জন্মদিন পালন করার জন্য স্পট সিলেকশন

in Incredible India8 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন।। গতকাল আমি আমার জন্মদিনের একটি মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করেছিলাম। আজকে আরও একটি মুহূর্ত শেয়ার করতে চলেছি।

IMG-20241229-WA0005.jpg

জন্মদিনের দিন আমি সকাল থেকে প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আমার কিছু কাছের মানুষজন আমার বাবা-মা সবাই মিলে দুর্দান্তভাবে আমার পছন্দের একটি জায়গায় জন্মদিন আয়োজন করেছিল। সকালবেলা থেকে সেখানেই ছিলাম । আমার এত ভালো লেগেছে। বলে বোঝাবার মত নয়। প্রথম থেকেই শুরু করছি।

20241229_105616.jpg

এবার জন্মদিন নিয়ে কোনো রকম প্ল্যান যেহেতু ছিলনা, ভেবেছিলাম বাড়িতে কিছু যদি না করতে পারি বন্ধুদের নিয়ে বাইরে কোথাও খেয়ে আসবো। দুপুরটা বাড়িতে কাটাবো। সন্ধ্যার দিকে কিছু একটা ব্যবস্থা করা যাবে। তাও যদি না হয় বাড়িতেই কয়েকজন মিলে সেলিব্রেট করা হবে।। কিন্তু জন্মদিনের দু-তিন দিন আগেই একদিন সকালবেলায় সমস্ত কিছু প্ল্যান অন্যরকম দিকে ঘুরে গেল।

20241229_105556.jpg

আসলে সকালবেলায় আমরা অর্থাৎ মা-বাবা আমি ভাই সবাই মিলে একসাথে বসে চা খাই। ওই সময় গল্প আড্ডা হয় ভালই। ওর মধ্যে হঠাৎ করে আমার বাবার বন্ধুর স্ত্রী মানে আমার জেঠিন ফোন করে বাবাকে। এবং তিনি রীতিমতো বলতে থাকেন যে এইবার ঈশার জন্মদিন করে ফেল, এইবারে যেহেতু আমার ২৫ বছর পূর্তি হচ্ছে। সেটা সবাই জানতো। আর সব থেকে বড় কথা, আমার জন্মদিন সবার মনেও থাকে। এর একটাই কারণ হলো, আমার জন্মদিন বছরের একদম শেষে। এ কারণে সকলের মনে থাকে।

20241229_105656.jpg

বাবা রাজি হয়ে গেল, এবং জানালো যে চল তাহলে কোন একটা রেস্টুরেন্টে করা যাক। কিন্তু জেঠিন কিছুতেই রাজি নয়। জেঠিনের ইচ্ছা হল বাইরে কোন গ্রামের দিকে যাওয়া পিকনিক মত করে জন্মদিন সেলিব্রেট করা। বাবা জেঠিন কে ছোট বোনের মতন ভালোবাসে। তাই তার কথা ফেলতে পারল না। সাথে সাথে সেদিন পিকনিক স্পট দেখতে দুপুর ১২ টা নাগাদ বাবা মা জেঠি সবাই বেরিয়ে গেল। দুপুরের মধ্যে স্পট দেখেও চলে আসলো।

20241229_105634.jpg

প্রথমে যে জায়গাটা দেখা হচ্ছিল, সেটা একদম ওদের পছন্দ হয়নি। তারপরে যাওয়া হয়েছে অন্যদিকে। আসলে সেলিব্রেশন করার কথা ঠিক হয়েছিল তিনটি ফ্যামিলির মধ্যে। একটা আমাদের ফ্যামিলি, একটা জেঠিদের ফ্যামিলি, আর একটা আমার ভদ্রলোকের ফ্যামিলি।

20241229_140857.jpg

আসলে ওদের গ্রামের দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সেখানে পুকুর আছে। সরষের জমি আছে প্রচুর। আর ওদের ফার্ম এর জায়গাটা অস্বাভাবিক সুন্দর। আমি যদি ও কখনো যাইনি। কিন্তু আমার মা-বাবা গিয়েছে। সেদিনকে তাই সেখানেই আরেকবার গিয়ে। সেই জায়গাটা চুজ করে আসা হলো।

20241229_111033.jpg

তারপর আমার ভদ্রলোকের পরিবার, জেঠিনদের পরিবার আর আমাদের পরিবার এর আয়োজন শুরু হল। যেহেতু জায়গাটা ওদের , তাই পিকনিক করার জন্য আমরা যে জায়গাটা চুজ করেছিলাম, সেখানে সবকিছু পরিষ্কার করার এবং সবকিছু ঠিকঠাক করার দায়িত্ব নিয়ে নিল আমার ভদ্রলোকের পরিবার।

20241229_152611.jpg

আমি কল্পনাও করতে পারিনি , এত কিছু হয়ে যাবে। বিরাট বড় একটা পুকুর। তার চারদিক গিয়ে খালি সবুজ সবুজ। কত কত গাছ! তার পাশে এক দিক করে ফার্ম। জায়গাটা যে কি অপরূপ। না গেলে বোঝা যাবে না।আমি এক এক করে পোষ্টের মাধ্যমে সব আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু এখানেই শেষ করছি। জায়গাটার ছবিগুলোই কথা বলতে বলতে তুলে ধরলাম।

Sort:  


1000341978.png

Curated by: @ahsansharif

Loading...
 7 days ago 

প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আগামী দিনগুলো ভালো কাটুক সুন্দর কাটুক, সে প্রার্থনা করছি। তবে আপনার জন্মদিনে আপনার পরিবার আপনাকে স্পেশাল একটা সময় কাটানোর সুযোগ করে দিয়েছে।

আপনি ভেবেছিলেন দুপুরে বাড়িতে থাকবেন এরপরে বন্ধুদের সাথে কোথাও খেয়ে আসবেন কিন্তু আপনার জেঠিন ঠিক আপনাকে খুব সুন্দর একটা জায়গাতে নিয়ে গেছে একদম মনোমুগ্ধকর পরিবেশ। এর থেকে ভালো পরিবেশ আর হতে পারে না প্রাকৃতকে কাছে রেখে জন্মদিনের আনন্দকে উপভোগ করা সত্যিই খুব ভালো লাগার একটা বিষয়।

বাকি পোস্টের অপেক্ষায় রইলাম, আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা।।

Loading...
 7 days ago 

প্রথমে আপনাকে জানাই ,শুভ জন্মদিন ও নতুন বছরের শুভেচ্ছা, আপনার পোস্টটি পরে জানতে পারলাম। আপনার পরিবার আপনার জন্মদিন উদযাপন করার জন্য, একটি নির্দিষ্ট স্থানে পরিকল্পনা করছে কি ভাবে আপনার জন্মদিন পালন করা যায়। আপনার পরিবার আপনার এই জন্মদিনটি আরো স্পেশাল করার জন্য ,তারা এরকম একটি উদ্যোগ নিয়েছে যা দেখে আমার কাছে অনেক ভালই লাগলো। আমি মনে করি আপনার এই দিনগুলো স্মৃতিময় স্মরণীয় হয়ে সারা জীবন থাকবে। আমাদের সাথে এই আনন্দ মুহূর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

 6 days ago 

আপু এটা সত্যিই দুর্দান্ত এক মুহূর্ত! আপনার জন্মদিনের আয়োজনের পরিকল্পনা এবং স্পট সিলেকশন সত্যিই অসাধারণ। সেই গ্রামের পরিবেশ এবং সবুজের মধ্যে পিকনিকের আনন্দ নিশ্চিতভাবেই এক অনন্য অভিজ্ঞতা ছিল। ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো, আর এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। অপেক্ষা করছি পরবর্তী পোস্টের জন্য।

 6 days ago 

বরাবরের মতোই পরিবারের মেয়েদের কথা অনেকের মনে থাকে না তবে আপনার পরিবারের প্রতিটা সদস্য আপনার জন্মদিনের কথা মনে রাখছে এটা জানতে পেরে ভালো লাগলো এটা ঠিক যে আপনার পছন্দের জায়গা নির্বাচন করে সেখানে জন্মদিন সেলিব্রেশন করা অনেক ভাগ্যের একটা ব্যাপার।

সবাই মিলে দিনটাকে অনেক বেশি আনন্দ এবং নিজেদের হাসিঠাট্টার মাধ্যমে কাটিয়েছেন যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো প্রিয় মানুষের সাথে আগামী দিনের পথ চলা এবং আগামী দিনগুলো খুব সুন্দরভাবেই কাটান এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.25
JST 0.040
BTC 94259.99
ETH 3281.92
USDT 1.00
SBD 7.04