চিত্র "পাহাড়ের গায়ে চাঁদনী রাতের একটি দৃশ্যপট"১০ শতাংশ শেয়ারের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20220205_185848.jpg
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি পাহাড়ের গায়ে চাঁদনী রাতের একটি দৃশ্যপট অংকন করেছি, ভেবেছি আপনাদের সাথে আজ তাই ভাগাভাগি করে নেব।

চাঁদনী রাত পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার, আসলে চাঁদনী রাতে সৃষ্টিকর্তার কুদরতের একটি অন্যতম নিদর্শন খুঁজে পাওয়া যায়।

চাঁদনী রাতে চাঁদের আলোয় চারদিক আলোকিত হয়ে ওঠে। চাঁদনী রাতের অপূর্ব দৃশ্যপট যেকোনো কবি বা চিত্রকারের মনকে পুলকিত করে তুলে।

যাই হোক কথা না বাড়িয়ে আমি আমার এই চাঁদনী রাতের চিত্র অংকন টি কিভাবে করেছি আপনাদের সাথে তা ধাপে ধাপে তুলে ধরছি।

IMG_20220205_184802.jpg

উপকরন সমুহ
ছবি আঁকার কাগজ
জলরং
তুলি
পেন্সিল
রাবার
কলম
☀ অংকন প্রক্রিয়া ☀
প্রথম ধাপ

IMG_20220205_184850.jpg

IMG_20220205_184826.jpg
প্রথমেই আমি পেন্সিল দিয়ে ঝাপসা করে একটি গাছ ও চাঁদএর চিত্র অঙ্কন করে নেব।

দ্বিতীয় ধাপ

IMG_20220205_184914.jpg
IMG_20220205_185123.jpg
পর্যায়ে আমি আকাশের নীল রং করা শুরু করব এবং পাহাড়ের একটি হালকা আকৃতি অঙ্কন করব।

তৃতীয় ধাপ

IMG_20220205_185215.jpg
এ পর্যায়ে আমি আকাশের প্রায় সম্পূর্ণ রং করে নিয়েছি এবং চাঁদের রংটাও করে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20220205_185237.jpg
এ পর্যায়ে আমি কালো জল রং ও তুলির সাহায্যে হালকা করে গাছের একটি চিত্র অঙ্কন করা শুরু করলাম।

পঞ্চম ধাপ

IMG_20220205_185257.jpg
IMG_20220205_185323.jpg
এ পর্যায়ে আমার গাছের একটি প্রতিকৃতি অঙ্কন করা প্রায় সম্পূর্ণ হয়েছে। আর এখন আমি পাহাড়ের আকৃতিতে রং করা শুরু করলাম।

ষষ্ঠ ধাপ

IMG_20220205_185351.jpg
এ পর্যায়ে পাহাড়ের রং করা প্রায় সম্পন্ন হয়েছে।

সপ্তম ধাপ

IMG_20220205_185432.jpg
এ পর্যায়ে আমি গাছের পেছনের অংশ দিয়ে দূরে একটি পাহাড়ের ঝাপসা চিত্র অংকন করছি।

অষ্টম ধাপ

IMG_20220205_185456.jpg
এ পর্যায়ে পাহাড়ের মোটামুটি চিত্র অংকন করা হয়ে এসেছে এবং এর আশপাশে কালো
জল রঙের সাহায্যে কিছু ঘাস এবং ছোট গাছ এঁকে নিচ্ছি।

নবম ধাপ

IMG_20220205_185537.jpg
এ পর্যায়ে চাঁদের আলোয় চারিদিক আলোকিত হয়েছে এমন ভাবে সাদা রং ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছি এবং আকাশে কিছু তাঁরা অংকন করেছি।

শেষ ধাপ

IMG_20220205_185848.jpg

এখন আমার অঙ্কন করা সম্পর্ণ হয়েছে, আশা করছি আমার অঙ্কন করা এই" চাঁদনী রাতে পাহাড় এর দৃশ্য" আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আর যাদের ভাল লাগেনি তাদেরও ধন্যবাদের সাথে অনুরোধ করছি আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🙏

আমি @hseema" আমার বাংলা ব্লগের ---"একজন নতুন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🤲🤲🤲

Sort:  
 3 years ago 

চাঁদনী রাতের পাহাড়ের মনমুগ্ধকর একটি দৃশ্য আপনি অঙ্কন করেছেন। সত্যিই আপনার অঙ্কনের তারিফ করতে হয়। এমন সুন্দর দৃশ্যের মধ্যে কার না মন চায় হারিয়ে যেতে। ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার পাহাড়ের গায়ের চাঁদনী রাতেr দৃশ্যপট খুবই চমৎকার হয়েছে ।এত সুন্দর করে রং তুলি দিয়ে আপনি চাঁদনী রাত এঁকেছেন যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।প্রতিটি ধাপ আপনি চমৎকার ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। যেটি আপনার পোস্টটি কে আরও বেশি সুন্দর করেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চাঁদনী রাতের দৃশ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মতামত প্রকাশ করার জন্য। ধন্যবাদ আবারো ভালো থাকবেন।

 3 years ago (edited)

খুব সুন্দর একটি চিত্র ছবি দিয়েছেন আপনি আপু। এভাবে চলে যান সফলতায় উত্তীর্ণ হতে পারবেন।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

ওয়াপ আপু অসাধারণ একটি জলরং দিয়ে চাঁদনী রাতের দৃশ্য ফুটে তুলেছেন।আমি দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।অনেক নিপুণতার সাথে আপনি দৃশ্যটি পেন্টিং করেছেন এবং প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্য প্রকাশ করার জন্য।আর আপনার এতটা ভালো লেগেছে জানতে পেরে আমি অনেক আনন্দিত।

 3 years ago 

অসাধারণ অঙ্কন করেছেন আপু। খুবই ভালো লাগছে দেখতে। বিশেষ করে পাহাড় এবং চাঁদ টিকে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল 💜

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার অঙ্কনের প্রশংসা করার জন্য। দোয়া রইল ভালো থাকবেন।

 3 years ago 

অনেস্টলি বলতে গেলে আমি এ পর্যন্ত এই কমিউনিটিতে যতগুলো চিত্রাংকন দেখেছি তার মধ্যে আপনারটি আমার কাছে সবচাইতে সেরা মনে হয়েছে। প্রথম ছবিতেই চমক দিয়ে শুরু করলেন। শুভ হোক আপনার এই কমিউনিটিতে যাত্রা।

 3 years ago 

আপনার কাছে এতটা ভাল লেগেছে জানতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি।

 3 years ago 

ওয়াও আপু আপনার আর্টি খুবই সুন্দর হয়েছে। আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

পাহারের গায়ে অসাধারন একটি দৃশ্যপট একেছেন আপনি অনেক সুন্দর হয়েছে বেশ গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago (edited)

যেমন গানের গলা তেমন আর্ট স্কিল। সব গুন দেখি একজনের ভিতর রয়েছে। এমন কোয়ালিটি সম্পূর্ণ মানুষ আমাদের এই সুন্দর কমিউনিটিকে আরো সুন্দর করে তুলতেছে।
সত্যি আপু আপনার আজকের অংকন এর বিষয়ে কিছু বলার নেই। সব সময় মারাত্মক অংকন করেন আপিনি।

 3 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 59077.53
ETH 2518.13
USDT 1.00
SBD 2.48