সহজ জল রং বিগিনারদের জন্য|| ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা ।আশা করি সকলে সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই রয়েছি আপনাদের আশীর্বাদে ।বেশ অনেকদিন ধরে নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে হ্যাংআউটে উপস্থিত থাকতে পারছি না ।কালকেও হ্যাংআউটে উপস্থিত থাকতে পারিনি ।এজন্য আমার মনটা খারাপ লাগছিল। তবে পরের হ্যাংআউটে অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করব ।

20220220_222026.jpg

আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার রং তুলির খেলা ।শখ করে কয়েক মাস আগে জলরং কিনেছিলাম। ছোটবেলা থেকে আমি কখনও ছবি আঁকা শিখি নি। বাবা এত বড় শিল্পী হওয়া সত্ত্বেও ,বাবার কাছে শেখার সুযোগ হইনি। বাবাকে কর্মসূত্রে নানানভাবে বাইরে থাকতে হত। এই কারণে ছোটবেলা থেকে ছবি আঁকা শেখা হয়নি ।বাবা কাছে থাকলে হয়ত ,এই ছবি আঁকা থেকে শুরু করে বড় মূর্তি তৈরি করা শিখে ফেলতাম এতদিনে।

20220311_182245.jpg

যদিও এজন্য খুবই আফসোস আমার আর বাবার তো আছেই ।তবে নিজের ইচ্ছামত মাঝেমধ্যে পেন্সিল দিয়ে ড্রইং, জলরং এর কাজ, ফেব্রিক রং দিয়ে ছবি আঁকা এসব তো চলতেই থাকে। সাথে চলতে থাকে মাটি দিয়ে কিছু তৈরি করার ব্যাপার। সেগুলো তো সবই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে একটি জল রং এর কাজ।

আমি এই যে জল রং গুলো করছি পরপর কিছু। মাঝেমধ্যেই আমি জলরঙের কাজটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সেগুলোর একটা রেজাল্ট আছে ভালো। সেগুলো দিয়ে আমি একটা দারুন জিনিস তৈরি করেছি। তা অবশ্যই কিছু দিন পরে আপনারা দেখতে পারবেন ।তবে এই ছোটখাটো জলরঙের কাজগুলো করতে মজাই লাগে।

সময় সুযোগে একটু রং তুলি নিয়ে বসে জল দিয়ে খেলা করতে সত্যিই শান্তি লাগে। জলরঙের এই জলের খেলা তে কত সুন্দর সুন্দর ছবি সৃষ্টি হয় তা তো আপনারা দেখেছেন, আমি নামমাত্র সামান্য নিজের মতো করে ছবি আঁকি। সেগুলোই দেখুন - কিভাবে আমি কি করেছি।

আমি এখানে আর্টিস্টিক ওয়াটার কালার ব্যবহার করছি। আর সাথে আছে ড্রইং শিট , মোটা যেটা,সেটা।

প্রথম ধাপ

প্রথমে ড্রইং শিট এর একটা ছোট্ট অংশ কেটে নিয়েছি।
ড্রয়িং শিট পাতলা হলে জল রং খেলবে না সেই পেপারে।
একেবারেই পাতলা যে কাগজ গুলোতে আমরা সাধারণত লিখি তাই সেই কাগজগুলোতে জলরং করে মজা হবে না। তাই ড্রইং শিট বা হ্যান্ডমেড পেপার ব্যবহার করতে হবে।

20220220_214801.jpg

দ্বিতীয় ধাপ

প্রথমেই প্লেটের উপর অল্প করে নিয়ে নিয়েছি শ্যাওলা সবুজ রং। জল রঙে একেবারেই রঙ কম ব্যবহার হয়, সে তুলনায় জল সবথেকে বেশি ব্যবহার হয়, তাই রং অল্প অল্প করে প্যালেট এ ঢালবেন।

20220220_215031.jpg

তৃতীয় ধাপ

একটু রং তুলিতে ভরিয়ে জল মিশিয়ে ছবি আঁকা শুরু করে দিলাম। প্রথমেই দেখুন আমি এরকম ভাবে দুটো দাগ কেটে নিচ্ছি।
20220311_182538.jpg

20220311_182559.jpg

চতুর্থ ধাপ

ডিপ নীল এবং লাল ব্যবহার করে বানিয়ে নিলাম ভায়োলেট কালার। তারপর জল মিশিয়ে তুলির কায়দায় এঁকে নিচ্ছি ফুল। কিভাবে ফুলটা আঁকছি সেটাও আপনারা খেয়াল করুন।

20220220_215241.jpg
দেখুন আমি জলের ব্যাপারটা কেমন ভাবে রাখছি ,যেখানে জলের পরিমাণ বেশি হচ্ছে সেখানে রংটা ডিপ হচ্ছে।

20220311_181320.jpg

একটা ফুল আঁকা হয়ে গেলে পরবর্তী আর একটা ফুলও করে নেব।
20220220_215348.jpg

তুলির সাহায্যে ফুলের আকৃতি গুলো কত সুন্দর তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছেন। যারা জলরং সদ্য হাত দিয়েছেন তাদের পক্ষে এরকম ছবি পারফেক্ট হবে। এরকম ভাবেই সহজ সহজ ছবি আঁকতে আঁকতে জলরং এর ব্যাপারটা বুঝে গেলেই আপনার ভালো ছবি আঁকতে পারবেন।
20220311_181526.jpg
খুব সুন্দর ভাবে দুটো ফুল আমরা করে নিলাম।

20220220_215709.jpg

পঞ্চম ধাপ

সবুজ রং ব্যবহার করেই তুলির মাধ্যমে তুলির কায়দায় গাছের সুন্দর করে পাতায় এঁকে নিচ্ছি।

20220311_181718.jpg

কত সুন্দর দেখতে লাগছে!

20220220_215816.jpg

ষষ্ঠ ধাপ

বেগুনি আর নীল রঙ ব্যবহার করে আমি অতিরিক্ত জল মিশিয়ে ছবিটার চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে রং ফেলছি। তুলিতে আঙুলের সাহায্যে টোকা মারলে ই এরকমভাবে ছিটকে ছিটকে চারিদিকে ফোঁটা রং পড়বে।

20220220_215921.jpg

সপ্তম ধাপ

এবারে গাছের নিচের চারি দিকের অংশটা একটু সবুজ সেড দেব। জল এবং সবুজ রং ব্যবহার করে কথাও ডিপ কোথাও হালকা ভাবে সেড দিচ্ছি। যেখানে হালকা করছি সেখানে জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছি।

20220311_181920.jpg

আর এই ভাবেই তৈরি হয়ে গেছে খুবই সহজ একটা জলরং চিত্র।

20220311_182108.jpg

যারা একেবারেই প্রথম, কখনও জল রং দিয়ে ছবি আঁকেন নি। তারা অবশ্যই বাড়িতে জল রং কিনে ,প্রথমবার এই ছবিটা চেষ্টা করে দেখুন ।আশা করছি আপনাদের কাছে অনেক সহজ হবে। আমি বুঝিয়ে সবটাই বলেছি। তবে অবশ্যই মাথায় রাখবেন জলরং এর ক্ষেত্রে জলটা কিন্তু বেশি ব্যবহার করতে হয়।

আজকের মত এখানেই পোস্ট শেষ করছি। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন। নমস্কার।
@isha.ish

Sort:  
 2 years ago 

জল রং দিয়ে খুব সুন্দর করে ফুলের গাছের চিত্র অংকন করলেন। যেহেতু আপনার জল রং দিয়ে ছবি আঁকার দক্ষতা নেই তবুও অনেক সুন্দর হয়েছে ।আপনার চেষ্টা বিফলে যায়নি আমার কাছে অনেক ভাল লেগেছে ।আপনার বাবা অনেক সুন্দর চিত্র অংকন করতে পারে জেনে ভালো লাগলো ।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি খুবই সুন্দর করে আপনার নিপুন হাতের সাহায্যে জল রং ব্যবহার করে চমৎকার ফুল গাছের রূপদান করেছেন। শুভেচ্ছা ও শুভকামনা রইল দিদি আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে দাদা।

 2 years ago 

ধন্যবাদ আপু, জল রং ব্যবহার করে এত সহজে খুব সুন্দর ফুলের চিত্র এঁকেছেন, যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি কথা বলতে কি আপু, আমি কখনো আঁকাআঁকির চেষ্টা করিনি কিন্তু আপনার দেয়া চিত্রাংকনটির প্রত্যেকটি ধাপ যত সহজ করে তুলে ধরেছেন,মনে হচ্ছে যে আজ আমি জলরং কিনে এনে আপনার দেয়া পদ্ধতি অনুসারে ফুলের চিত্রটি আঁকার চেষ্টা করব। আপনার উপস্থাপনা টা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটি ফুলের চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অবশ্যই চেষ্টা করবেন।অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব ভালো লাগলো দিদি আপনার এই উদ্যোগ। এমন হলে আমরাও শিখতে পারবো। সবাই শুধু আর্ট আর রঙ করা দেখায়। আজ আপনি রঙ এর মিশ্রন ও দেখালেন। এভাবে কয়দিন দেখলে হয়তো আমিও পারবো। অনেক অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

একদম তাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনি কি কারো কাছ থেকে ছবি আঁকা শিখেছেন? বিগিনারদের জন্য আঁকা আপনার এই ছবিটি আমার কাছে সত্যিই দারুণ লাগলো। রীতিমত ফ্রেমে বাঁধাই করে ঘরে টানিয়ে রাখার মত একটা ছবি। শুভকামনা রইল আপনার জন্য সেইসঙ্গে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

শিখিনি দাদা। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33