স্বরচিত কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন ।আবারও আজকে আরেকটি কবিতা নিয়ে হাজির হয়েছি। ইচ্ছা ছিল ভাই ফোঁটা নিয়ে একটি পোস্ট আজকে লিখব। কিন্তু হঠাৎ করে যেমন ভাবে আমার কবিতা পায়, এই রাত দুপুরবেলায় কিছুক্ষণ আগে একটা কবিতা লিখে ফেললাম। তাই ভাইফোঁটা নিয়ে লিখতে গিয়েও সেটা মুছে এই কবিতা পোস্ট করছি ।সকলকে প্রথমে জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আমার শহর কৃষ্ণনগরের ঐতিহ্যের মধ্যে জগদ্ধাত্রী পূজা ভীষণ বিখ্যাত। জগদ্ধাত্রী পূজা নিয়ে এর আগেও আমি এই প্লাটফর্মে অনেক অনেক লিখেছি তবুও ইচ্ছা আছে এই বছরেও আপনাদের সাথে সমস্ত তথ্য এবং পূজার যেটুকুনি সময় আমি অতিবাহিত করব তা আপনাদের সকলের সাথে শেয়ার করা।

সকলকে পুজোয় সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

কাল থেকেই ঠাকুর দেখতে যাওয়া শুরু হয়ে যাবে ।কৃষ্ণনগরে গত দু-তিন দিন হলোই শহর আমার আলোময়। চারিদিকে জমজমাট আলোয় আলো , ভেতরটায় একটা আলাদায় ফুরফুরে আনন্দ এবং পুজোর মেজাজ কাজ করছে।

পুজোর পরেই পরীক্ষা। ভালোই ভালোই পূজো কাটিয়ে পরীক্ষাগুলো যেন ভালো দিতে পারি এই আশা করছি।

এবার কবিতাটার দিকে নজর দেওয়া যাক।

Snapchat-396395113.jpg

লোকেশন

এক কাপ চা - নিজেকে চাই

তার চাহনি ছিল অদ্ভুত।
একেবারেই অন্যরকম।
অন্ধকারকে লজ্জায় ঢেকে দিতে পারে
এমন।

আলোয় ভরা নিটোল চোখ দুটো
নিষ্পাপ এর মত ধবধবে ।
সাদা পায়রারা নীল আকাশে
যেভাবে নিজেদের বিলীন করে দেয় ,
সেও বিলীন করে দিয়েছিল
দু চোখের দৃষ্টি।

চোখে ছিল স্নিধি।
নির্ভয়ের গা ঘেসে থাকা
চুপচাপ ভয়,
শত তুফানেও স্থিরতা।
খোলা বারান্দায় সদ্য এসে পড়া
শরত আলো।
আর,
শান্তি।

তারপর চা'র সাথে জুড়লো
লেবু।
গলা ব্যথা নিবারণে
যোগ হলো একটু নিবারণ চক্রবর্তী।
ঠোঁটের সাথে জমিয়ে গল্প জুড়ে ছিল
উষ্ণ চা-এর ভাঁড়।

এবারে চা এর স্বাদে ছিল না -
শুধু তোমাকে খোঁজা।
এবারে দেখতে পেয়েছি
নিজেকে।
নিম্নগতি আর উচ্চগতির
একেবারে মধ্যিখানে,
শরত সন্ধ্যার আড্ডা ঘরে,
প্রথমবার তুমি
আমিতে এসে থামলে।

আশা করছি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের ভাল লেগেছে সকলের মন্তব্যের অপেক্ষায় থাকলাম সকলের সুস্থ থাকুন ভালো থাকুন।
@isha.ish

Sort:  
 2 years ago 

তোমার লেখা আগেও পড়েছি কিন্তু আগে কমেন্ট করা হয় নি। যথেষ্টই গাঢ়ত্ব রয়েছে লেখায়।লেখকের ব্যাক্তিগত জীবন অনেক সময়ই তার কলমে ফুটে ওঠে।তুমি আবার যে ছন্দে ফিরছো সেটা দেখে ভালো লাগছে।এই ভাবেই লিখতে থাকো।স্টিমিট কে যতটা না তোমার দরকার, আমার বাংলা ব্লগকেও তোমার দরকার। ভালো থেকো।

 2 years ago 

আপনাকে জগদ্বাএী পূজোর শুভেচ্ছা দিদি। অনেকদিন পর আপনার পোস্ট চোখে পড়লো। যাইহোক কবিতা টা দারুণ লিখেছেন। কোনো একটা লাইন বা একটা প‍্যারার কথা বলব না। সম্পূর্ণ কবিতা টাই ছিল দারুণ অর্থপূর্ণ। একেবারে চায়ের সাথে যেন অন্য কাউকে অনুভব করার চেষ্টা। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

দিদি দারুন একটা কবিতা লিখেছেন অসাধারণ হয়েছে, পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইন এত ছন্দে তালে পরিপূর্ণ ছিল যে কারই কবিতাটি পড়লে মনটা ভরে যাওয়ার কথা। দিদি পূজার দাওয়াত দিলেন অসংখ্য ধন্যবাদ এজন্যে। সেই সাথে অপেক্ষায় রইলাম আপনাদের পূজোর খুঁটিনাটি জানার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60244.17
ETH 2333.72
USDT 1.00
SBD 2.47