এলোমেলো কিছু ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে এখন অনেকটাই শিখেছি এই বিষয় সম্পর্কে। তাই মাঝে মাঝে ফটোগ্রাফী শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি এরকম বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একটি পোস্টের মাধ্যমে আমি খুব একটা শেয়ার করিনি। তবে মাঝে মাঝে কিছু কিছু জিনিসের হঠাৎ করে ফটোগ্রাফি করা হয়। আর আজকে এই এলোমেলো ফটোগ্রাফি গুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
- এই ফুলটি আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। এটি হচ্ছে পিটুনিয়া ফুল। বিশেষ করে এর কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। সাদা এবং গোলাপি রংটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। এই পিটুনিয়া ফুল গুলো আরো অনেক রকমের রয়েছে। একটি কালার কিংবা একই ফুলের দুইটি কালার এরকম অনেক ধরনের জাত রয়েছে এই ফুলের। অন্য কোন ফটোগ্রাফি পোস্টে আমি চেষ্টা করবো আরো কিছু ধরনের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফী শেয়ার করার।
- কিছুদিন আগে রাস্তার পাশে এই গাছটি দেখেছিলাম। এর আগে দূর থেকে দেখেছিলাম তবে সেদিন একদম কাছ থেকে দেখেছি। দূর থেকে যখন দেখেছিলাম তখন দেখেছি এটা সম্ভবত কোন ফুল হবে কারণ গাছের মধ্যে এমন ভাবে ধরে ছিল। কিন্তু কাছে গিয়ে দেখলাম এটি পাতার মতো। সবুজের মধ্যে এই সোনালী রংটা খুবই সুন্দর লাগছে দেখতে। সোনালী রঙের এই ফুলগুলোকে সোনালু ফুল বলা হয়। গুগলে আরও একটা নামও দেখলাম। সেটি হচ্ছে বাদরলাঠি গাছ। জানিনা এই নামটা কেন দেওয়া হয়েছে তবে নামটা খুব সুন্দর।
- মেলার একটি দোকান থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম। এতগুলো চুড়ি একসাথে দেখতে ভীষণ ভালো লাগছিল তাই ফটোগ্রাফিটি করেছি। ব্যক্তিগতভাবে হাতের চুড়ি আমি খুবই পছন্দ করি। আমি মনে করি কম বেশি সব মেয়েরাই চুড়ি খুব পছন্দ করে। আর যারা চুড়ি পছন্দ করেন তাদের কাছে এই ফটোগ্রাফিটি বেশ ভালো লাগবে আশা করি।
ছোট যে কোন জিনিস আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি ছোট্ট একটি টমেটোর ফটোগ্রাফি করেছি। আমাদের বাসার ছাদের গাছে বেশ কিছু টমেটো ধরেছিল। সেখান থেকে এই ফটোগ্রাফিটি করেছি। সবুজ পাতার মাঝে সবুজ ছোট টমেটো টি আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছেও এটি ভালো লেগেছে আশা করি।
- আকাশ দেখতে কম বেশি সবাই খুব পছন্দ করে। কারণ হয়তোবা মেঘলা আকাশ পছন্দ কিংবা কারো নীল আকাশ। তবে আমার কাছে যে কোন অবস্থাতেই আকাশের সৌন্দর্য খুবই ভালো লাগে। আর নীল আকাশে সাদা মেঘের সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। একদিন দুপুরের পরে আকাশের এই ফটোগ্রাফিটি করেছিলাম। সাদা মেঘগুলো সূর্যকে ঢেকে রেখেছে যা দেখতে আসলেই খুব ভালো লাগছিল। তাই ফটোগ্রাফিটি করেছি।
- এই ফুলটি আশা করি কম বেশি সবাই চিনে থাকেন। আমার খুব পছন্দের একটি ফুল এটি। এটি হচ্ছে কাঠগোলাপ ফুল। গোলাপ ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে আমার কাছে সাদার মাঝে হলুদ রঙের কাঠগোলাপ ফুল সবচেয়ে বেশি ভালো লাগে। যদিও এই ফুলটি এখনো ভালোভাবে ফুটেনি। ভালোভাবে ফুটার পর আমি বেশি সুন্দর লাগে দেখতে।
- এটি একটি বড় ঝাড়বাতির ফটোগ্রাফি। রুমের মধ্যে এই ধরনের ঝাড়বাতিগুলো রাখলে ভীষণ সুন্দর লাগে দেখতে। এই ঝাড়বাতি টি খুবই বড় ছিল এবং এর ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে একদম উপরে মোমবাতির মত দেওয়া ডিজাইনটা বেশ ভালো লাগছিল দেখতে। ঢাকার বাণিজ্য মেলা থেকে ফটোগ্রাফিটি করেছিলাম।
ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s







খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করতে আমারও অনেক বেশি ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি আপনি দারুণভাবে ক্যাপচার করেছেন বিশেষ করে আমার কাছে চার এবং ছয় নম্বর ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনার এই ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
Share on Twitter
আপু আপনি কিন্তু আজকে দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। পিটুনিয়া ফুল গুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে দেখতে অনেক সুন্দর লাগে। কাঠ গোলাপ ফুল আমার খুব পছন্দের একটি ফুল। এর স্মেলটা খুবই গভীর। একটা সময় ছিল প্রায়ই আমি একটি করে কাঠ গোলাপ আমার রুমে রেখে দিতাম। অনেক ভালো লেগেছে আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে উপহার দিয়েছেন। ফটোগ্রাফি গুলো এলোমেলো হলোও দারুণ লাগছে দেখতে।আমার কাছে সব থেকে বেশি মেঘের ছবিটা ভালো লেগেছে। যাইহোক আপনার ফটোগ্রাফি ও বর্ণনা খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপনার ছবিগুলো এলোমেলো মনে হয়নি আমার কাছে, সত্যি বলতে ভীষন ছিল প্রতিটি ছবি। বিশেষ করে পিটুনিয়া ফুল আমি ভীষণ পছন্দ করি। তাছাড়াও ছোট্ট টমেটো দারুন লেগেছে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু, আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনার ফটোগ্রাফি করার পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি এতটাই দক্ষতার সাথে তুলেছেন যা দেখা মাত্রই ভাল লেগে যাচ্ছে। আপনার ফটোগ্রাফি পোস্ট থেকে সোনাআলুর আরেকটি নাম যে বাদরলাঠি গাছ তা জানতে পারলাম। যাইহোক আপু, দুর্দান্ত সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা।
আপু আপনার ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও আমার অনেক ভালো লেগেছে। সবগুলোই তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে কাট গোলাপের ফটোগ্রাফিটা। কাঠ গোলাপ আমার অনেক প্রিয় একটি ফুল। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও দেখতে কিন্তু বেশ দারুন ছিল। কাঠ গোলাপ ফুলটি আমার অনেক প্রিয় একটি ফুল। এই ফুলের এতটা মিষ্টি সুবাস যে কাউকে মুগ্ধ করে। ধন্যবাদ আপু সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাদের ভাল লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বেশ ভালো লেগেছে আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি। বিশেষ করে ছোট টমেটোর ফটোগ্রাফি অসাধারণ ছিল। তাছাড়াও পিটুনিয়া ফুল এবং কাঠ গোলাপের ফটোগ্রাফি অসাধারণ ভাবে নিয়েছেন আপু। ফটোগ্রাফি দেখতে যেমন ভালো লাগে তেমনি সুন্দর কিছু দেখলে ফটোগ্রাফি নিতে ভালো লাগে। ধন্যবাদ আপু প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।
ঠিকই বলেছেন আসলে সুন্দর কোন কিছু দেখলে ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
মেলায় গিয়ে চুড়ির ফটোগ্রাফি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। চুড়িগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আকাশের ফটোগ্রাফিটি দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন সব ফটোগ্রাফি করেছেন আপু। অনেক সুন্দর ভাবে এই ফটোগ্রাফিগুলো করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক শুভকামনা।