DIY- এসো নিজে করি : গ্লাস পেন্টিং || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। আমি মোটামুটি আছি বলতে পারেন। বাড়ী র সকলের শরীর খারাপ। কারোর জ্বর,কারোর দাঁতে ব্যাথা, কারোর ঠাণ্ডা লেগে গলা ব্যাথা।সব মিলিয়ে অসুস্থ পরিবার বর্তমানে। তার মধ্যে আমার ইন্টারনাল পরীক্ষা চলছে। সব মিলিয়ে বেশ জমজমাট একটা পরিস্থিতি।😅😅

20220111_135919.jpg

অনেকদিন পর আবার একটি ডাই ইভেন্ট এর জন্য পোস্ট নিয়ে হাজির হলাম। ছবি আঁকতে তো আমার বেশ ভালই লাগে। আসলে শিল্প , কারিগরী যেকোনো দিক আমার খুব পছন্দ। কিন্তু সময়ের চাপে সবকিছুতে সময় দেওয়া হয়ে ওঠে না ।তাও আপনাদের সাথে শেয়ার করবো বলে মাঝে মধ্যে খোশমেজাজে বসে পড়ি কিছু না কিছু নিয়ে।

20220111_133416.jpg

কখনো আবার মন ভাল না থাকলে এসব করে নিজেকে ব্যস্ত রাখি, গান করি নাহয় ছবি আঁকি, না হয় গল্পের বই পড়ি, আবার না হলে কবিতা লিখি, কখনো কখনো পছন্দের সিনেমাগুলো আবার দেখি, এখন তো আবার নতুন আর একটা কাজ যুক্ত হয়েছে সেটা হল , এখন মন ভাল না থাকলে মাটি দিও কিছু বানানোর চেষ্টা করি।

B612_20220111_133706_049.jpg

আর আজ দেখুন, আমার এক্সাম চলছে, তাও এই সময়ে খুব গ্লাস পেইন্টিং করতে ইচ্ছা করলো আর নিয়ে বসে পড়লাম ,দুপুর বেলা, ছাদে রোদ পোয়াতে পোয়াতে কাজ করতে দিব্যি লাগছিল।

তাহলে আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে কাঁচের জার এ গ্লাস পেইন্ট এর সাহায্যে ডোরেমন নবিতা আঁকবেন। চলুন শুরু করা যাক-

প্রথম ধাপ

প্রথমে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি,আর নিয়ে নিয়েছি গ্লাস পেইন্ট।এই ক্যামেল এর গ্লাস পেইন্ট এর বাক্সটি আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম, এর ভিতরে একটা বেস লাইনার থাকে, আর পাঁচ রংয়ের গ্লাস পেইন্ট থাকে সাথে থাকে সলভেন্ট বেস ও।

20220111_134152.jpg

বেসলাইনারের সাহায্যে কাঁচের গায়ে ছবি আকা শুরু করলাম। প্রথমে আমি নবিতার মুখের গঠন টা এঁকে নিচ্ছি।

20220111_134423.jpg

তারপর ওর চোখ মুখ কান এবং জামার জায়গাটারও আউটলাইন তৈরি করে নেব।

20220111_134650.jpg

এই ভাবেই নবিতার আউটলাইন তৈরি হয়ে যাওয়ার পর ডোরেমনের আউটলাইন বানানো শুরু করব।

20220111_134745.jpg

আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পেন্সিলের মত বেস লাইনার টাকে ধরে এঁকে চলেছি ছবিগুলো।

20220111_135000.jpg

ডোরেমন আর নবিতা তৈরি হয়ে যাওয়ার পর ,দুজনের মাঝে একটা হার্ট এঁকে দিলাম।

20220111_135051.jpg

কমপ্লিট হয়ে গেলো আমাদের আউট লাইন আঁকা। এবার এটা ১ ঘন্টার জন্য শুকোতে দেবো।

20220111_135203.jpg

দ্বিতীয় ধাপ

এবার লাল, নীল, হলুদ,আর বাদামি রং নিয়ে নিয়েছি।

20220111_135230.jpg

এবার শুরু করলাম রং করা, নবিতার জামা রং করলাম।সাথে ডোরেমন মানেই নীল রং করলাম।

20220111_135329.jpg

লাল রং দিয়ে ওদের মুখ ভরাট করলাম।সাথে হার্ট গুলোও।আর তৈরি হয়ে গেলো আমাদের পেইন্টিং । এবার এটা শুকনোর জন্য একদিন রেখে দিন।

20220111_135431.jpg

ফাইনাল লুক

20220111_133414.jpg

20220111_133503.jpg

20220111_133442.jpg

                                                           হহ

আশা করছি আপনাদের সকলের আমার আজকের এই পোস্ট ভালো লাগবে। সকলের মন্তব্যের অপেক্ষায় থাকলাম। সকলে ভালো থাকুন। নমস্কার।

@isha.ish

Sort:  
 2 years ago 

অসাধারণ একটি গ্লাস পেইন্টিং করেছেন।ডরেমন এর ছবিটা অনেক সুন্দর হয়েছে।আর প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি খুবই সুন্দর হয়েছে আপনার এই গ্লাস পেইন্টিং। এই রঙ এখন পর্যন্ত দেখি নি,দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। আর আপনার কাজটি তো অসাধারণ হয়েছে। পুরো কাজ দেখে মনটা জুড়িয়ে গেল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

অসাধারণ সুন্দর হয়েছে আপনার গ্লাস পেইন্টিং করা। আপনার পেইন্টিং এর প্রতিটি ধাপে বিবরণ গুলো পড়ে বোঝা যাচ্ছে অনেক মেধা খাটিয়ে পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং এর দুটি চিত্রের মুখের হাসির চিত্রটি আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 2 years ago 

  • খুব অসাধারণ করে একটি পেইন্টিং করেছেন আপনি। দেখতে আমার খুবই চমৎকার লেগেছে। গ্লাসের উপর এত সুন্দর করে আপনি এই পেইন্টিংটি করেছেন দেখেই আমি মুগ্ধ। শুভকামনা রইল আপনার জন্য। আর এত সুন্দর একটি পেন্টিং উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার আজকের গ্লাস পেইন্টিংটা এককথায় অসাধারণ ছিল। বরাবরই আপনি আমাদের মাঝে ভালো ভালো পেইন্টিং ইউনিক পেইন্টিং গুলো উপহার দিয়ে আসছেন আসছেন এটাও তার ব্যতিক্রম নয়। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ এত অনুপ্রেরণা দেওয়ার জন্য। ভালো থাকুন দাদা।

 2 years ago 

ওয়াও ওয়াও ওয়াও!!
জাস্ট অসাধারণ, আমার অনেকদিনের ইচ্ছে ছিলো গ্লাস পেইন্ট করা তবে কেনো জানিনা টাইম পাইনা।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

শুনেছি চাইনিজরা গ্লাস বা সিরামিক পেইন্টিংয়ে বিখ্যাত। আমাদের এই কমিউনিটিতেও কয়েকজনকে দেখেছি গ্লাস পেইন্টিং করতে। আপনার পেইন্টিংটি ও অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা।

 2 years ago 

আপনার গ্লাস পেইন্টিং টি খুবই চমৎকার হয়েছে ।আপনার পেইন্টিং এর মাধ্যমে দীর্ঘদিন পর ডোরেমন ও নবিতা কে দেখতে পেলাম ।খুবই ভালো লাগলো। কার্টুনটি আমার কাছে খুব ভালো লাগতো ।প্রতিটি ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন ।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গ্লাস পেইন্টিং আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্লাসে পেইন্টিং করা অসাধারণ হয়েছে দিদি। প্রতিটা ধাপ আপনি খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। পেইন্টিং দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি। ভালো থাকুন।

 2 years ago 

বাহ আপনার গ্লাস পেইন্টিংটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনি আপনার দক্ষতা দিয়ে নিখুতভাবে কাজটি সম্পূর্ণ করেছেন। তাছাড়া উপস্থাপন টাও অনেক সুন্দর ভাবে দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত অনুপ্রেরণা দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 61562.85
ETH 2891.34
USDT 1.00
SBD 3.43