নাটক রিভিউ || "বউয়ের বাড়ি"

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ শেয়ার করার। নাটকের নাম হচ্ছে "বউয়ের বাড়ি"। নাটকটি বেশ মজার একটি নাটক। দেখে আমার কাছে ভালোই লেগেছে। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।


Screenshot_20240131_160004_YouTube.jpg

নাটক রিভিউ
নাটকের নামবউয়ের বেশি
পরিচালনায়সাজিন আহমেদ বাবু
রচনাসাজিন আহমেদ বাবু
অভিনয়েফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, মনিরা মিঠু সহ আরো অনেকে।
সময়কাল৫৩.০২ মিনিট।
প্রযোজকএস কে শাহেদ আলী
প্রযোজনায়CMV
কাহিনী সংক্ষেপ
নাটকের প্রথমে জোভানের বিয়ের দৃশ্য দেখা যায়। বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার সময় পায়েল কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই অবস্থা দেখে জোভান তাকে রেখেই চলে যায় বাড়িতে। এবং বলে এই অবস্থায় সে বউ কে নিয়ে আসতে পারবে না। যেদিন তার বউ নিজের ইচ্ছায় যাবে সেদিন বাড়ি তে নিয়ে আসবে। তার কথা শুনে সবাই ভাবে সে পাগল হয়ে গেছে আর পাগলামী করছে।

Screenshot_20240131_160130_YouTube.jpg

Screenshot_20240131_160143_YouTube.jpg

Screenshot_20240131_160305_YouTube.jpg

Screenshot_20240131_160243_YouTube.jpg

Screenshot_20240131_160413_YouTube.jpg

তারপর দিন পায়েল ঘুম থেকে উঠতেই বাড়ির সবাই তাকে বকা দেয়। তারপর হটাৎ করে জোভান চলে আসে। সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। কারণ সবাই ভেবে নিয়েছে সে আর তার বউকে নেবে না। তখন সে বলে সে তার বউ এর সাথে দেখা করতে এসেছে। তার এসব পাগলামি দেখে পায়েলের তাকে খুব ভালো লেগে যায়।

Screenshot_20240131_160435_YouTube.jpg

Screenshot_20240131_160759_YouTube.jpg

Screenshot_20240131_160812_YouTube.jpg

Screenshot_20240131_160902_YouTube.jpg

Screenshot_20240131_160928_YouTube.jpg

জোভান আরো অনেক ধরনের কাজ করে যেগুলো পায়েল খুব পছন্দ করে। কিন্তু জোভানের কাজ গুলো দেখে সবাই ভাবে সে পাগল হয়ে গিয়েছে। সে কচুরিপানার ভিতরে লুকিয়ে লুকিয়ে পায়েলের সাথে দেখা করতে আসে। একবার ফেরিওয়ালা সেজে দেখা করতে আসে।

Screenshot_20240131_161118_YouTube.jpg

Screenshot_20240131_161152_YouTube.jpg

তার এসব পাগলামি দেখে পায়েলের বাবা সিদ্ধান্ত নেয় তাদেরকে ডিভোর্স করিয়ে দেবে। এবং এর জন্য সে বাড়িতে কাজী এবং উকিলকে নিয়ে আসে। এটা দেখে পায়েল বাড়ি থেকে পালিয়ে যায় তার শ্বশুরবাড়িতে। এবং এটা দেখে জোভান খুব খুশি হয়ে যায় কারণ সে এটাই চেয়েছে। সে চেয়েছে তার বউ যেনো হাসি খুশি ভাবে তার বাড়িতে আসে।

Screenshot_20240131_161349_YouTube.jpg

Screenshot_20240131_161358_YouTube.jpg

Screenshot_20240131_161439_YouTube.jpg

সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নিজস্ব মতামত

এই নাটকটি আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে। কারণ আমি বরাবরই ভিন্ন ধরনের নাটক গুলো দেখতে পছন্দ করি। আর এই নাটকের শেষের দিকে কিছু শিক্ষনীয় মূলক কথা বলা হয়েছে। সমাজের প্রচলিত এবং বানানো নিয়ম অনুযায়ী বিয়ের দিনই মেয়েদের অচেনা একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আর এতে নতুন জায়গাতে তাদের খাপ খাইয়ে চলতে কিছুটা কষ্ট হয়। তাই উচিত কিছুটা জানা শুনা করে নতুন একটি জায়গায় যাওয়া। এছাড়াও সমাজের কিছু মানুষ নিজের থেকেও অন্যদের চিন্তা বেশি করে যা একদমই ঠিক না। মূলত এই বিষয়গুলো নাটকটির মাঝে ফুটিয়ে তোলা হয়েছে।

রেটিংস
৮/১০

নাটকের ইউটিউব লিংক

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 5 months ago 

বউয়ের বাড়ি নাটকটি আমি কয়েক দিন আগে দেখেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটকের চরিত্র এবং দৃশ্যপট সত্যি বেশ দারুণ। সমাজের কিছু বাস্তব চিত্র নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এতো সুন্দর নাটক চমৎকার ভাবে আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

বউয়ের বাড়ি নাটকটার রিভিউ আমার অনেক ভালো লেগেছে। এই নাটকের রিভিউটা আপনি এত সুন্দর করে লিখেছেন যে, নাটকটা আর দেখাই লাগবে না। কারণ রিভিউর মাধ্যমেই নাটকের পুরো কাহিনীটা জেনে নিয়েছি। এই নাটকটার মধ্যে অনেক সুন্দর একটা বিষয় কে তুলে ধরা হয়েছে যেটা আমার বেশি ভালো লেগেছে। পুরো নাটকটার রিভিউ এত সুন্দর করে লিখেছেন দেখে মনোযোগ দিয়ে পড়লাম পুরোটা। এমনিতে কিন্তু এটা আমার কাছে ভালোই লেগেছে, তবুও আমি সময় পেলে চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার।

 5 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

বর্তমান সময়ে নাটকগুলো বেশ ভালো লাগে। তবে এই সময় নাটকগুলো আমার দেখা হয় না। কেন জানি আগের যেসব নাটকগুলো ছিল ওই নাটকগুলোই বেশি ভালো লাগে। আপনার নাটকের রিভিউ পরিবেশ ভালো লাগলো। কখনো সময় যদি পায় দেখে নেয়ার চেষ্টা করব। ধন্যবাদ আমাদের মাঝে এত শুনেছি নাটক করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন । আশা করি নাটকটি দেখতে আপনার কাছে বেশ ভালো লাগবে।, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

আমি নাটক দেখতে খুব ভালোবাসি। আর নাটক এর রিভিউ পোস্ট গুলো পড়তে ও আমার কাছে খুব ভালো লাগে। বউয়ের বাড়ি নাটকটা আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। আসলে ব্যস্ততার কারণে এখন খুব একটা নাটক দেখা হয় না। কিন্তু সময় পেলে মাঝেমধ্যে চেষ্টা করি দেখার জন্য। এই নাটকটার পুরো কাহিনীটা কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। পুরোটা অনেক সুন্দর করেই তুলে ধরলেন আপনি। সব মিলিয়ে জাস্ট অসাধারণ হয়েছে সম্পূর্ণ রিভিউ।

 5 months ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 5 months ago 

এই নাটকটি আমিও দেখেছি।আমার কাছে এটা বেশ ভালো লেগেছে।আর এই নাটক এর শেষ টা আমার কাছে খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 5 months ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

এই নাটকটির কয়েকটি ক্লিপ ফেসবুক থেকে দেখেছিলাম আমার বেশ ভালো লেগেছে।আপনি খুব সুন্দর করে রিভিউ পোস্টটি শেয়ার করেছেন।রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ অনেকটা বেড়ে গেল।সময় করে দেখে নিব নাটকটি।নাটকের গল্পটি ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনার কাছে নাটকটি দেখতে বেশ ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

আমিও নাটকটি দেখেছি আপু। বাংলা নাটক দেখতে আমি খুব পছন্দ করি। তবে এখন একটু কম দেখা হয়। নাটকটি আসলে খুব সুন্দর লেগেছে।কেয়া পায়েল ও জোভান দুজনই খুব সুন্দর অভিনয় করেছে।তাদের সাথে সাথে আপনিও আপু নাটকের রিভিউটি সুন্দর করে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু নাটকটির রিভিউ সুন্দর করে প্রতিটি স্টেপ বাই স্টেপ আমাদের সাথে শেয়ার করার জন্য। অসংখ্য শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 5 months ago 

এই নাটকটি আমি কয়েকদিন আগেই দেখেছি। আমার কাছে বেশ ভালো লেগেছিল। জোভান সত্যিই দারুণ অভিনয় করেছে। আর কেয়া পায়েল বরাবরই দারুন অভিনয় করে। দারুন একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 5 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

এজাতীয় নাটকগুলো সত্যি আমার খুবই প্রিয়। মাঝেমধ্যে সুযোগ পেলে আমি এই সমস্ত নাটকগুলো দেখার চেষ্টা করে থাকি। খুব সুন্দর একটি নাটক আপনি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আমার নাটকটা রিভিউ দেখে।

 5 months ago 

নাটকটির রিভিউ আপনার আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39