হাতের তালুতে একটি মেহেদি ডিজাইন

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেকদিন পর আমি আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করছি। আসলে পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইন টি ভালো লাগবে। যদিও আমি খুব একটা ভালো করে দিতে পারি না। তবে চেষ্টা করি। এর আগেও কয়েকটি মেহেদি ডিজাইন শেয়ার করেছিলাম। আজকের এই মেহেদি ডিজাইন টি আমি ঈদের সময় আমি আমার হাতে দিয়েছিলাম। যদিও আমি তেমন গর্জিয়াস মেহেদি দেই না তবে যেহেতু ঈদ তাই একটু গর্জিয়াস করেই ডিজাইনটি দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ডিজাইন টি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
মেহেদি ডিজাইন এর সর্বশেষ ফটোগ্রাফী

20240410_232130.jpg

ধাপ-১
  • প্রথমে আমি হাতের তালুতে একপাশে বড় করে একটি ফুল অংকন করে নিলাম। প্রথমে ফুলটির চারপাশে ছোট ছোট ডিজাইন করে নিলাম এবং পরে বড় করে পাপড়ির মতো অঙ্কন করে নিলাম।

20240410_224610.jpg

ধাপ-২
  • তারপর বড় ফুলটির চারপাশে ছোট ছোট আরো কয়েকটি ফুল অংকন করে নিয়েছি।

20240410_225210.jpg

ধাপ-৩
  • তারপর বড় ফুলটির উপরের দিকে আরো ছোট ছোট কিছু ফুল অঙ্কন করে এবং লতার মত অংকন করে ডিজাইন করে নিলাম। তারপর আঙ্গুলের মধ্যে ফুটবল কিছু ডিজাইন করে নিলাম।

20240410_230302.jpg

ধাপ-৪
  • তারপর হাতের অন্য পাশে ছোট ছোট ফুল অংকন করে ডিজাইন করে নিয়েছি।

20240410_230735.jpg

ধাপ-৫
  • এরপর হাতের অন্য পাশের পুরো খালি অংশটুকু বিভিন্ন ধরনের লতা পাতা এবং ফুলের মত অংকন করে ডিজাইন করে নিলাম।

20240410_231238.jpg

ধাপ-৬
  • এরপর বাকি হাতের আঙ্গুলগুলোতেও ডিজাইন করে নিয়েছি। এভাবেই মেহেদি ডিজাইন টি শেষ করি। হাতের তালুতে এরকম ডিজাইনগুলোর ক্ষেত্রে আঙ্গুলের উপরের অংশটুকু মেহেদি দিয়ে ভরাট করা থাকলে অনেক সুন্দর লাগে দেখতে। তাই আমি দুই দিন আগে থেকেই মেহেদি পাতা বেটে আঙ্গুলে দিয়েছিলাম। গাছের মেহেদীর কালার টা অনেক সুন্দর হয়েছে।

20240410_232117.jpg

20240410_232218.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 months ago 

দারুণ এঁকেছেন আপু।আসলে মেহেদী ডিজাইন দিতে আমার খুব ভালো লাগে।তবে বিভিন্ন সমস্যার কারণে বেশিক্ষণ একভাবে বসলে পিঠে, কোমরে ব্যথা হয়ে যায়। আগে একসময় মেহেদী সবার হাতে লাগিয়ে দিতাম।কিন্তু এখন আর তেমন পারি না।নিজের হাতে দেয়া হয়না এখন তবে বাচ্চা মেয়েদের হাতে লাগিয়ে দিয়েছিলাম এবার।আপনার মেহেদীটাও খুব সুন্দর হয়েছে।

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

আপু আপনার দেওয়া মেহেদি ডিজাইন অনেক সুন্দর হয়েছে। মেহেদী দিতে আমিও অনেক পছন্দ করি।
ধন্যবাদ আপু এত সুন্দর মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

হাতের তালুর উপর অনেক সুন্দর মেহেদি ডিজাইন আর্ট করেছেন। আমারও ভালো লাগে এমন সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন করতে। তবে ঈদ উপলক্ষে ছাড়া তেমন বেশি একটা আর্ট করা হয় না। অনেক সুন্দর হয়েছে আপু আপনার এই মেহেদি ডিজাইন আর্ট। আশা করবে এমন সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে যে কোন মুহূর্তে উপস্থাপন করবেন।

 2 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আজকে অসম্ভব সুন্দরভাবে মেহেদি ডিজাইন করেছেন। আপনার মেহেদী ডিজাইনটি দেখতে বেশ চমৎকার লাগতেছে। কালার টি সুন্দর হবে মনে হয়।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার মেহেদি ডিজাইন টি। এটা দেখে একটু হলেও শিখতে পারলাম।

 2 months ago 

আমার মেহেদি ডিজাইন আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করেছেন। তবে আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো যে আপনি নিজেই হাতে মেহেদি দিয়েছেন এবং সেখান থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি করে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মেহেদির ডিজাইন টা ছিল খুব সুন্দর ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমিও মেহেন্দির ডিজাইন দিতে অনেক পছন্দ করি। আপনি আপনার হাতের ডিজাইনটা ঈদের ভেতর হাতে দিয়েছিলেন। আসলে মেহেদি ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

哇!Israt,你的 Mehedi 设计真是太棒了!你详细的描述让人很容易理解你的每一个步骤。看到这些照片,让人充满了热情!”

 2 months ago 

বাহ! সুন্দর হয়েছে মেহেদী ডিজাইনটা। আপনার হাতে একদম পারফেক্ট লাগছে দেখতে। ঈদে তাহলে ভালোই ডিজাইন করেছিলেন হাতে। ধন্যবাদ আপনাকে। 🌸

 2 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আমরা মেয়েরা যতই ব্যস্ত থাকি না কেন নিজেকে সাজাতে কখনোই ভুলি না। তবে ইদানিং সংসারের চাপে খুব একটা সময় হয়ে ওঠে না। আগে তো একটু সময় পেলেই হাতে মেহেদি লাগাতাম। এখন অনুষ্ঠান এবং ঈদ ছাড়া হাতে মেহেদি দেওয়াই হয় না।হাতের তালুতে মেহেদি ডিজাইন টা অনেক সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর ও গঠন মূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 64664.97
ETH 3401.05
USDT 1.00
SBD 2.31