকের জন্য খুবই উপকারী।
সেই দোকানে ক্যাপসিকামের পাশেই ছিল লেটুস পাতা। লেটুস পাতাও আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। সালাদ হিসাবে এর জনপ্রিয়তা বেশি। আগে আমাদের বাসায় তেমন একটা খাওয়া হত না। তবে এখন মাঝেমধ্যেই আনা হয়। সবুজ এই পাতাগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তাই ফটোগ্রাফি টা ক্যাপচার করে নিলাম।
এটা হচ্ছে পেঁয়াজ কলি। অনেকে আবার একে পেঁয়াজ পাতা বলে থাকে। শীতকালীন সবজিগুলোর মধ্যে এটাও বেশ জনপ্রিয়। তবে কেন জানি আমাদের বাসায় এটা একদমই খাওয়া হয় না। আমি লাস্ট কবে খেয়েছি মনে নেই। এগুলো চাইনিজ কিংবা জাপানিজ খাবারগুলোতে সব সময় ইউজ করা হয়।
এবার সবুজ গোল বেগুনের ফটোগ্রাফি শেয়ার করলাম। সত্যি হিসেবে বেগুনটা আমার খুব পছন্দ। ইলিশ মাছ কিংবা শুটকি মাছ দিয়ে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। আর এই রমজানের মধ্যে এটা তো প্রতিদিনই দরকার হয় বেগুনি তৈরি করার জন্য। বেগুনিও আমি বেশ পছন্দ করি। সবুজ বেগুন গুলো দেখতে বেশ তাজা মনে হচ্ছিল তারপর আমরা ২ কেজির মত বেগুন কিনে নিলাম।
এবার কিছু ফুলকপির ফটোগ্রাফি শেয়ার করলাম। শীতকালীন প্রত্যেকটা সবজি ভালো লাগে খেতে। এই ফুলকপিটাও আমি খুব পছন্দ করি। বিশেষ করে ফুলকপির ভর্তাটা বেশ ভালো লাগে আমার কাছে। শীতকালীন সবজি গুলো খাওয়ার মজাটাই আলাদা। তবে গরম আসছে যার কারণে সেগুলোর আস্তে আস্তে স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে এখন। বড় দেখে একটা ফুলকপি ও নিলাম।
এগুলো হচ্ছে মটরশুটি। শীতের সময়টি তে আমরা কয়েক কেজি মটরশুটি ফ্রোজেন করে রেখে দেই। যার কারণে অনেক মটরশুটি একসাথে কেনা হয়। মটরশুঁটির খোসা ছাড়িয়ে ভিতরের এই বীজগুলো নেওয়া অনেকটা সময়ের ব্যাপার। ফ্রোজেন করে রাখার জন্য অনেকগুলো একসাথে করতে হয়। একদিন এই কাজ শেষ করে ফটোগ্রাফিটা করেছিলাম। সবুজ মটরশুটি গুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এগুলো খিচুড়ি কিংবা অন্যান্য যে কোন রেসিপির সাথে এড করলে ভীষণ ভালো লাগে।
ডিভাইস নেম:- Samsung Galaxy A03s
ধন্যবাদান্তে
@isratmim
অও,আপনার প্রত্যেকটি সবজির ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।সবথেকে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটি ফটোগ্রাফিই সবুজ রঙের ছিল ফুলকপি ছাড়া।আর রঙিন ক্যাপসিকাম দেখে ভালো লাগলো, মটরশুঁটি তো খোসাসহ বিক্রি হয়!ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
রং বেরঙের ক্যাপসিকাম ও লেটুস পাতার ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। আমিও মাঝে মাঝে সবজির ফটোগ্রাফি শেয়ার করি। ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
কয়েকটি সবজির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল। আমার কাছে তো পেঁয়াজ কলির এবং ফুলকপির ফটোগ্ৰাফিটি বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার এই শীতকালীন সবজির ফটোগ্রাফি শেয়ারটি সত্যিই মজার এবং সতেজ! প্রতিটি সবজির প্রতি আপনার ভালোবাসা এবং তার সাথে সম্পর্কিত রেসিপি ও স্বাস্থ্য সুবিধা নিয়ে যে আলোচনা করেছেন তা বেশ উপকারী। ফুলকপি, মটরশুটি, বেগুন, লেটুস, ক্যাপসিকাম সবই আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ।শীতকালীন সবজি যেমন আমাদের শরীরের জন্য উপকারী, তেমনি এগুলোর প্রাকৃতিক সৌন্দর্যও মনকে প্রশান্তি দেয়। আপনার ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর, প্রতিটি সবজির তাজাতা এবং রঙ নিঃসন্দেহে চোখে পড়ার মত। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
অনেকগুলো সবজির ফটোগ্রাফি একত্রে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লেগেছে। বর্তমান সময়ের যে সমস্ত সবজিগুলো বাজারে লক্ষ্য করা যায় ঠিক সেই সবজিগুলো দেখতে পারলাম আপনার ব্লগে। ব্লগটা বেশ মানিয়ে তুলেছেন এ সমস্ত সবজি দিয়ে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
অনেকদিন পরে মায়ের সাথে বাজারে গিয়ে চমৎকার কিছু শীতের সবজির ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। রংবেরঙের ক্যাপসিকাম গুলো দেখতে আসলেই চমৎকার লাগছে। বাকি ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে আপু। আমাদের বাড়িতেও ক্যাপসিকাম খুব একটা খাওয়া হয় না। মাঝে মাঝে ফটোগ্রাফির ধরন পরিবর্তন করার দরকার আছে। এক গুচ্ছ সবজির ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
সবজি বাজারে গিয়ে তো ভালোই ফটোগ্রাফি করেছেন দেখছি। ক্যাপসিকামের ফটোগ্রাফিটা আমার কাছে ভালো লেগেছে। বাজারে সবজিগুলো দেখতেও ভালো লাগে। লেটুস পাতা আমাদের শরীরের জন্য বেশ ভালো।
আপনাদের ভালোলাগাই আমার এই কাজে সার্থকতা ।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার ধারণকৃত কয়েকটি ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে আপু। আপনি বাজার করতে গিয়ে প্রতিটি সবজির খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। ক্যাপসিকামের ও লেটুস পাতার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তাছাড়া মটরশুটি আমার পছন্দের সবজি, এই ফটোগ্রাফি আপনি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। দেখে চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/IsratMim16/status/1896135934263115800?t=yVZfzYSfYAy95WA-bfgUQw&s=19