কাশ্মীরি কিছু ফটোগ্রাফী || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে সুস্থ আছেন। বেশ অনেকদিন পরে কাশ্মীরের জিনিসপত্র নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি কাশ্মীরি কিছু গাছেদের ছবি। উঁচু উঁচু পাহাড়ের গায়ে গায়ে বেশ ভয়ে ভয়ে আটকে থাকা গাছ গুলো দেখতে অপূর্ব লাগতো আমার।

20211101_135918.jpg

হ্যাঁ বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতেও ভয় পেতাম। দেখে যেন মনে হতো গাছগুলো কখন আমার ঘাড়ের ওপরে হয়তো এসে পড়বে । আর আমার মতনই হয়তো গাছগুলো নিজেদের অস্তিত্ব নিয়ে এতটাই ভয়ে থাকতো ।পাহাড়ের উপর থেকে যখন তখন ধসে পড়া পাথরের টুকরো গাছেদের অনেক ক্ষতি করত ,তা গাছগুলোর লন্ডভন্ড হয়ে যাওয়া কিছু অবস্থা থেকেই বুঝতে পেরেছিলাম।

20211101_135459.jpg

তবুও নতুন জায়গায় গেলে সবকিছুই যেন অপূর্ব লাগে ।আমার অনেকটা সেরকমই হয়েছিল বলতে পারেন কাশ্মীরে গিয়ে ।কাশ্মীর পাগল হয়ে গিয়েছিলাম আমি। তাই কাশ্মীরের প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়ে গিয়েছে।

20211101_135948.jpg

তা ঘাসফুল থেকে শুরু করে হোক, অথবা রাস্তার ধারে পড়ে থাকা পাইনের ফল হোক । এগুলো ওখানে খুব দুর্বিষহ কিছু না। কিন্তু আমার কাছে তা ছিল একেবারেই নতুন এবং অপ্রাসঙ্গিক।

20211101_135658.jpg

একদিন আমাদের হোটেল থেকে মিউজিয়ামে যাওয়ার পথে এই ছবিগুলো তুলতে তুলতে যাচ্ছিলাম ।হোটেল থেকে মিউজিয়ামে দূরত্ব হাঁটাপথে ১৫ মিনিট হবে ।কিন্তু এভাবে হেঁটে হেঁটে কখনোই রাস্তাটুকু চারিদিক দিয়ে লক্ষ্য করে দেখা হয়নি। সেই সময়টি পাইনি সে কদিন। কিন্তু একদিন যখনই সময় পেলাম ,বেরিয়ে পড়েছিলাম হাঁটতে একা একাই।

20211101_135810.jpg

পাহাড়ি রাস্তায় হাঁটতে গিয়ে যে কি পরিমানে অসুবিধা হচ্ছিল আমার, তাই বলে বোঝাতে পারব না। সেদিনকে মনে হচ্ছিল যে আমার চেহারা স্বাস্থ্যটা হয়তো একটু বেড়েছে ।যদিও রাস্তাগুলো বেশি উঁচু নিচু ছিল না ।গায়ে কম্বল এর মত চার পাঁচটা জিনিস পড়ে ছিলাম ,বলেই হয়তো হাঁপিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি।

20211101_144049.jpg

আমার মতো হেঁটে হেঁটে সেভাবে কাউকে যেতে দেখি নি ।কিন্তু মাঝেমধ্যে গুটিকয়েক মানুষজন চোখে পড়ছিল। আর তাছাড়া মেনরোড ছিল পাশ দিয়ে ।তাই গাড়ি আর ঘোড়া বেশি চলছিল।আর আমি যেভাবে চারিদিকে তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছিলাম। হয়তো সেখানে কেও থাকলে আমাকে পাগল বলতো।

20211101_141626.jpg

গাছ গুলোর অঙ্গভঙ্গি দেখে কি বুঝলেন? যে কেউ এসব গাছ দেখলে থেমে যাবে, কারণ আমাদের মত সমভূমির মানুষজন কি আর এসব জীবনে দেখেছে, আমিও তাই আদেখলেমি যেটাকে বলে, সেরকমই কিছু করে ফেলছিলাম।

পৃথিবীতে কত কি দেখার জিনিস আছে বলুন তো, এই আক্তাজায়গায় গিয়েই তার কত কোণায় কোণায় নানান সৌন্দর্য লুকিয়ে থাকে। আমরা সত্যিই খুবই নগণ্য এই ব্রহ্মাণ্ডের কাছে। তুলনা করাই মুশকিল।

প্রত্যেকটি ছবি আমার অ্যান্ড্রয়েড ফোন স্যামসং গ্যালাক্সি এ ফিফটি টু দিয়ে কাপচার করা।

ছবিগুলি ২০২১ শের ১স্ট নভেম্বর এর

আশা করছি আপনাদের সকলের আমার আজকের এই পোস্ট ভালো লাগবে। সকলে ভালো থাকুন। নমস্কার।

@isha.ish

Sort:  
 3 years ago 

ওয়াও আপু প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ। আপনার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমার ইচ্ছে করছে আমি এক্ষুনি ছুট্টে চলে যায় কাশ্মীরে। আপু আমাকেও নিয়ে যেতেন। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আচ্ছা, পরের বার গেলে নিয়ে যাবো আপনাকে।ধন্যবাদ দিদি।

 3 years ago 

ছবি গুলো সুন্দর হয়েছে অনেক আপু। প্রতিটা ছবি সুন্দর বিবরণ দিয়েছেন। এর জন্য বেশি ভালো লাগতেছে। প্রথম যে ছবিটা দিয়েছেন সেটার ফুল কি ছোট? নাকি বড়। মনে হচ্ছে ম্যাক্রো তুলেছেন অনেক সুন্দর হয়েছে বাকি সব ছবি গুলো ও।

 3 years ago 

ওখাকার ঘাস ফুল, ছোটো ফুল, অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 
আপু আপনার আজকের কাশ্মীরি ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের একটি জঙ্গলে পরিবেশে গা ছমছম করে তবে দৃশ্য কিন্তু এটা বলতে হবে! ধন্যবাদ আপনাকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 3 years ago 

জঙ্গলের মত পরিবেশ ছিল না দাদা , আর সে কারণে আমার গা ছম ছম করেনি। দাদা আপনি কিন্তু পোস্টটি পড়েন নি ঠিক মত😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔😩😩😩😣😣😣😖😖😖

 3 years ago 

আপু আমি আপনার কথা বলিনি আসলে মিন করেছি এমন জঙ্গলে আমার নিজেরই গা ছমছম করে তাই বললাম মাত্র।

 3 years ago 

আপু আসলে কি বলবো সম্পুর্ন পোস্ট টা হয়তোবা গঠনমূলক কমেন্ট যদি এমন হতো যে আপনি রাস্তা দিয়ে চলার পথে এ জায়গাটি দেখেছিলাম তখন সময় পাননি এরপর একা একা সময় পাওয়ার পর চলে গিয়েছিলেন তাহলে হয়তো আপনার কাছে মনে হতো আমি পোস্ট পড়েছি কিন্তু আসলে বিষয়টা ওরকম না হাহাহা

 3 years ago 

আপনার লেখাটা পড়ে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো ছিল চমৎকার ।জায়গাটা বেশ সুন্দর। পাহাড়ের গায়ের গাছগুলো সত্যিই অপূর্ব দেখতে ।আমার তো দেখেই মনে হচ্ছে ওখানে যেয়ে ঘুরে আসি। জায়গাটা সত্যিই খুবই সুন্দর। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ! আপু অসাধারণ ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে খুব সুন্দর লাগছে। ফটোগ্রাফির সাথে সাথে আপনার লিখা গুলো অনেক ভাল ছিল। খুব সুন্দর ভাবে আমাদেরকে প্রত্যেকটা অংশের ফটোগ্রাফির বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

হ্যাঁ দিদি আপনি ঠিকই বলেছেন নতুন জায়গায় গেলে সবকিছুই যেন অন্যরকম সৌন্দর্য এবং অনুভূতি। তবে লোকে যদি আপনাকে পাগল বলতো তখন আমি বলতাম যে হ্যাঁ আপনি আসলে সত্যি পাগল। তবে আপনি অপরূপ সৌন্দর্যের পাগল। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি গুলো এবং আপনার মনের ভাবগুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা খুব সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেকদিন পর কাশ্মীরের পোস্ট দেখে খুব ভালো লাগলো।আমি নিজেও আপনার পোস্ট পড়তে পড়তে কাশ্মীরের পাগল হয়ে গেলাম।

 3 years ago 

দিদি সবাই মিলে একদিন যাবো ওখানে, কেমন?

 3 years ago 

সে তো ইচ্ছে আছেই।

কাশ্মীরকে তো বলাই হয় পৃথিবীর স্বর্গ। অত্যন্ত চমৎকার একটি জায়গা। আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু ইচ্ছা আছে অন্তত একবার কাশ্মীর ঘুরে আসার। ছবিগুলো দেখে সেই ইচ্ছা আরো প্রবল হয়ে গেল। অত্যন্ত চমৎকার ছবি তুলেছেন আপনি আপু। অনেক অনেক ধন্যবাদ এগুলো আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভকামনা রইলো আমার পক্ষ থেকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57868.91
ETH 2362.75
USDT 1.00
SBD 2.36