আশপাশ থেকে নিয়ে - স্বরচিত কবিতা || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা।আশা করছি সকলে সুস্থ আছেন।আমিও ভালো আছি। আজ হটাৎ যখন, কিছু কাজের জন্য বেড়িয়েছিলাম। ভর দুপুরে ওই টানা রোদে বেরিয়ে একটা জিনিস দেখে এত শান্তি হল ,যে বলে বোঝাবার নয়।

আমাদের বাড়ি থেকে বেরিয়েই একটা ঝিল। ঝিলের সামনে বালির ঢিবি।তাতে ওই গরমের মধ্যে একটা পুচকু কুতু বাবু ঘুমোচ্ছে আরামে। ওই গরমে বালি কতোটা গরম হতে পারে, তার পরেও বেচারা কই যাবে। ওর এত ঘুম পেয়েছে। এত গরমেও ওর এত ঘুম পাচ্ছে যে,বেচারা অবশেষে ওই জ্বলন্ত চিতাতেই ঘুমোতে বসেছে।

আমরা হয়তো এইভাবেই আশ্রয় খুঁজি, না ভেবে চিন্তেই । কতোটা নড়বড়ে হতে পারে , তা না ভেবেই হয়তো ক্লান্ত শরীর আর ক্লান্ত মন কে উজাড় করে দিই আরাম কেদারায় । সেই আরাম কেদারা ভাঙ্গা হোক অথবা হোক রং চটা ।শুধু কোনরকমে শুতে পারলেই হলো। আশ্রয় পেলেই হলো।

বালি ঠান্ডা হোক অথবা হোক গরম, বেচারা তবুও শান্তিতে ঘুমোচ্ছে। এই শান্তির ঘুম তো বেশিক্ষণ - এর নয়, সেটা হয়তো বেটা জানেনা। কখন যে ওই বালি ওকে চুষে ভেতরে নিয়ে নেবে ধীরে ধীরে। ও বুঝবে না। আর তারপর সবাই ওকে বলবে , যে কেন বাবু এত জায়গা থাকতে তুমি ওখানে আশ্রয় নিতে গেলে!

এই তো জীবন!

20220426_112207.jpg

বালি

সকাল থেকে রাত প্রতিক্ষণ
প্রতিমুহূর্তের প্রতি পিছুটানে
আমি আশ্রয় খুঁজে চলেছি রোজ।
সদ্য গড়ে ওঠা সাহারা মরুভূমিতে
বৈশাখের মরীচিকা চোখে নিয়ে
আমি আস্থা খুঁজে চলেছি রোজ।

নিজে হাতে চোখ থেকে
প্রতিবিম্ব করেছি দূর।
অন্ধ হয়েই হাতরে যাচ্ছি
বালি রাশির গর্ত গুলো।
নীল সাদা সমুদ্রের নোনা জল দিয়ে
গর্ত গুলো ভরাবো এই ভেবে।

এভাবেই আরও চলে যাচ্ছি গভীরে।
আমার শরীরের ভার বইতে পারেনা
এই সাহারার দায়িত্বহীন বালির দানা।
তবুও খুঁজতে হচ্ছে আশ্রয় - অস্থায়ী বুকে।

যাইহোক, আশা করছি আমার আজকের পোষ্ট আপনাদের সকলের ভাল লেগেছে। ভালো থাকুন সকলে। চারিদিকে যা দেখছেন, তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। যা আছে চারিদিকে, সব কিছুই কিছু না কিছু শিখিয়ে দেয়।
নমস্কার।
@isha.ish

Sort:  
 2 years ago 

কবিদের বিশেষ গুণ হলো তারা বাস্তবতাকে গভীরভাবে চিন্তা করে লেখনীর মাধ্যমে প্রকাশ করে। খুব ভালো লাগলো আপনার লেখা কবিতা। আমিও কবিতা পড়তে অনেক ভালোবাসি। আপনি আশপাশে থেকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখে উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে দাদা, আপনি কবিতা টা বুঝেছেন ।এটাই প্রাপ্তি।

 2 years ago 

সত্যি আপনার কবিতাগুলো পড়ে খুব ভালো লাগে। আপনি খুব দুর্দান্ত কবিতা লিখে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়‌ । খুবই অসাধারণ কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কবিতা পড়ে খুব ভালো লাগলো। এত অসাধারণ কবিতা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক ভালো লাগলো মন্তব্য পড়ে। ভালো থাকুন।

 2 years ago 

আপনার কবিতার ভাবার্থ পুরোটা বুঝতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পেরেছি। অনেক ভাল ছিল লাইন গুলো । অনেক ধন্যবাদ এত চমৎকার চমৎকার কবিতা আমাদের উপহার দেয়ার জন্য

 2 years ago 

যাক অল্প বুঝলেই হবে।

 2 years ago 

আপনার কবিতা লেখার দক্ষতা আছে বেশ। খুবই সুন্দর ভাবে আপনি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতার মধ্যে বিশেষ শিক্ষনীয় কিছু কথা উঠে এসেছে। মা পড়ে আমার ভাল লেগেছে খুব।

 2 years ago 

ধন্যবাদ।

 2 years ago 

দিদি নমস্কার
আপনি এই ভরদুপুরে বেড় হয়ে এক কুকুর আর বালিতে শুয়ে থাকতে দেখে খুব চমৎকার কবিতা লিখেছেন ৷ আসলে পৃথিবীতে প্রতিটি প্রানীর মধ্যে একেক রকম ৷একটা কথা চিন্তা না করলেই নয় ভাবুন যদি কুকুরের জায়গায় একটা মানুষ থাকত পারবে না ৷কারন সে যে মানুষ কিন্তু কুকুরটি ও প্রানী হলেও সে অসহায় ৷
জীবনটা একেক প্রানীর কাছে একেক রকম৷
যাই হোক কবিতা টা আমার ভালো লেগেছে ৷
ধন্যবাদ দিদি এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য

 2 years ago 

ভালো মন্তব্য করেছেন।

 2 years ago 

গরমে তপ্ত বালিতে কুকুরের শুয়ে থাকার দৃশ‍্যটা অধিকাংশের কাছে স্বাভাবিক মনে হবে এবং তারা এটা উপেক্ষা করবে। খুব কম মানুষই আছে যারা আপনার মতো বিষয়টি নিয়ে গভীরভাবে ভেবে দেখবে। ঘুম সৃষ্টিকর্তার দান যা সবার কপালে থাকে না।

কবিতা টা চমৎকার লিখেছেন দিদি। অনেক ভালো ছিল।

 2 years ago 

মন্তব্য টি একেবারই মন ছুঁয়ে গেলো। উৎসাহিত করেন বলেই তো এত লিখতে পারি।

 2 years ago 

💖💖💖

 2 years ago 

আমি আশ্রয় খুঁজে চলেছি রোজ।
সদ্য গড়ে ওঠা সাহারা মরুভূমিতে
বৈশাখের মরীচিকা চোখে নিয়ে
আমি আস্থা খুঁজে চলেছি রোজ।

আপু আপনার আজকের কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে ‌। কবিতার এই চরণ গুলিতে লুকিয়ে রয়েছে গভীর ভাবার্থ। আমি মনে করি, কবিতাটির মূলভাব এটাই যে আমরা অতশত না বুঝে মুহূর্তের আবেগে অনেক কিছু করে ফেলি অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি তবে সেটা যে আমাদের জন্য ভুল তা বুঝতে অনেক দেরী করে ফেলি।

 2 years ago 

চেষ্টা করেছেন নিজের মন মত করে কবিতা টা বুঝতে, আর এটাই অনেক ভালো একটা বিষয়।

 2 years ago 

কি যে বলি বোন, ব্যস্ততার কারনে পোষ্ট গুলো মিস করে যাই। যথাসময়ে মন্তব্য করতে পারছি না। অসাধারন লেখা মনে হয়েছে আমার কাছে । আর কবিতা সেটা তো চমৎকার।ছানা টি কিন্তু দারুন এবং ও কিন্তু কিছুটা বালি সরিয়ে ঠান্ডা পেয়েছে আর এভাবেই বালি খুচতে খুচতে তলিয়ে যেতে পারে অতলে। দারুন লেখা।

এই সাহারার দায়িত্বহীন বালির দানা।
তবুও খুঁজতে হচ্ছে আশ্রয় - অস্থায়ী বুকে।

এই দুটো লাইন কেন জানিনা হৃদয়ে নাড়া দিলো। ধন্যবাদ বোন । শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার মন্তব্য বরাবরেই আমাকে খুব অনুপ্রেরণা দেয়। খুব ভালো ভাবে আপনি পোষ্ট পড়েন। আর এটাই ভালো লাগে। অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.031
BTC 67928.09
ETH 3827.16
USDT 1.00
SBD 3.63