ফোটোগ্রাফি ছন্দে ছন্দে : পর্ব -৩

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আজকে পোষ্টের শুরুতেই সকলের কাছে ক্ষমা চাইছি। আমিবিগত বেশ কিছুদিন লা পাতা হয়েছিলাম ।আসলে ব্যক্তিগত নানান সমস্যার কারণে পোস্ট লিখতে পারিনি। প্রত্যেকদিন ভাবতাম আজকে পোস্ট করব ,কিন্তু নানান কারণে সেটা হয়ে উঠছিল না ।আমি এমনই একজন , যে মন ভালো না থাকলে কোন কিছুই করতে পারিনা । তাই সবার আগে আমার নিজের মনটাকে আগে ভালো রাখতে হয়।
আর ঠিক ওই একই কারণে মন ভালো না থাকায় পোস্ট লেখার মন মেজাজ কোনভাবেই তৈরি হচ্ছিল না ।লেখালেখি করি , এই প্লাটফর্মে কাজ করার পেছনে বিশেষত ভালোলাগা ব্যাপারটা বেশি কাজ করে। সাথে তো আর্নিং এর একটা ব্যাপার রয়েছে।
আসলে মন ভালো না থাকলে মন দিয়ে কাজ না করা যায় না। আর যেখানে মন দিয়ে কাজ হয় না সেই কাজটাও ভালো হয় না।আর আমি কখনোই চাই না সেটা। আমি যেটুকুনি করি মন থেকে করার চেষ্টা করি ।
আশা করি বোঝাতে পারলাম ।বেশ একটা স্টোরি দিয়ে দিলাম ।তবে চেষ্টা করব আজ থেকে যতটা পারা যায় আবার নতুন করে সবকিছু শুরু করা ।নিয়মিত পোস্ট করা ।পরিবারের সাথে বেশ অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ।তাই নতুন করে ফিরে এসে একটা আলাদাই আনন্দ পাচ্ছি।
আশা করি আমার এই পোস্ট পড়ে আপনারাও সকলে অনেক খুশি হবেন ।একটা সময় ছিল প্রত্যেকদিন পোস্ট না লিখলে আমার পেটের ভাত হজম হতো না। আর এখন চারিপাশের নানান চাপে পড়ে কত অভ্যাস বদলে গেছে ।আসলেই সময় অবস্থা সবার সবসময় এক থাকে না। তাই মানুষগুলো চেঞ্জ হয়ে যায় ।হয়তো মানুষের অন্তর্নিহিত আমিত্ব একই থাকে। কিন্তু পারিপার্শ্বিক প্রভাবে বহির্জগতের আমি একটু হলেও বদলে যায়।
বেশ বড়সড় একটা ভাষণ দিয়ে দিয়েছি। আমি আশা করছি আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে । আবার নতুন করে পরিবারের কাছে ফিরে আসতে পেরে খুবই আনন্দিত। আমি প্রথমেই আজকে ফটোগ্রাফি পোস্ট করছি। ছন্দে ছন্দে ফটোগ্রাফি - এর আগে আমি দুইবার পোস্ট করেছিলাম ।আজকে নিয়ে তিন নম্বর পার্ট। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।

প্রথম ফটোগ্রাফি

লোকেশন

Snapchat-1126646205.jpg

কাগজের নৌকোয় বাল্যপ্রেম
তুমি অদ্ভুত অনিশ্চয়তা।
তোমার আলোয় দেখছি আমি
অন্ধকারের উজ্জ্বলতা ।

দ্বিতীয় ফটোগ্রাফি

লোকেশন

20220808_183520.jpg

আমার তোমার দূরত্বটা
পিচের চাদর মোড়ানো।
কত গাড়ি চলে গেল!
অভিমান যায়নি সরানো।

তৃতীয় ফটোগ্রাফি

লোকেশন

20220817_182936.jpg

সূর্য ডুবে ক্লান্তি আনে।
সময়ে নদীরও পার ভাঙ্গে।
তাক লাগানো বেগুনি আভায়,
রাধা কাঁদে শ্যামের কানে।

চতুর্থ ফটোগ্রাফি

20220810_193250.jpg

চেষ্টা চলে ডান বাম
নিদ্রা ডাকে প্রিয়নাম।
আমি স্তব্ধ শব্দ নিয়ে
নীরবতা ভাঙ্গি অবিরাম।

পঞ্চম ফটোগ্রাফি

লোকেশন

20220808_182814.jpg

কোনো এক বিকেল পারে
মেঘ সেজেছে আলোর হারে।
ব্রিজের ধারে গল্প লেখা -
তোমার ঠোঁটে চুপিসারে।

ষষ্ঠ ফটোগ্রাফি

20220808_162131.jpg

এই যে এত খোলা আকাশ!
এই যে এত প্রাণ!
পোড়োবাড়ী স্বপ্ন খোঁজে।
বাঁচিয়ে পিছুটান।

সপ্তম ফটোগ্রাফি

লোকেশন

20220808_162142.jpg

তোমার রঙে আকাশ দেখি।
তোমার রঙে আমায় ।
অন্তহীনের নেশার টানে
সবুজ খেলা জমায় ।

সমাপ্ত

চতুর্থ ফটোগ্রাফিটি আমার বাড়ির ছাদ থেকে করা। আর শেষের দুটো একই জায়গা থেকে ফটোগ্রাফি করা হয়েছে বলে লোকেশন এক জায়গাতে দিলাম। ছবিগুলোর সাথে সামঞ্জস্য রেখে যতটা পেরেছি চেষ্টা করেছি চার লাইন করে কবিতা লেখার।😊
প্রত্যেকটি ছবি ক্যাপচার করা হয়েছে আবার অ্যান্ড্রয়েড ফোন - স্যামসং গ্যালাক্সি এ ফিফটি টু দিয়ে।
আজকের মত এখানেই শেষ করছি। আগামীকাল নতুন কিছু নিয়ে হাজির হব। ততক্ষণে সকলে ভালো থাকুন। ধন্যবাদ।

@isha.ish

Sort:  
 2 years ago 

সত্যিই ইনজয় করলাম সুন্দর একটা পোস্ট। যে পোষ্টের মধ্যে দারুন কিছু ফটোগ্রাফি ছন্দে ছন্দে কবিতা আকারে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন। সবকিছুই মিলিয়ে বলতে পারি অল দ্যা বেস্ট। খুবই ভালো লেগেছে আপনার আজকের এই এত সুন্দর পোস্ট পড়ে

 2 years ago 

মন ভালো না থাকলে কোন কাজেই ঠিকমতো মন বসে না একদম ঠিক বলেছেন আপু। প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ বিভিন্ন কারণে কাজের দ্বারা কিছুটা ধীরস্থির হয়। আবার সেটা ঠিক হয়ে যায়। যাইহোক ,খুব সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম তার সাথে কবিতার মাধ্যমে ব্যাখ্যা সত্যিই অনেক ভালো লাগলো।

 2 years ago 

প্রিয় দিদি
আপনি হয়তো জানেন না যে আমি আপনাকে কতটা মিস করেছি ৷ সেই যে আড্ডার কথা সেদিন থেকে আর নেই ৷ আমি মনে মনে তাই ভেবেছিলাম যে সে হয়তো প্রচুর ব্যস্ত সময় কাটাচ্ছে ৷ আর জীবন তো নানা বাধা বিপত্তি ঘাত প্রতি ঘাত সামলাতে হয় ৷ এরই নাম জীবন ৷
যা হোক আপনি আবারও ফিরে এসেছেন ৷ আমার বাংলা ব্লগ পরিবার যেন পূর্নতা পেলো ৷

তবে দিদি আপনার করা ফটোগ্রাফি গুলোর সাথে যে ছন্দে ছন্দে লেখা গুলো সত্যি মনকে প্রবল ভাবে নাড়া দিচ্ছে ৷সত্যি অসাধারণ ছিল লেখা গুলো ৷

 2 years ago 

ব্যক্তিগত নানা কারণে কিছু দিন পোস্ট না করলেও আজকের পোস্ট টি অনেক সুন্দর হয়েছে। ছন্দে ছন্দে সুন্দর ফটোগ্রাফি করেছেন। খুব ভালো আপনার ফটোগ্রাফি গুলো। আশা করি এখন থেকে নিয়মিত আপনার পোস্ট দেখতে পাবো।ভালো থাকবেন আপু।

 2 years ago 

সত্যি বলতে আমি মনে করি মানুষের মন এমন একটা জিনিস যা আমাদের অনেক কিছু করায় আবার অনেক কিছু থেকে বিরত রাখে। যদি আমাদের মন ভালো থাকে তাহলে আমরা যেই কাজটা করতে পারবো না তারপরও আমরা সেটা করার চেষ্টা করি। আর যদি মন খারাপ থাকে যে কাজটা আমরা পারবো সেটাও করতে তেমন আর ইচ্ছে হয় না যেমনটা আপনার সঙ্গে হয়েছে। আশা করি খুব শীঘ্রই আপনার মন আগের থেকে আরও বেশি ভালো হবে এবং আপনি কমিউনিটিতে নিয়মিত পোস্ট করবেন। যাইহোক খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে সুন্দর বর্ণনা খুবই ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপু আপনি কিন্তু ছন্দে ছন্দে ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে তেমন সুন্দর হয়েছে আপনার ছন্দ গুলো। খুব উপভোগ করেছি আপনার ছন্দ গুলো এবং তাকিয়ে ছিলাম আপনার ফটোগ্রাফি গুলো দেখে। মনে হচ্ছে আমি নিজেই এগুলো উপভোগ করছি। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার পোস্টটা প্রথমে দেখেই মনে পড়লো যে অনেকদিন পর ঈশা দিদির পোস্ট দেখলাম মনে হচ্ছে। ভেবেছিলাম হয়তো আমি মিস করে গেছি। অনেকদিন পর আবার আমাদের মাঝে ফিরে এসেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে ব্যক্তিগত সমস্যা সবারই কম বেশি থাকে। সুখ দুঃখ সবারই জীবনে আসে। যাইহোক, ফটোগ্রাফি দেখে সত্যিই খুব ভালো লাগছে দিদি। খুব নিখুঁত ভাবে প্রত্যেকটি ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফিই খুব ভালো লেগেছে।

 2 years ago (edited)

@isha.ish তুমি ডিস্কোর্ডে এসে টিকিট ক্রিয়েট করবে অবশ্যই।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64222.08
ETH 3135.29
USDT 1.00
SBD 3.99