আমাদের জীবনে পিতা মাতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করাsteemCreated with Sketch.

in Incredible India6 months ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।

আমাদের জীবনে পিতা মাতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করা।

IMG_20240130_121705_418.jpg

  • শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন গৃহ শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে পিতা মাতা। পিতা-মাতার কাছ থেকে যা শিখে পৃথিবী অন্য যে কোন শিক্ষক থেকে তা অনেক বেশি। গৃহ অঙ্গন পিতা মাতা জীবনের এক শ্রেষ্ঠ অঙ্গন, জ্ঞানচর্চা কেন্দ্র, অভ্যাস সুদৃঢ় করনে ভিত্তি ভূমি নিজেদের গড়ার আপন অঙ্গন তাতে কোন সন্দেহ নেই। পৃথিবীর বুকে এর চেয়ে উন্নত ও কার্যকারী শিক্ষাঙ্গন আর যদিও কোনোটি নেই।
  • বরং যা আছে সবই তার সহায়ক মাত্র। আর এজন্যই ভালো মানুষ হতে হলে গৃহের অঙ্গনে নিজেদের পজেটিভ সম্পৃক্ততা অবশ্যই প্রয়োজন। জীবনের শুরু তথা মাতৃগর্ভে অবস্থান থেকে শুরু করে ছেলে মেয়েদের শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে পিতা আমাদের দায়িত্ব অপরিসীম।

IMG_20240130_121613_536.jpg

  • তা ছাড়া কম বয়স থেকে ছেলে মেয়েদের উচিত পিতা মাতার আদেশ-নিষেধ মেনে তাদের কথাবার্তা জীবন গঠন করা।পিতা মাতার সুন্দর উপদেশ আমাদের নিষেধ অনুযায়ী জীবন গঠন ও পড়ালেখা করলে জীবনের সফলতা অর্জন করতে সক্ষম হবে।

১.পিতা ও মাতার সাথে রাগ ঢাক না করা

  • পিতা মারার আদেশ উপদেশ মেনে চলে জীবন গঠনের দিকে এগিয়ে চলো সন্তানদের দায়িত্ব ও কর্তব্য। পিতা মাতার সাথে কোন বিষয়ে রাগ ঢক না করে পিতা-মাতার সাথে সব কিছু পরামর্শ করে সুন্দর আগামী গড়ার স্বপ্নের বিভোর হবে। পিতা মাতার পড়ালেখার কথা বললে তাদের মগ্ন হবে। কোন কিছু নিষেধ করলে তা মেনে নিবে।

২.পিতা মাতার আদর্শিক জীবনবোধ থেকে শিক্ষা।

  • ভালো মানুষ হতে হলে পিতা-মাতার আদর্শিক প্রভাব অনেক তাৎপর্যবহ। পিতা মাতাকেই হতে হয় আদর্শিক মডেল, আদর্শের রূপদান করে পিতা-মাতার জীবন বদল কর্মকাণ্ড থেকেই আমি পথ চলার সম্ভাবি শক্তি। তাইতো পিতা আমাদের প্রতিটি পথ চলা হতে হবে আদর্শ মুখী।

৩.পিতা-মাতার আর্থিক সামর্থ্য অনুযায়ী দাবি পেশ না করা।

IMG_20240130_093044_483.jpg

  • পিতা-মাতার উপার্জন বা আয়ের অবস্থান বুঝে তাদের কাছে শিক্ষা উপকরণ সহ নানা স্বাদ আহলাদের দাবি টুকু বেশ করতে হবে। মূলত এমন অনেক পিতা-মাতা আছেন যারা আর্থিক দৈন্যতায় ছেলেমেয়েদের শিক্ষা উপকরণের খরচ নির্বাহ করতে হিমশিম খেয়ে ওঠেন।

৪.পারিবারিক দ্বন্দ্ব কলহে কোন পক্ষ অবলম্বন না করা।

  • পরিবার অঙ্গনে কখনো কখনো প্রীতিকর অপ্রীতিকর কিছু ঘটনা ঘটে স্বাভাবিক। সংসার ও সাংসারিক জীবনে ইচ্ছা অনিচ্ছায়, আর্থিক অভাব অনটনে বা টাকা অহংকারে অথবা মানুষের চিরশত্রু বেদনাময় দুর্ঘটনা ঘটতে পারে। আর এসব ঘটনা দেখে শুনে ছেলেমেয়েরা বিব্রতকর অবস্থায় পড়ে নিজেদের সুন্দর জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে।

  • তবে বাতিল একসাথে থাকলে ধাক্কা খাবে বাঁশ ঝাড়ে বাসে বাসে ঘষা খাবে এটা যেমন স্বাভাবিক সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মাঝে কখনো কখনো কতিপায় ভুল বোঝাবুঝি হতে পারে। এই অবস্থায় ছেলেমেয়েদের উচিত কখনো পক্ষ অবলম্বন না করা।

আজকের মত এখানে শেষ করছি লেখার ভিতর কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 6 months ago 

বলা হয়ে থাকে যে, একটা বাচ্চা জন্মের পর পৃথিবীর প্রথম শিক্ষক তার বাবা-মা বিশেষ করে মা। আর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার।
কার সাথে কিভাবে কথা বলতে বা চলতে হবে কিংবা ভিন্ন ভিন্ন পরিবেশে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হবে এসব কিছুই একটা শিশু তার বাবা মায়ের কাছে থেকেই জানতে পারে।
বাবা-মায়ের পাশাপাশি সন্তানেরও উচিত তার তার বাবা মায়ের প্রতি পরিপূর্ণ খেয়াল রাখা।
আপনার লেখা পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 6 months ago 

আপনি খুব শিক্ষামূলক একটা পোস্ট করেছেন আজ। অনেক ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 6 months ago 
  • পিতা মাতা একটি সন্তানের জন্য আদর্শ শিক্ষক অভিভাবক, পথ প্রদর্শক ও বটে। তোর পিতা মাতার সমর্থের বাইরে কোন আবদার সন্তান বের করা উচিত নয়।

  • কোন কারণে মাতা পিতাকে অসম্মান করা ও উচিত নয়। খুব সুন্দর ভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন প্রতিটা সন্তানকে এসব বিষয়গুলো অনুসরণ করা উচিত। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য আমি চেষ্টা করি আমার পোস্টগুলোর মাধ্যমে কোন কিছু শিক্ষামূলক কোন কিছু পোস্ট করার জন্য।

 6 months ago 
  • আসলেই আপনার পোস্ট গুলো পড়ে কিছু না কিছু শিখার আছে।এই বিষয়টি আমার কাছে খুব ভালো লাগে।এই প্লাটফর্ম হলো আমাদের মনের ভাব প্রকাশ করার একটি উত্তম সুযোগ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ঠিক বলেছেন একমাত্র পিতা মাতাই আমাদের জীবনের প্রধান শিক্ষক যেটা আমরা আমাদের জীবনে প্রথম শিক্ষক হিসেবে কাছে পেয়ে থাকি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 6 months ago 

আমি দেখেছি যে সন্তানগুলোর ছোট থাকতেই বাবা-মা মারা যায় তারা খুব কম সন্তান আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে। । একটি সন্তানের প্রধান শিক্ষক তার বাবা-মা। যখন একটি সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে তখন তার বাবা মা তাকে শিখিয়ে থাকে কিভাবে তাকে চলতে হবে।।

ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

 6 months ago 

একটি সন্তানের প্রথম স্কুল যদি হয় তার পরিবার তাহলে শিক্ষক বাবা মা। বাবা মায়ের কাছে থেকেই একজন প্রথম শিক্ষা গ্রহণ করে যে শিক্ষা আজীবন সে লালন করে বড় হয়।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58394.86
ETH 2618.86
USDT 1.00
SBD 2.39